মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড সার্কিট কোর্ট গতকাল বুধবার (৪ আগস্ট) ইন্টারনেট আর্কাইভের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত ইন্টারনেট আর্কাইভের বই ডিজিটালাইজেশন প্রকল্পকে কপিরাইট আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তাদের আপিল নাকচ করেছে। এই রায় ইন্টারনেট আর্কাইভের ভবিষ্যৎ কার্যক্রম এবং ডিজিটাল লাইব্রেরির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
ইন্টারনেট আর্কাইভ আদালতে বিষয়টিকে সাধারণত লাইব্রেরিগুলো যেভাবে পাঠকদের বই ধার দেয় তার সঙ্গে তুলনা করে এটিকে ‘অনলাইনে বইয়ের নিয়ন্ত্রিত ধার দেওয়া’ বলে অভিহিত করে। তাদের দাবি, এই পদ্ধতি বইয়ের ‘ন্যায্য ব্যবহারের’ যুক্তি অনুসরণ করে। তবে সেই যুক্তিকে ‘অসমর্থনীয়’ বলে উল্লেখ করে আদালত।
২০২০ সালের মার্চে ইন্টারনেট আর্কাইভ ‘ন্যাশনাল ইমার্জেন্সি লাইব্রেরি’ বা এনইএল নামে একটি প্রোগ্রাম চালু করে। সেসময় করোনা মহামারিতে লাইব্রেরি বন্ধের কারণে লাখ লাখ ছাত্রছাত্রী, গবেষক, এবং সাধারণ পাঠক বই পড়তে পারছিলেন না। ইন্টারনেট আর্কাইভ বলছে, তারা নিয়মিত মানুষ ও অন্যান্য লাইব্রেরিয়ানদের অনুরোধে সাড়া দিয়ে বাড়িতে থাকা মানুষদের প্রয়োজনীয় বইগুলো পড়তে সাহায্য করছিলেন।
এনইএল–এ একটি ডিজিটাল বই ধার দেওয়ার শাখা রয়েছে, যা ‘ওপেন লাইব্রেরি’ নামে পরিচিত। এই প্রকল্পে ইন্টারনেট আর্কাইভ লাইব্রেরির বইগুলো কপিগুলোকে স্ক্যান করে এবং মানুষকে ডিজিটাল কপিগুলো ধার দেয়। ২০২০ সালে ইন্টারনেট আর্কাইভ একসঙ্গে কতজন একটি বই ধার নিতে পারবে তার সীমা তুলে নেয়। এরপরই ১২৭ টিরও বেশি বই নিয়ে আপত্তি জানিয়ে হাশেটে বুক গ্রুপ, হারপার কলিন্স, জন ওয়াইলি অ্যান্ড সন্স ও পেঙ্গুইন র্যানডম হাউস মামলা করেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
২০২৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রের আদালত প্রকাশকদের পক্ষে রায় দিয়েছে। হাশেট বনাম ইন্টারনেট আর্কাইভ মামলায় প্রাথমিক রায়ের পরে পক্ষগুলো শর্তাবলি নিয়ে আলোচনা করেছে। এসব শর্তাবলির বিস্তারিত প্রকাশ্যে আসেনি। তবে এরপরও আদলতে এই অভিযোগের বিরুদ্ধে আপিল দায়ের করেছিল ইন্টারনেট আর্কাইভ।
এক বিবৃতিতে ইন্টারনেট আর্কাইভের লাইব্রেরি সার্ভিসের পরিচালক ক্রিস ফ্রিল্যান্ড বলেন, ‘ইন্টারনেট আর্কাইভের ডিজিটাল ঋণদান সম্পর্কে আজকের রায়ে আমরা হতাশ। এই সুবিধা অন্যান্য স্থানেও পাওয়া যায়। আমরা আদালতের রায় পর্যালোচনা করছি এবং লাইব্রেরিগুলোর বই মালিকানা, ঋণদান এবং সংরক্ষণের অধিকার রক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’
ইন্টারনেট আর্কাইভ আরও বেশ কিছু আইনি জটিলতার সম্মুখীন হচ্ছে। ২০২৩ সালে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ও সোনির মতো কিছু মিউজিক লেবেল একটি কপিরাইট লঙ্ঘন মামলা দায়ের করেছে ইন্টারনেট আর্কাইভের বিরুদ্ধে। সেই মামলা এখনো আদালতে চলমান। আদালতে অভিযোগ প্রমাণিত হলে ইন্টারনেট আর্কাইভকে ৪০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এটি অলাভজনক সংস্থাটির অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
কপিরাইট আইনের ক্ষেত্রে বিশেষভাবে উত্তেজনাপূর্ণ সময়ে নতুন রায়টি দেয়া হল। গত দুই বছরে অনেক বড় এআই কোম্পানির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া এমন এক সময়ে এই রায় হয়েছে, যখন ইন্টারনেট আর্কাইভের ডিজিটাল সংরক্ষণে বিশাল গুরুত্ব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আর্কাইভের ওয়েবব্যাক মেশিন ওয়েবসাইটগুলোর কপি তালিকাভুক্ত করে। এটি সাংবাদিক, গবেষক, আইনজীবী এবং ইন্টারনেট ইতিহাসের প্রতি আগ্রহী যে কারও জন্য একটি গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে।
তথ্যসূত্র: ওয়্যারড
মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড সার্কিট কোর্ট গতকাল বুধবার (৪ আগস্ট) ইন্টারনেট আর্কাইভের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত ইন্টারনেট আর্কাইভের বই ডিজিটালাইজেশন প্রকল্পকে কপিরাইট আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তাদের আপিল নাকচ করেছে। এই রায় ইন্টারনেট আর্কাইভের ভবিষ্যৎ কার্যক্রম এবং ডিজিটাল লাইব্রেরির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
ইন্টারনেট আর্কাইভ আদালতে বিষয়টিকে সাধারণত লাইব্রেরিগুলো যেভাবে পাঠকদের বই ধার দেয় তার সঙ্গে তুলনা করে এটিকে ‘অনলাইনে বইয়ের নিয়ন্ত্রিত ধার দেওয়া’ বলে অভিহিত করে। তাদের দাবি, এই পদ্ধতি বইয়ের ‘ন্যায্য ব্যবহারের’ যুক্তি অনুসরণ করে। তবে সেই যুক্তিকে ‘অসমর্থনীয়’ বলে উল্লেখ করে আদালত।
২০২০ সালের মার্চে ইন্টারনেট আর্কাইভ ‘ন্যাশনাল ইমার্জেন্সি লাইব্রেরি’ বা এনইএল নামে একটি প্রোগ্রাম চালু করে। সেসময় করোনা মহামারিতে লাইব্রেরি বন্ধের কারণে লাখ লাখ ছাত্রছাত্রী, গবেষক, এবং সাধারণ পাঠক বই পড়তে পারছিলেন না। ইন্টারনেট আর্কাইভ বলছে, তারা নিয়মিত মানুষ ও অন্যান্য লাইব্রেরিয়ানদের অনুরোধে সাড়া দিয়ে বাড়িতে থাকা মানুষদের প্রয়োজনীয় বইগুলো পড়তে সাহায্য করছিলেন।
এনইএল–এ একটি ডিজিটাল বই ধার দেওয়ার শাখা রয়েছে, যা ‘ওপেন লাইব্রেরি’ নামে পরিচিত। এই প্রকল্পে ইন্টারনেট আর্কাইভ লাইব্রেরির বইগুলো কপিগুলোকে স্ক্যান করে এবং মানুষকে ডিজিটাল কপিগুলো ধার দেয়। ২০২০ সালে ইন্টারনেট আর্কাইভ একসঙ্গে কতজন একটি বই ধার নিতে পারবে তার সীমা তুলে নেয়। এরপরই ১২৭ টিরও বেশি বই নিয়ে আপত্তি জানিয়ে হাশেটে বুক গ্রুপ, হারপার কলিন্স, জন ওয়াইলি অ্যান্ড সন্স ও পেঙ্গুইন র্যানডম হাউস মামলা করেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
২০২৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রের আদালত প্রকাশকদের পক্ষে রায় দিয়েছে। হাশেট বনাম ইন্টারনেট আর্কাইভ মামলায় প্রাথমিক রায়ের পরে পক্ষগুলো শর্তাবলি নিয়ে আলোচনা করেছে। এসব শর্তাবলির বিস্তারিত প্রকাশ্যে আসেনি। তবে এরপরও আদলতে এই অভিযোগের বিরুদ্ধে আপিল দায়ের করেছিল ইন্টারনেট আর্কাইভ।
এক বিবৃতিতে ইন্টারনেট আর্কাইভের লাইব্রেরি সার্ভিসের পরিচালক ক্রিস ফ্রিল্যান্ড বলেন, ‘ইন্টারনেট আর্কাইভের ডিজিটাল ঋণদান সম্পর্কে আজকের রায়ে আমরা হতাশ। এই সুবিধা অন্যান্য স্থানেও পাওয়া যায়। আমরা আদালতের রায় পর্যালোচনা করছি এবং লাইব্রেরিগুলোর বই মালিকানা, ঋণদান এবং সংরক্ষণের অধিকার রক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’
ইন্টারনেট আর্কাইভ আরও বেশ কিছু আইনি জটিলতার সম্মুখীন হচ্ছে। ২০২৩ সালে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ও সোনির মতো কিছু মিউজিক লেবেল একটি কপিরাইট লঙ্ঘন মামলা দায়ের করেছে ইন্টারনেট আর্কাইভের বিরুদ্ধে। সেই মামলা এখনো আদালতে চলমান। আদালতে অভিযোগ প্রমাণিত হলে ইন্টারনেট আর্কাইভকে ৪০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এটি অলাভজনক সংস্থাটির অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
কপিরাইট আইনের ক্ষেত্রে বিশেষভাবে উত্তেজনাপূর্ণ সময়ে নতুন রায়টি দেয়া হল। গত দুই বছরে অনেক বড় এআই কোম্পানির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া এমন এক সময়ে এই রায় হয়েছে, যখন ইন্টারনেট আর্কাইভের ডিজিটাল সংরক্ষণে বিশাল গুরুত্ব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আর্কাইভের ওয়েবব্যাক মেশিন ওয়েবসাইটগুলোর কপি তালিকাভুক্ত করে। এটি সাংবাদিক, গবেষক, আইনজীবী এবং ইন্টারনেট ইতিহাসের প্রতি আগ্রহী যে কারও জন্য একটি গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে।
তথ্যসূত্র: ওয়্যারড
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৫ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৬ ঘণ্টা আগে