Ajker Patrika

ইনস্টাগ্রামে একসঙ্গে একাধিক পোস্ট আর্কাইভ বা ডিলিট করার উপায়

ইনস্টাগ্রামে একসঙ্গে একাধিক পোস্ট আর্কাইভ বা ডিলিট করার উপায়

ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ইনস্টাগ্রামের মতো ছবি শেয়ারিং প্ল্যাটফর্মে। ইনস্টাগ্রামে পোস্টগুলো সুসজ্জিতভাবে উপস্থাপন করতে অনেক সময় একাধিক পোস্ট আর্কাইভ বা ডিলিট করার প্রয়োজন পড়তে পারে। এ জন্য একই সঙ্গে অনেকগুলো পোস্ট আর্কাইভ বা ডিলিট করার ফিচার রয়েছে ইনস্টাগ্রামে। 

কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার বা সাধারণ ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রামের ফিড গুছিয়ে রাখতে পারেন। পুরোনো ট্রেন্ডের ফরম্যাটে তোলা ছবিগুলোও এর মাধ্যমে ডিলিট করে দিতে পারবেন। একই সঙ্গে অনেকগুলো ছবি ডিলিট করার মাধ্যমে সময়ের অপচয় কম হবে। 

ইনস্টাগ্রামের একাধিক পোস্ট ডিলিট বা আর্কাইভ করবেন যেভাবে
 ১. ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন। 
২. নিচের দিকে নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। 
৩. প্রোফাইলে ওপরে ডান দিকে তিনটি লাইনের আইকোনে ট্যাপ করুন। 
৪. এরপর একটি মেনু দেখা যাবে। 
৫. মেনু থেকে ‘ইওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন। 
৬. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘কনটেন্ট ইউ শেয়ারড’ লেবেল খুঁজে বের করুন। 
৭. এই অংশ থেকে ‘পোস্টস’ অপশনটিতে ট্যাপ করুন। 
৮. এরপর সবগুলো পোস্ট একই সঙ্গে দেখা যাবে। 
৯. ওপরের দিকে ফিল্টার করার অনেকগুলো অপশন রয়েছে। পুরোনো–নতুন পোস্ট, তারিখ ও লোকেশনভিত্তিক পোস্টগুলো ফিল্টার করুন। 
১০. পছন্দমতো পোস্ট বাছাই করার জন্য ডান পাশের ওপরের কোনায় ‘সিলেক্ট’ অপশনে ট্যাপ করুন। 
১১. পোস্টগুলো নির্বাচনের জন্য একটি চেক বক্স দেখা যাবে। 
১২. পোস্টগুলোর ওপরে একে একে ট্যাপ করে একাধিক পোস্ট একই সঙ্গে নির্বাচন করুন। 
১৩. এরপর নিচের দিকে একটি পোস্ট ডিলিট ও আর্কাইভের অপশন থাকবে। পছন্দমতো অপশন বাছাই করলেই পোস্ট ডিলিট বা আর্কাইভ হবে। 

তথ্যসূত্র: গ্যাজেটস নাও

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত