আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী মাইক্রোসফটের বিল্ড সম্মেলন। এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআইভিত্তিক বেশ কিছু সেবা ও পণ্য উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ডেভেলপারদের নিয়ে মাইক্রোসফটের বার্ষিক সম্মেলন, যা যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত হবে। তবে এটি অনলাইনে লাইভও দেখা যাবে।
এই মাসের শুরুতে অ্যাপলের এবং কিছুদিন আগে গুগলের ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হয়। এ দুই কোম্পানি বিভিন্ন পণ্য ও সেবায় এআই যুক্ত করার ঘোষণা দিয়েছে। তাই মাইক্রোসফটের এআই মডেল ‘কো-পাইলট এআই’ কীভাবে উইন্ডোজের সঙ্গে যুক্ত করবে, তার ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
সম্মেলনটি সম্পর্কে এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলছে, ‘আপনি অনলাইনে (বিনা মূল্যে) দেখছেন বা সিয়াটলে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যোগদান করছেন না কেন? মাইক্রোসফটের ডেভেলপারদের সর্বশেষ টুল ও প্রযুক্তিতে নিমগ্ন হওয়ার জন্য প্রস্তুত হোন। এবং শিল্পের নেতাদের ও সমমনা পেশাদারদের সঙ্গে মূল্যবান সংযোগ ও নেটওয়ার্ক তৈরি করতে মাইক্রোসফট বিল্ড অতুলনীয় সুযোগ সৃষ্টি করে।’
এই সম্মেলনের প্রধান বক্তা থাকবেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। তার সঙ্গে যোগ দেবেন রাজেশ ঝা, মুস্তাফা সুলাইমান ও কেভিন স্কটের মতো অন্য নির্বাহীরা। এই সম্মেলনের মূল স্লোগান—‘এআই কীভাবে আপনার ভবিষ্যৎ গঠন করবে।’
সম্মেলনে যেসব ঘোষণা দেওয়া হতে পারে
মাইক্রোসফটের বিল্ড সম্মেলনে জেনারেটিভ এআইসহ নতুন কিছু পণ্য ও সেবার ঘোষণা আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘কোপাইলট’নির্ভর গিটহাব, ফেব্রিক, অ্যাজুর এআই, অ্যাজুর ডেভওপিএসভিত্তিক বেশ কিছু সেবা ও পণ্যের ঘোষণাও দিতে পারে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ওয়ার্ড, এক্সেল ও আউটলুকেও এআই যুক্ত করতে পারে। সারফেস প্রো ল্যাপটপের পাশাপাশি কম্পিউটার আনার ঘোষণাও আসতে পারে।
কখন ও কীভাবে দেখবেন
বাংলাদেশ সময় রাত ১০টায় সম্মেলনটি শুরু হবে। মাইক্রোসফটের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল থেকে সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হবে। অবশ্য মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে দেখার জন্য বিনা মূল্যে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের জন্য ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী মাইক্রোসফটের বিল্ড সম্মেলন। এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআইভিত্তিক বেশ কিছু সেবা ও পণ্য উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ডেভেলপারদের নিয়ে মাইক্রোসফটের বার্ষিক সম্মেলন, যা যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত হবে। তবে এটি অনলাইনে লাইভও দেখা যাবে।
এই মাসের শুরুতে অ্যাপলের এবং কিছুদিন আগে গুগলের ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হয়। এ দুই কোম্পানি বিভিন্ন পণ্য ও সেবায় এআই যুক্ত করার ঘোষণা দিয়েছে। তাই মাইক্রোসফটের এআই মডেল ‘কো-পাইলট এআই’ কীভাবে উইন্ডোজের সঙ্গে যুক্ত করবে, তার ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
সম্মেলনটি সম্পর্কে এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলছে, ‘আপনি অনলাইনে (বিনা মূল্যে) দেখছেন বা সিয়াটলে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যোগদান করছেন না কেন? মাইক্রোসফটের ডেভেলপারদের সর্বশেষ টুল ও প্রযুক্তিতে নিমগ্ন হওয়ার জন্য প্রস্তুত হোন। এবং শিল্পের নেতাদের ও সমমনা পেশাদারদের সঙ্গে মূল্যবান সংযোগ ও নেটওয়ার্ক তৈরি করতে মাইক্রোসফট বিল্ড অতুলনীয় সুযোগ সৃষ্টি করে।’
এই সম্মেলনের প্রধান বক্তা থাকবেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। তার সঙ্গে যোগ দেবেন রাজেশ ঝা, মুস্তাফা সুলাইমান ও কেভিন স্কটের মতো অন্য নির্বাহীরা। এই সম্মেলনের মূল স্লোগান—‘এআই কীভাবে আপনার ভবিষ্যৎ গঠন করবে।’
সম্মেলনে যেসব ঘোষণা দেওয়া হতে পারে
মাইক্রোসফটের বিল্ড সম্মেলনে জেনারেটিভ এআইসহ নতুন কিছু পণ্য ও সেবার ঘোষণা আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘কোপাইলট’নির্ভর গিটহাব, ফেব্রিক, অ্যাজুর এআই, অ্যাজুর ডেভওপিএসভিত্তিক বেশ কিছু সেবা ও পণ্যের ঘোষণাও দিতে পারে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ওয়ার্ড, এক্সেল ও আউটলুকেও এআই যুক্ত করতে পারে। সারফেস প্রো ল্যাপটপের পাশাপাশি কম্পিউটার আনার ঘোষণাও আসতে পারে।
কখন ও কীভাবে দেখবেন
বাংলাদেশ সময় রাত ১০টায় সম্মেলনটি শুরু হবে। মাইক্রোসফটের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল থেকে সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হবে। অবশ্য মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে দেখার জন্য বিনা মূল্যে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের জন্য ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
১ ঘণ্টা আগেফ্রিল্যান্সিং করে শুধু ছেলেরা নন, অনেকটা এগিয়েছেন মেয়েরাও। তাঁদের একজন ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে ফ্রিল্যান্সিং করে মাসে তাঁর আয় প্রায় লাখ টাকা। দুটি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি এবং বিব্র্যান্ড নামে একটি এজেন্সির
১ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের দুর্গম যাত্রাপথ এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিরাপদ হতে চলেছে। মিলন পান্ডে নামের এক ড্রোনচালক এই বিপজ্জনক পথে পর্বতারোহীদের জন্য আশার আলো হয়ে উঠেছেন। খাবার, জরুরি সরঞ্জাম এবং চিকিৎসাসামগ্রী এখন ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়, যা কমিয়ে দিচ্ছে প্রাণহানির ঝুঁকি।
১ ঘণ্টা আগেদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে