আজকের পত্রিকা ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যে মেটার অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ মানুষ নয়, এআই করে ফেলবে। এরপর সেই হার আরও বাড়বে।’
সত্য নাদেলার কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে মাইক্রোসফটের কত শতাংশ কোড এআই দিয়ে তৈরি হয়? জবাবে নাদেলা বলেন, হয়তো ২০ থেকে ৩০ শতাংশ কোড এখন এআই দিয়ে লেখা হচ্ছে। এমনও কিছু প্রকল্প রয়েছে, যেগুলোর পুরোটাই এআইনির্ভর।
নাদেলা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলে জাকারবার্গ জানান, তিনি বর্তমানের নির্দিষ্ট পরিসংখ্যান জানেন না, তবে ভবিষ্যতের পরিকল্পনা বেশ উচ্চাকাঙ্ক্ষী। তিনি আরও বলেন, ‘আগামী এক বছর আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের অর্ধেকটাই হয়তো মানুষের পরিবর্তে এআই দিয়ে সম্পন্ন হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এ হার আরও বাড়বে।’ তবে এই কথাগুলো তিনি মেটার নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল ‘লামা’ নিয়ে বলেছিলেন, নাকি পুরো মেটা প্রতিষ্ঠানকে বোঝাতে চেয়েছিলেন, তা পুরোপুরি স্পষ্ট নয়।
আলোচনার একপর্যায়ে এজেন্টিক সিস্টেম কীভাবে ব্যবসায়িক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে—সে বিষয়ে কথা ওঠে। তখন জাকারবার্গ ভবিষ্যদ্বাণী করেন, প্রতিটি প্রকৌশলী কার্যত একজন টেক লিডার হয়ে উঠবে, যার থাকবে নিজের একটি ছোট্ট এজেন্ট বাহিনী, যাদের সঙ্গে সে কাজ করবে।
সাধারণ মানুষের কাছে এখনো এই প্রযুক্তি নতুন ও অপরিপক্ব মনে হলেও এআই মডেলগুলোর অসাধারণ কোড লেখার সক্ষমতাকে জোরালোভাবে কাজে লাগানো হচ্ছে প্রযুক্তি জগতে। এমনকি সেই এআই মডেলগুলোর উন্নয়নের জন্যও কোড তৈরি করতে এআই-ই ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে গুগলের ক্ষেত্রেও এমন চিত্র দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের প্রায় এক-চতুর্থাংশ কোড এখন এআই দিয়ে তৈরি হয়।
এআই কীভাবে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, সে প্রশ্নও ওঠে আলোচনায়। নাদেলা প্রশ্ন তোলেন, উন্নয়নশীল বিশ্বের জিডিপি যদি ১০ শতাংশ বাড়াতে হয়, তাহলে কী ধরনের এআই প্রযুক্তি দরকার?
মেটা ও মাইক্রোসফট—বিশ্বের দুই শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধানদের এই আলোচনায় উঠে এসেছে এআইয়ের ভবিষ্যৎ, সম্ভাবনা ও দায়িত্বের বিষয়গুলো। যদিও মাইক্রোসফট ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, তারপরও লামাকনের মতো মেটার মঞ্চে নাদেলার উপস্থিতি প্রযুক্তি দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ম্যাশাবল
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যে মেটার অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ মানুষ নয়, এআই করে ফেলবে। এরপর সেই হার আরও বাড়বে।’
সত্য নাদেলার কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে মাইক্রোসফটের কত শতাংশ কোড এআই দিয়ে তৈরি হয়? জবাবে নাদেলা বলেন, হয়তো ২০ থেকে ৩০ শতাংশ কোড এখন এআই দিয়ে লেখা হচ্ছে। এমনও কিছু প্রকল্প রয়েছে, যেগুলোর পুরোটাই এআইনির্ভর।
নাদেলা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলে জাকারবার্গ জানান, তিনি বর্তমানের নির্দিষ্ট পরিসংখ্যান জানেন না, তবে ভবিষ্যতের পরিকল্পনা বেশ উচ্চাকাঙ্ক্ষী। তিনি আরও বলেন, ‘আগামী এক বছর আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের অর্ধেকটাই হয়তো মানুষের পরিবর্তে এআই দিয়ে সম্পন্ন হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এ হার আরও বাড়বে।’ তবে এই কথাগুলো তিনি মেটার নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল ‘লামা’ নিয়ে বলেছিলেন, নাকি পুরো মেটা প্রতিষ্ঠানকে বোঝাতে চেয়েছিলেন, তা পুরোপুরি স্পষ্ট নয়।
আলোচনার একপর্যায়ে এজেন্টিক সিস্টেম কীভাবে ব্যবসায়িক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে—সে বিষয়ে কথা ওঠে। তখন জাকারবার্গ ভবিষ্যদ্বাণী করেন, প্রতিটি প্রকৌশলী কার্যত একজন টেক লিডার হয়ে উঠবে, যার থাকবে নিজের একটি ছোট্ট এজেন্ট বাহিনী, যাদের সঙ্গে সে কাজ করবে।
সাধারণ মানুষের কাছে এখনো এই প্রযুক্তি নতুন ও অপরিপক্ব মনে হলেও এআই মডেলগুলোর অসাধারণ কোড লেখার সক্ষমতাকে জোরালোভাবে কাজে লাগানো হচ্ছে প্রযুক্তি জগতে। এমনকি সেই এআই মডেলগুলোর উন্নয়নের জন্যও কোড তৈরি করতে এআই-ই ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে গুগলের ক্ষেত্রেও এমন চিত্র দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের প্রায় এক-চতুর্থাংশ কোড এখন এআই দিয়ে তৈরি হয়।
এআই কীভাবে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, সে প্রশ্নও ওঠে আলোচনায়। নাদেলা প্রশ্ন তোলেন, উন্নয়নশীল বিশ্বের জিডিপি যদি ১০ শতাংশ বাড়াতে হয়, তাহলে কী ধরনের এআই প্রযুক্তি দরকার?
মেটা ও মাইক্রোসফট—বিশ্বের দুই শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধানদের এই আলোচনায় উঠে এসেছে এআইয়ের ভবিষ্যৎ, সম্ভাবনা ও দায়িত্বের বিষয়গুলো। যদিও মাইক্রোসফট ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, তারপরও লামাকনের মতো মেটার মঞ্চে নাদেলার উপস্থিতি প্রযুক্তি দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ম্যাশাবল
বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জয়জয়কার। তবে এআইয়ের কারণে মানুষের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর এই বিষয়ে স্পষ্ট ও বিশ্লেষণধর্মী বক্তব্য দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু পেশা রয়েছে যেগুলো শিগগিরই এআই দখল করবে...
১ ঘণ্টা আগেঅ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স বাজারে আসার পর সাধারণত ভক্তদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এবারের মডেল ঘিরে ইতিমধ্যেই কিছু অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হলো—মডেলগুলোতে খুব সহজেই আঁচড় ও দাগ পড়ছে। বিশেষ করে ক্যামেরা বাম্পের ধারালো প্রান্তগুলোতে।
৪ ঘণ্টা আগেকনটেন্ট নির্মাতাদের জন্য এখন দারুণ সব এআই টুলস ও ফিচার আছে অনলাইনে। যে কনটেন্ট তৈরি করতে আগে ব্যাপক আয়োজন করতে হতো, একই কাজ এখন অল্প পরিশ্রমে সম্ভব করে দিচ্ছে বিভিন্ন এআই টুল। তবে বলে রাখা ভালো, এআই টুলের সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে আপনাকে সেটি মাস বা বছরের জন্য কিনতে হবে।
৫ ঘণ্টা আগেমাত্র ২৮ বছর বয়সে ফ্রিল্যান্সিং জগতে শক্ত অবস্থান গড়েছেন মো. ফারুক হোসেন। কোরআনে হাফেজ এই তরুণ বর্তমানে মাসে গড়ে ১০ লাখ টাকা আয় করেন। শুধু তা-ই নয়, প্রায় ৫ হাজার মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন তিনি, যাঁদের মধ্যে ৩ হাজার এরই মধ্যে আয় করছেন।
৬ ঘণ্টা আগে