শাহরিয়ার ফারদিন
ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে চতুর্থ প্রজন্ম বা ফোর-জি সংযোগ নিয়ে খুশি থাকার যুগে সুখবর আসছে দ্রুতই। অন্তত জাপানি বিজ্ঞানীরা ভাবছেন, ষষ্ঠ প্রজন্মের সংযোগ অর্থাৎ সিক্স-জি কানেকটিভিটির কথা। শুনেই মন ভালো হয়ে যাচ্ছে আমাদের।
মন ভালো হওয়ারই কথা। কারণ জাপানি বিজ্ঞানীরা বলছেন, এ পথে তাঁরা এগিয়েছেন অনেকটাই। ছোট পরিসরে চালিয়েছেন পরীক্ষাও। তার ফলাফলে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, সিক্স-জি-সমর্থিত একধরনের প্রোটোটাইপ ডিভাইসে ডেটা ট্রান্সফারের গতি ছিল প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট। এ গতি ফাইভ-জি কোনো ডিভাইসে ডেটা ট্রান্সফারের সর্বোচ্চ সক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি। আর বাজারে পাওয়া যায় এমন ফাইভ-জি মোবাইল ফোনের ডেটা ট্রান্সফারের সক্ষমতার চেয়ে ৫০০ গুণ বেশি!
জাপানি বিজ্ঞানীরা আশাবাদী যে বর্তমানে এই সিক্স-জি কানেকটিভিটির রেঞ্জ কম হলেও গবেষণার মাধ্যমে তা শিগগিরই দূর করা সম্ভব হবে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের অনুমান, আগামী ৬ বছরের মধ্যে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের সেলুলার কানেকটিভিটি বা সিক্স-জি নেটওয়ার্ক বাজারে চলে আসবে।
সাধারণত, নেটফ্লিক্সের দেড়-দুই ঘণ্টাব্যাপী একটি সিনেমার আকার দেড় গিগাবাইটের মতো। বর্তমানে ফাইভ-জি কানেকটিভিটির ক্ষেত্রে এই সিনেমা ট্রান্সফারে যে পরিমাণ সময় লাগে, তার চেয়ে অনেক কম লাগবে সিক্স-জিতে। বিজ্ঞানীদের অনুমান, প্রতি সেকেন্ডে এ রকম ৮ থেকে ৯টি সিনেমা ট্রান্সফার করা সম্ভব হবে।
সিক্স-জি কানেকটিভিটি নিয়ে যৌথভাবে কাজ করেছে জাপানের রাষ্ট্রায়ত্ত নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন পাবলিক করপোরেশন, দেশটির মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ডোকোমো, ইলেকট্রনিক করপোরেশন এনইসি এবং ফুজিৎসু। গবেষকেরা এ ক্ষেত্রে ১০০ গিগাহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ পর্যন্ত ব্যান্ডউইথ ব্যবহার করেছেন। ফলে একই সময়ে বিপুল পরিমাণ ডেটা ট্রান্সফারের সুযোগ তৈরি হয়েছে। যেখানে ফাইভ-জি কানেকটিভিটিতে সর্বোচ্চ ব্যান্ডউইথ ৬ গিগাহার্টজ। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, ব্যান্ডউইথ বেশি হওয়ার কারণে সিক্স-জিতে ডেটা ট্রান্সফারের সক্ষমতা অনেক বেশি থাকবে।
এর আগেও জাপানি বিজ্ঞানীরা সিক্স-জি কানেকটিভিটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে এবারের পরীক্ষাকে তুলনামূলক বেশি সফল বলা চলে। এবারের পরীক্ষায় বিজ্ঞানীরা প্রায় ১০০ মিটার দূরে দুটি প্রোটোটাইপ ডিভাইসের মধ্যে প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট হারে ডেটা ট্রান্সফার করেছেন খুবই স্থিতিশীল ও মসৃণভাবে। কিন্তু এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা যে পরীক্ষা চালিয়েছিলেন, সেখানে প্রতি সেকেন্ডে ২০ মিটার দূরে ২৪০ গিগাবাইট ডেটা ট্রান্সফার করতে সক্ষম হয়েছিলেন।
বিজ্ঞানীরা বলছেন, এই সিক্স-জি কানেকটিভিটির বিষয়টি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। বর্তমানে প্রোটোটাইপ ডিভাইস, নেটওয়ার্ক অবকাঠামোসহ অন্যান্য বাহ্যিক অবকাঠামোর জন্য ব্যয় খুব বেশি হলেও শিগগির তা নাগালের মধ্যে নেমে আসবে।
ফোর-জি থেকে ফাইভ-জি কানেকটিভিটিতে উত্তরণের ফলে আধুনিক বিশ্বের দেশগুলোতে ডেটা ট্রান্সফারসহ অন্যান্য সেলুলার সেবায় দারুণ গতি এসেছে। সিক্স-জি সেই গতিকে আরও বাড়িয়ে দেবে নিঃসন্দেহে। বিশেষ করে হাই রেজল্যুশন ভিডিও, ইমেজ ডাউনলোড-আপলোড, বিভিন্ন স্বয়ংক্রিয় ডিভাইসের মধ্যকার যোগাযোগ ইত্যাদির গতি বৃদ্ধি পাবে।
বিজ্ঞানীরা বলছেন, সিক্স-জির একটি বড় সুবিধা হবে, একই সঙ্গে একাধিক ওয়্যারলেস ডিভাইসকে সংযুক্ত করার ক্ষমতা। আমাদের দেশে অতি জনাকীর্ণ জায়গায় কখনো কখনো মোবাইল ফোনে নেটওয়ার্ক কম পায় বা কখনো কখনো পাওয়াই যায় না। সিক্স-জি নেটওয়ার্কে এই বিষয়টি অনেকটাই কমে যাবে।
এই সিক্স-জি সংযোগের আরেকটি সুবিধা হতে পারে, ওয়্যারলেস ইন্টারনেট সেবা। এর ফলে কোনো একটি নির্দিষ্ট এলাকায় কয়েকটি বাড়ি মিলে হয়তো একটি মাত্র ওয়াই-ফাই সংযোগের আওতায় ইন্টারনেট সেবা পাবে। ফলে এখন ঘরে ঘরে কেব্ল লাগিয়ে যে ইন্টারনেট সংযোগের চল, তা আর নাও থাকতে পারে। হলোগ্রাফিক কমিউনিকেশন বা সামগ্রিক ত্রিমাত্রিক ভার্চুয়াল যোগাযোগ, ভার্চুয়াল রিয়েলিটি ও মিক্সড রিয়েলিটির দুনিয়ায় মানুষের যে অভিজ্ঞতা তা আরও মসৃণ করবে সিক্স-জি। এর কারণ, সিক্স-জি কানেকটিভিটির মূল জায়গাটাই হলো বৃহত্তর ব্যান্ডউইথ।
তবে সিক্স-জি-সমর্থিত ডিভাইস উন্নয়ন, এই কানেকটিভিটির ব্যান্ডউইথ সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ইত্যাদিতে এখনো যথেষ্ট সময় লাগবে। উন্নত বিশ্বই যেখানে আশা করছে ২০৩০ সাল নাগাদ এটি বাজারে আসতে পারে, সেখানে আমাদের দেশে আসতে কত বছর লাগতে পারে তা সহজেই বোঝা যায়।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট ও লাইভ সায়েন্স
ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে চতুর্থ প্রজন্ম বা ফোর-জি সংযোগ নিয়ে খুশি থাকার যুগে সুখবর আসছে দ্রুতই। অন্তত জাপানি বিজ্ঞানীরা ভাবছেন, ষষ্ঠ প্রজন্মের সংযোগ অর্থাৎ সিক্স-জি কানেকটিভিটির কথা। শুনেই মন ভালো হয়ে যাচ্ছে আমাদের।
মন ভালো হওয়ারই কথা। কারণ জাপানি বিজ্ঞানীরা বলছেন, এ পথে তাঁরা এগিয়েছেন অনেকটাই। ছোট পরিসরে চালিয়েছেন পরীক্ষাও। তার ফলাফলে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, সিক্স-জি-সমর্থিত একধরনের প্রোটোটাইপ ডিভাইসে ডেটা ট্রান্সফারের গতি ছিল প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট। এ গতি ফাইভ-জি কোনো ডিভাইসে ডেটা ট্রান্সফারের সর্বোচ্চ সক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি। আর বাজারে পাওয়া যায় এমন ফাইভ-জি মোবাইল ফোনের ডেটা ট্রান্সফারের সক্ষমতার চেয়ে ৫০০ গুণ বেশি!
জাপানি বিজ্ঞানীরা আশাবাদী যে বর্তমানে এই সিক্স-জি কানেকটিভিটির রেঞ্জ কম হলেও গবেষণার মাধ্যমে তা শিগগিরই দূর করা সম্ভব হবে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের অনুমান, আগামী ৬ বছরের মধ্যে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের সেলুলার কানেকটিভিটি বা সিক্স-জি নেটওয়ার্ক বাজারে চলে আসবে।
সাধারণত, নেটফ্লিক্সের দেড়-দুই ঘণ্টাব্যাপী একটি সিনেমার আকার দেড় গিগাবাইটের মতো। বর্তমানে ফাইভ-জি কানেকটিভিটির ক্ষেত্রে এই সিনেমা ট্রান্সফারে যে পরিমাণ সময় লাগে, তার চেয়ে অনেক কম লাগবে সিক্স-জিতে। বিজ্ঞানীদের অনুমান, প্রতি সেকেন্ডে এ রকম ৮ থেকে ৯টি সিনেমা ট্রান্সফার করা সম্ভব হবে।
সিক্স-জি কানেকটিভিটি নিয়ে যৌথভাবে কাজ করেছে জাপানের রাষ্ট্রায়ত্ত নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন পাবলিক করপোরেশন, দেশটির মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ডোকোমো, ইলেকট্রনিক করপোরেশন এনইসি এবং ফুজিৎসু। গবেষকেরা এ ক্ষেত্রে ১০০ গিগাহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ পর্যন্ত ব্যান্ডউইথ ব্যবহার করেছেন। ফলে একই সময়ে বিপুল পরিমাণ ডেটা ট্রান্সফারের সুযোগ তৈরি হয়েছে। যেখানে ফাইভ-জি কানেকটিভিটিতে সর্বোচ্চ ব্যান্ডউইথ ৬ গিগাহার্টজ। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, ব্যান্ডউইথ বেশি হওয়ার কারণে সিক্স-জিতে ডেটা ট্রান্সফারের সক্ষমতা অনেক বেশি থাকবে।
এর আগেও জাপানি বিজ্ঞানীরা সিক্স-জি কানেকটিভিটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে এবারের পরীক্ষাকে তুলনামূলক বেশি সফল বলা চলে। এবারের পরীক্ষায় বিজ্ঞানীরা প্রায় ১০০ মিটার দূরে দুটি প্রোটোটাইপ ডিভাইসের মধ্যে প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট হারে ডেটা ট্রান্সফার করেছেন খুবই স্থিতিশীল ও মসৃণভাবে। কিন্তু এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা যে পরীক্ষা চালিয়েছিলেন, সেখানে প্রতি সেকেন্ডে ২০ মিটার দূরে ২৪০ গিগাবাইট ডেটা ট্রান্সফার করতে সক্ষম হয়েছিলেন।
বিজ্ঞানীরা বলছেন, এই সিক্স-জি কানেকটিভিটির বিষয়টি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। বর্তমানে প্রোটোটাইপ ডিভাইস, নেটওয়ার্ক অবকাঠামোসহ অন্যান্য বাহ্যিক অবকাঠামোর জন্য ব্যয় খুব বেশি হলেও শিগগির তা নাগালের মধ্যে নেমে আসবে।
ফোর-জি থেকে ফাইভ-জি কানেকটিভিটিতে উত্তরণের ফলে আধুনিক বিশ্বের দেশগুলোতে ডেটা ট্রান্সফারসহ অন্যান্য সেলুলার সেবায় দারুণ গতি এসেছে। সিক্স-জি সেই গতিকে আরও বাড়িয়ে দেবে নিঃসন্দেহে। বিশেষ করে হাই রেজল্যুশন ভিডিও, ইমেজ ডাউনলোড-আপলোড, বিভিন্ন স্বয়ংক্রিয় ডিভাইসের মধ্যকার যোগাযোগ ইত্যাদির গতি বৃদ্ধি পাবে।
বিজ্ঞানীরা বলছেন, সিক্স-জির একটি বড় সুবিধা হবে, একই সঙ্গে একাধিক ওয়্যারলেস ডিভাইসকে সংযুক্ত করার ক্ষমতা। আমাদের দেশে অতি জনাকীর্ণ জায়গায় কখনো কখনো মোবাইল ফোনে নেটওয়ার্ক কম পায় বা কখনো কখনো পাওয়াই যায় না। সিক্স-জি নেটওয়ার্কে এই বিষয়টি অনেকটাই কমে যাবে।
এই সিক্স-জি সংযোগের আরেকটি সুবিধা হতে পারে, ওয়্যারলেস ইন্টারনেট সেবা। এর ফলে কোনো একটি নির্দিষ্ট এলাকায় কয়েকটি বাড়ি মিলে হয়তো একটি মাত্র ওয়াই-ফাই সংযোগের আওতায় ইন্টারনেট সেবা পাবে। ফলে এখন ঘরে ঘরে কেব্ল লাগিয়ে যে ইন্টারনেট সংযোগের চল, তা আর নাও থাকতে পারে। হলোগ্রাফিক কমিউনিকেশন বা সামগ্রিক ত্রিমাত্রিক ভার্চুয়াল যোগাযোগ, ভার্চুয়াল রিয়েলিটি ও মিক্সড রিয়েলিটির দুনিয়ায় মানুষের যে অভিজ্ঞতা তা আরও মসৃণ করবে সিক্স-জি। এর কারণ, সিক্স-জি কানেকটিভিটির মূল জায়গাটাই হলো বৃহত্তর ব্যান্ডউইথ।
তবে সিক্স-জি-সমর্থিত ডিভাইস উন্নয়ন, এই কানেকটিভিটির ব্যান্ডউইথ সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ইত্যাদিতে এখনো যথেষ্ট সময় লাগবে। উন্নত বিশ্বই যেখানে আশা করছে ২০৩০ সাল নাগাদ এটি বাজারে আসতে পারে, সেখানে আমাদের দেশে আসতে কত বছর লাগতে পারে তা সহজেই বোঝা যায়।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট ও লাইভ সায়েন্স
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৬ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৯ ঘণ্টা আগে