টেসলার বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাক গত মাসে প্রথমবারের মতো কয়েকজন গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। উৎপাদনে দীর্ঘ বিলম্বের পর এবারই সাইবার ট্রাক আলোর মুখ দেখে। সম্প্রতি টেক্সাসের রোজেনবার্গ পুলিশ এই সাইবার ট্রাককে পুলিশের বাহন বানানোর ব্যাপারে সচকিত হয়েছে। আর সেখানে মিলেছে টেসলা প্রধান ইলন মাস্কের অনুমোদন।
গত মঙ্গলবার রোজেনবার্গ পুলিশ সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ককে ট্যাগ করে একটি পোস্টে বলেছে, ‘আপনি কি মনে করেন সাইবার ট্রাক পুলিশের জন্য ভালো একটি বাহন হতে পারবে? আমাদের পুলিশ বিভাগের পুরোনো যানবাহনগুলোকে পাল্টানো যায় এমন বাহন খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ২০২৪ সালে কি এই পরিবর্তনটা আমাদের আনা উচিত?’
এক্সের এই পোস্টে সাইবার ট্রাকের দুটি ছবিও সংযুক্ত করা হয়েছে। একটিতে এই বৈদ্যুতিক গাড়ির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন একজন পুলিশ সদস্য।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক একটি ‘১০০’ ইমোজি দিয়ে রোজেনবার্গ পুলিশের প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো প্রস্তাব গ্রহণ করা অর্থেই সাধারণত সেই ইমোজি ব্যবহার করা হয়।
এক্স প্ল্যাটফর্মে রোজেনবার্গ পুলিশ ও মাস্কের এই পোস্ট চালাচালিতে পড়েছে ব্যাপক সাড়া। একজন এক্স ব্যবহারকারীর মন্তব্য, সাইবার ট্রাকে পুলিশের বাতি দারুণ মানাবে। আরেক এক্স ব্যবহারকারী বলেন, পুলিশ এবং সামরিক বাহিনীর জন্য বেশি পরিমাণে সাইবার ট্রাক অর্ডার করা হবে একটি যৌক্তিক পদক্ষেপ। এটি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বড় আকারের গুণগত পার্থক্য আনবে।
টেসলা এবং যুক্তরাষ্ট্র পুলিশের মধ্যে সংযোগ এটাই প্রথম নয়। বেশ কয়েকটি পুলিশ ইউনিট ইতিমধ্যেই তাদের বহরে টেসলার বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করেছে। তাদের বেশির ভাগই ব্যবহার করে মডেল ওয়াই। ২০২৩ সালের মে মাসে ক্যালিফোর্নিয়া পুলিশের বিভাগ দক্ষিণ পাসাডেনা তার পুরো গাড়িবহরকেই টেসলার মডেল ওয়াই গাড়ি দিয়ে সাজিয়েছে। সে সঙ্গে, গাড়িবহরে কয়েকটি মডেল থ্রি যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে।
ইতিমধ্যে সাইবার ট্রাকের মূল্য এবং বৈশিষ্ট্যের ব্যাপারে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য জানিয়েছে টেসলা। এই গাড়ির মূল সংস্করণের দাম ধরা হয়েছে প্রায় ৬১ হাজার ডলার— যা চার বছর আগে যে দামের কথা বলা হয়েছিল তার থেকে ৫০ শতাংশ বেশি। সাইবার ট্রাকের এই সংস্করণ ২০২৫ সালের আগে বাজারে আসবে না।
টেসলার বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাক গত মাসে প্রথমবারের মতো কয়েকজন গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। উৎপাদনে দীর্ঘ বিলম্বের পর এবারই সাইবার ট্রাক আলোর মুখ দেখে। সম্প্রতি টেক্সাসের রোজেনবার্গ পুলিশ এই সাইবার ট্রাককে পুলিশের বাহন বানানোর ব্যাপারে সচকিত হয়েছে। আর সেখানে মিলেছে টেসলা প্রধান ইলন মাস্কের অনুমোদন।
গত মঙ্গলবার রোজেনবার্গ পুলিশ সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ককে ট্যাগ করে একটি পোস্টে বলেছে, ‘আপনি কি মনে করেন সাইবার ট্রাক পুলিশের জন্য ভালো একটি বাহন হতে পারবে? আমাদের পুলিশ বিভাগের পুরোনো যানবাহনগুলোকে পাল্টানো যায় এমন বাহন খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ২০২৪ সালে কি এই পরিবর্তনটা আমাদের আনা উচিত?’
এক্সের এই পোস্টে সাইবার ট্রাকের দুটি ছবিও সংযুক্ত করা হয়েছে। একটিতে এই বৈদ্যুতিক গাড়ির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন একজন পুলিশ সদস্য।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক একটি ‘১০০’ ইমোজি দিয়ে রোজেনবার্গ পুলিশের প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো প্রস্তাব গ্রহণ করা অর্থেই সাধারণত সেই ইমোজি ব্যবহার করা হয়।
এক্স প্ল্যাটফর্মে রোজেনবার্গ পুলিশ ও মাস্কের এই পোস্ট চালাচালিতে পড়েছে ব্যাপক সাড়া। একজন এক্স ব্যবহারকারীর মন্তব্য, সাইবার ট্রাকে পুলিশের বাতি দারুণ মানাবে। আরেক এক্স ব্যবহারকারী বলেন, পুলিশ এবং সামরিক বাহিনীর জন্য বেশি পরিমাণে সাইবার ট্রাক অর্ডার করা হবে একটি যৌক্তিক পদক্ষেপ। এটি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বড় আকারের গুণগত পার্থক্য আনবে।
টেসলা এবং যুক্তরাষ্ট্র পুলিশের মধ্যে সংযোগ এটাই প্রথম নয়। বেশ কয়েকটি পুলিশ ইউনিট ইতিমধ্যেই তাদের বহরে টেসলার বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করেছে। তাদের বেশির ভাগই ব্যবহার করে মডেল ওয়াই। ২০২৩ সালের মে মাসে ক্যালিফোর্নিয়া পুলিশের বিভাগ দক্ষিণ পাসাডেনা তার পুরো গাড়িবহরকেই টেসলার মডেল ওয়াই গাড়ি দিয়ে সাজিয়েছে। সে সঙ্গে, গাড়িবহরে কয়েকটি মডেল থ্রি যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে।
ইতিমধ্যে সাইবার ট্রাকের মূল্য এবং বৈশিষ্ট্যের ব্যাপারে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য জানিয়েছে টেসলা। এই গাড়ির মূল সংস্করণের দাম ধরা হয়েছে প্রায় ৬১ হাজার ডলার— যা চার বছর আগে যে দামের কথা বলা হয়েছিল তার থেকে ৫০ শতাংশ বেশি। সাইবার ট্রাকের এই সংস্করণ ২০২৫ সালের আগে বাজারে আসবে না।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে