ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ইনস্টাগ্রামের মতো ছবি শেয়ারিং প্ল্যাটফর্মে। ইনস্টাগ্রামে পোস্টগুলো সুসজ্জিতভাবে উপস্থাপন করতে অনেক সময় একাধিক পোস্ট আর্কাইভ বা ডিলিট করার প্রয়োজন পড়তে পারে। এ জন্য একই সঙ্গে অনেকগুলো পোস্ট আর্কাইভ বা ডিলিট করার ফিচার রয়েছে ইনস্টাগ্রামে।
কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার বা সাধারণ ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রামের ফিড গুছিয়ে রাখতে পারেন। পুরোনো ট্রেন্ডের ফরম্যাটে তোলা ছবিগুলোও এর মাধ্যমে ডিলিট করে দিতে পারবেন। একই সঙ্গে অনেকগুলো ছবি ডিলিট করার মাধ্যমে সময়ের অপচয় কম হবে।
ইনস্টাগ্রামের একাধিক পোস্ট ডিলিট বা আর্কাইভ করবেন যেভাবে
১. ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।
২. নিচের দিকে নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইলে ওপরে ডান দিকে তিনটি লাইনের আইকোনে ট্যাপ করুন।
৪. এরপর একটি মেনু দেখা যাবে।
৫. মেনু থেকে ‘ইওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৬. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘কনটেন্ট ইউ শেয়ারড’ লেবেল খুঁজে বের করুন।
৭. এই অংশ থেকে ‘পোস্টস’ অপশনটিতে ট্যাপ করুন।
৮. এরপর সবগুলো পোস্ট একই সঙ্গে দেখা যাবে।
৯. ওপরের দিকে ফিল্টার করার অনেকগুলো অপশন রয়েছে। পুরোনো–নতুন পোস্ট, তারিখ ও লোকেশনভিত্তিক পোস্টগুলো ফিল্টার করুন।
১০. পছন্দমতো পোস্ট বাছাই করার জন্য ডান পাশের ওপরের কোনায় ‘সিলেক্ট’ অপশনে ট্যাপ করুন।
১১. পোস্টগুলো নির্বাচনের জন্য একটি চেক বক্স দেখা যাবে।
১২. পোস্টগুলোর ওপরে একে একে ট্যাপ করে একাধিক পোস্ট একই সঙ্গে নির্বাচন করুন।
১৩. এরপর নিচের দিকে একটি পোস্ট ডিলিট ও আর্কাইভের অপশন থাকবে। পছন্দমতো অপশন বাছাই করলেই পোস্ট ডিলিট বা আর্কাইভ হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ইনস্টাগ্রামের মতো ছবি শেয়ারিং প্ল্যাটফর্মে। ইনস্টাগ্রামে পোস্টগুলো সুসজ্জিতভাবে উপস্থাপন করতে অনেক সময় একাধিক পোস্ট আর্কাইভ বা ডিলিট করার প্রয়োজন পড়তে পারে। এ জন্য একই সঙ্গে অনেকগুলো পোস্ট আর্কাইভ বা ডিলিট করার ফিচার রয়েছে ইনস্টাগ্রামে।
কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার বা সাধারণ ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রামের ফিড গুছিয়ে রাখতে পারেন। পুরোনো ট্রেন্ডের ফরম্যাটে তোলা ছবিগুলোও এর মাধ্যমে ডিলিট করে দিতে পারবেন। একই সঙ্গে অনেকগুলো ছবি ডিলিট করার মাধ্যমে সময়ের অপচয় কম হবে।
ইনস্টাগ্রামের একাধিক পোস্ট ডিলিট বা আর্কাইভ করবেন যেভাবে
১. ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।
২. নিচের দিকে নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. প্রোফাইলে ওপরে ডান দিকে তিনটি লাইনের আইকোনে ট্যাপ করুন।
৪. এরপর একটি মেনু দেখা যাবে।
৫. মেনু থেকে ‘ইওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৬. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘কনটেন্ট ইউ শেয়ারড’ লেবেল খুঁজে বের করুন।
৭. এই অংশ থেকে ‘পোস্টস’ অপশনটিতে ট্যাপ করুন।
৮. এরপর সবগুলো পোস্ট একই সঙ্গে দেখা যাবে।
৯. ওপরের দিকে ফিল্টার করার অনেকগুলো অপশন রয়েছে। পুরোনো–নতুন পোস্ট, তারিখ ও লোকেশনভিত্তিক পোস্টগুলো ফিল্টার করুন।
১০. পছন্দমতো পোস্ট বাছাই করার জন্য ডান পাশের ওপরের কোনায় ‘সিলেক্ট’ অপশনে ট্যাপ করুন।
১১. পোস্টগুলো নির্বাচনের জন্য একটি চেক বক্স দেখা যাবে।
১২. পোস্টগুলোর ওপরে একে একে ট্যাপ করে একাধিক পোস্ট একই সঙ্গে নির্বাচন করুন।
১৩. এরপর নিচের দিকে একটি পোস্ট ডিলিট ও আর্কাইভের অপশন থাকবে। পছন্দমতো অপশন বাছাই করলেই পোস্ট ডিলিট বা আর্কাইভ হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১০ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১১ ঘণ্টা আগে