কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিতে নতুন বিনিয়োগের মাধ্যমে বাজারমূল্যের দৌড়ে এগিয়ে চলেছে টেক জায়ান্ট অ্যাপল। আইফোনে এআই-চালিত আপগ্রেডের প্রতিশ্রুতিতে শেয়ারমূল্যের ঊর্ধ্বগতির ফলে কোম্পানিটি চার ট্রিলিয়ন ডলারের মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
এনভিডিয়া ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি কোম্পানিগুলো পেছনে ফেলতে যাচ্ছে কোম্পানিটি। গত নভেম্বরের শুরু থেকে অ্যাপলের শেয়ারদর প্রায় ১৬ শতাংশ বাড়ে। এর ফলে প্রায় ৫০০ বিলিয়ন ডলার যোগ হয়েছে তার বাজার মূলধনে।
ম্যাক্সিম গ্রুপে বিশ্লেষজ্ঞ টম ফোর্ট বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিনিয়োগকারীদের উৎসাহেরই প্রতিফলন অ্যাপলের এই বাজার মূল্যবৃদ্ধি। এর ফলে আইফোন আপগ্রেডের একটি সুপার সাইকেল তৈরি হবে।
ট্রিলিয়নের খাতায় নাম লেখানো প্রথম যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাপল, যেটি এরই মধ্যে তিন ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের সামগ্রিক আয় ‘ছোট থেকে মাঝারি অঙ্কে’ বাড়বে।
সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কৌশল নির্ধারণে ধীরগতির জন্য সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অ্যাপলকে। অপরদিকে, মাইক্রোসফট, অ্যালফাবেট, আমাজন ও মেটা প্ল্যাটফর্ম প্রযুক্তিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে এগিয়ে গেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এনভিডিয়া। কোম্পানিটির শেয়ার গত দুই বছরে ৮০০ শতাংশেরও বেশি বেড়েছে। একই সময়ে অ্যাপলের শেয়ার প্রায় দ্বিগুণ হয়েছে। ডিসেম্বরের শুরুতে অ্যাপল তার ডিভাইসে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি যুক্ত ইন্টিগ্রেট করতে শুরু করেছে। এর আগে জুনে ঘোষণা দিয়েছিল যে, তারা তাদের অ্যাপ স্যুটে জেনারেটিভ এআই প্রযুক্তি একত্রিত করবে।
আইফোন ১৬ মডেলের বিক্রির গতি নিয়েও প্রশ্ন উঠলেও, লন্ডন স্টক এক্সচেঞ্জ বা এলএসইজি’র তথ্য বলছে, ২০২৫ সালে আইফোন থেকে কোম্পানিটির আয় বাড়বে।
মরগ্যান স্ট্যানলি বিশ্লেষক এরিক উডরিং বলেন, অ্যাপল ইনটেলিজেন্স ফিচারের সীমাবদ্ধতা এবং ভৌগোলিক উপলব্ধতার কারণে আইফোনের চাহিদা এখনো কম। এ দুটি ক্ষেত্র বিস্তৃত হলে আইফোনের চাহিদাও বাড়বে।
এলএসইজি ডেটা অনুযায়ী, সম্প্রতি শেয়ারের মল্যবৃদ্ধি অ্যাপলের দাম-থেকে-আয় অনুপাত (পিই রেশিও) ৩৩ দশমিক ৫-এ পৌঁছেছে, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে, যখন মাইক্রোসফটের পিই রেশিও ৩১ দশমিক ৩ এবং এনভিডিয়ার ৩১ দশমিক ৭।
তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আসা পণ্যের ওপর কমপক্ষে ১০ শতাংশ কর আরোপ করলে অ্যাপল ঝুঁকির মুখে পড়তে পারে।
বিশ্লেষক এরিক উডরিং বলেন, ‘সম্ভবত আইফোন, ম্যাক ও আইপ্যাডের মতো অ্যাপলের পণ্যের ওপর শুল্ক অব্যাহতি দেওয়া হবে, যেমনটি ২০১৮ সালে চীনের পণ্যে শুল্ক আরোপে প্রথম রাউন্ডে হয়েছিল।’
অ্যাপল বর্তমানে জার্মানি ও সুইজারল্যান্ডের প্রধান স্টক মার্কেটগুলোর সম্মিলিত বাজারমূল্যের চেয়েও বড়। বিশ্লেষকেরা আশা করছেন, ২০২৫ সালে কোম্পানির আয় বাড়বে এবং এটি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় একটি প্রতিষ্ঠান হিসেবে রয়ে যাবে।
তথ্যসূত্র: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিতে নতুন বিনিয়োগের মাধ্যমে বাজারমূল্যের দৌড়ে এগিয়ে চলেছে টেক জায়ান্ট অ্যাপল। আইফোনে এআই-চালিত আপগ্রেডের প্রতিশ্রুতিতে শেয়ারমূল্যের ঊর্ধ্বগতির ফলে কোম্পানিটি চার ট্রিলিয়ন ডলারের মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
এনভিডিয়া ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি কোম্পানিগুলো পেছনে ফেলতে যাচ্ছে কোম্পানিটি। গত নভেম্বরের শুরু থেকে অ্যাপলের শেয়ারদর প্রায় ১৬ শতাংশ বাড়ে। এর ফলে প্রায় ৫০০ বিলিয়ন ডলার যোগ হয়েছে তার বাজার মূলধনে।
ম্যাক্সিম গ্রুপে বিশ্লেষজ্ঞ টম ফোর্ট বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিনিয়োগকারীদের উৎসাহেরই প্রতিফলন অ্যাপলের এই বাজার মূল্যবৃদ্ধি। এর ফলে আইফোন আপগ্রেডের একটি সুপার সাইকেল তৈরি হবে।
ট্রিলিয়নের খাতায় নাম লেখানো প্রথম যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাপল, যেটি এরই মধ্যে তিন ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের সামগ্রিক আয় ‘ছোট থেকে মাঝারি অঙ্কে’ বাড়বে।
সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কৌশল নির্ধারণে ধীরগতির জন্য সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অ্যাপলকে। অপরদিকে, মাইক্রোসফট, অ্যালফাবেট, আমাজন ও মেটা প্ল্যাটফর্ম প্রযুক্তিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে এগিয়ে গেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এনভিডিয়া। কোম্পানিটির শেয়ার গত দুই বছরে ৮০০ শতাংশেরও বেশি বেড়েছে। একই সময়ে অ্যাপলের শেয়ার প্রায় দ্বিগুণ হয়েছে। ডিসেম্বরের শুরুতে অ্যাপল তার ডিভাইসে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি যুক্ত ইন্টিগ্রেট করতে শুরু করেছে। এর আগে জুনে ঘোষণা দিয়েছিল যে, তারা তাদের অ্যাপ স্যুটে জেনারেটিভ এআই প্রযুক্তি একত্রিত করবে।
আইফোন ১৬ মডেলের বিক্রির গতি নিয়েও প্রশ্ন উঠলেও, লন্ডন স্টক এক্সচেঞ্জ বা এলএসইজি’র তথ্য বলছে, ২০২৫ সালে আইফোন থেকে কোম্পানিটির আয় বাড়বে।
মরগ্যান স্ট্যানলি বিশ্লেষক এরিক উডরিং বলেন, অ্যাপল ইনটেলিজেন্স ফিচারের সীমাবদ্ধতা এবং ভৌগোলিক উপলব্ধতার কারণে আইফোনের চাহিদা এখনো কম। এ দুটি ক্ষেত্র বিস্তৃত হলে আইফোনের চাহিদাও বাড়বে।
এলএসইজি ডেটা অনুযায়ী, সম্প্রতি শেয়ারের মল্যবৃদ্ধি অ্যাপলের দাম-থেকে-আয় অনুপাত (পিই রেশিও) ৩৩ দশমিক ৫-এ পৌঁছেছে, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে, যখন মাইক্রোসফটের পিই রেশিও ৩১ দশমিক ৩ এবং এনভিডিয়ার ৩১ দশমিক ৭।
তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আসা পণ্যের ওপর কমপক্ষে ১০ শতাংশ কর আরোপ করলে অ্যাপল ঝুঁকির মুখে পড়তে পারে।
বিশ্লেষক এরিক উডরিং বলেন, ‘সম্ভবত আইফোন, ম্যাক ও আইপ্যাডের মতো অ্যাপলের পণ্যের ওপর শুল্ক অব্যাহতি দেওয়া হবে, যেমনটি ২০১৮ সালে চীনের পণ্যে শুল্ক আরোপে প্রথম রাউন্ডে হয়েছিল।’
অ্যাপল বর্তমানে জার্মানি ও সুইজারল্যান্ডের প্রধান স্টক মার্কেটগুলোর সম্মিলিত বাজারমূল্যের চেয়েও বড়। বিশ্লেষকেরা আশা করছেন, ২০২৫ সালে কোম্পানির আয় বাড়বে এবং এটি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় একটি প্রতিষ্ঠান হিসেবে রয়ে যাবে।
তথ্যসূত্র: রয়টার্স
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে