গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো—গুগল সার্চ। আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন। কম্পিউটার ও ফোনের ক্রোম ব্রাউজারের সঙ্গে ইয়াহু, ইকোসিয়া, ডাকডাকগো, মাইক্রোসফট বিংয়ের এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন খুব সহজেই পরিবর্তন করা যায়। কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও আইওএসে কীভাবে সার্চ ইঞ্জিন পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনা করা হল।
কম্পিউটার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
ক্রোমের ব্রাউজার অ্যাপটি উইন্ডোজ ও ম্যাকওএসসহ সব ডেস্কটপ অপারেটিং সিস্টেমে প্রায় একই রকম। ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
২. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৩. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন’ বাটনে ক্লিক করুন।
৪. এর পর নতুন একটি পেজে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেখানো হবে। এর ডান পাশে ‘চেঞ্জ’ বাটনে ট্যাপ করুন।
৫. নতুন একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনুতে সার্চ ইঞ্জিনের তালিকা দেখা যাবে।
৬. পছন্দের সার্চ ইঞ্জিনে ক্লিক করুন।
কম্পিউটার থেকে গুগল ক্রোমের কাস্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন যেভাবে
গুগল ক্রোমে ৫টি ব্রাউজারের তালিকা থাকে। তবে চাইলে অন্য কাস্টম ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যায়।
১. সার্চ করে পছন্দের সার্চ ইঞ্জিন বের করুন।
২. সার্চ ইঞ্জিনটির ইউআরএল (URL) অপশন কপি করুন।
৩. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
৪. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৫. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন বাটনে ক্লিক করুন।
৭. নতুন পেজ চালু হলে বাম পাশের ‘Manage search engines and site search’ অপশনে ক্লিক করুন।
৮. সাইট সার্চ ইঞ্জিন সেকশনের নিচে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
৯. একটি পপ আপু মেনু চালু হলে এতে ‘নেম’ এর জায়গায় কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনের নাম টাইপ করুন।
১০. এরপর কপি করা ইউআরএল–ও পেস্ট করুন।
১১. সেভ অপশনে ট্যাপ করুন।
আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনেও ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করার প্রক্রিয়াটি একই। নিচের ধাপগুলো অনুসরণ করে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।
১. গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. নতুন ড্রপ মেনু চালু হলে ‘সার্চ ইঞ্জিন’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৫. সার্চ ইঞ্জিনের একটি তালিকা চালু হবে। তালিকা থেকে পছন্দের ব্রাউজারে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো—গুগল সার্চ। আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন। কম্পিউটার ও ফোনের ক্রোম ব্রাউজারের সঙ্গে ইয়াহু, ইকোসিয়া, ডাকডাকগো, মাইক্রোসফট বিংয়ের এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন খুব সহজেই পরিবর্তন করা যায়। কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও আইওএসে কীভাবে সার্চ ইঞ্জিন পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনা করা হল।
কম্পিউটার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
ক্রোমের ব্রাউজার অ্যাপটি উইন্ডোজ ও ম্যাকওএসসহ সব ডেস্কটপ অপারেটিং সিস্টেমে প্রায় একই রকম। ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
২. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৩. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন’ বাটনে ক্লিক করুন।
৪. এর পর নতুন একটি পেজে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেখানো হবে। এর ডান পাশে ‘চেঞ্জ’ বাটনে ট্যাপ করুন।
৫. নতুন একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনুতে সার্চ ইঞ্জিনের তালিকা দেখা যাবে।
৬. পছন্দের সার্চ ইঞ্জিনে ক্লিক করুন।
কম্পিউটার থেকে গুগল ক্রোমের কাস্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন যেভাবে
গুগল ক্রোমে ৫টি ব্রাউজারের তালিকা থাকে। তবে চাইলে অন্য কাস্টম ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যায়।
১. সার্চ করে পছন্দের সার্চ ইঞ্জিন বের করুন।
২. সার্চ ইঞ্জিনটির ইউআরএল (URL) অপশন কপি করুন।
৩. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
৪. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৫. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন বাটনে ক্লিক করুন।
৭. নতুন পেজ চালু হলে বাম পাশের ‘Manage search engines and site search’ অপশনে ক্লিক করুন।
৮. সাইট সার্চ ইঞ্জিন সেকশনের নিচে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
৯. একটি পপ আপু মেনু চালু হলে এতে ‘নেম’ এর জায়গায় কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনের নাম টাইপ করুন।
১০. এরপর কপি করা ইউআরএল–ও পেস্ট করুন।
১১. সেভ অপশনে ট্যাপ করুন।
আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনেও ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করার প্রক্রিয়াটি একই। নিচের ধাপগুলো অনুসরণ করে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।
১. গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. নতুন ড্রপ মেনু চালু হলে ‘সার্চ ইঞ্জিন’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৫. সার্চ ইঞ্জিনের একটি তালিকা চালু হবে। তালিকা থেকে পছন্দের ব্রাউজারে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জয়জয়কার। তবে এআইয়ের কারণে মানুষের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর এই বিষয়ে স্পষ্ট ও বিশ্লেষণধর্মী বক্তব্য দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু পেশা রয়েছে যেগুলো শিগগিরই এআই দখল করবে...
১ ঘণ্টা আগেঅ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স বাজারে আসার পর সাধারণত ভক্তদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এবারের মডেল ঘিরে ইতিমধ্যেই কিছু অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হলো—মডেলগুলোতে খুব সহজেই আঁচড় ও দাগ পড়ছে। বিশেষ করে ক্যামেরা বাম্পের ধারালো প্রান্তগুলোতে।
৪ ঘণ্টা আগেকনটেন্ট নির্মাতাদের জন্য এখন দারুণ সব এআই টুলস ও ফিচার আছে অনলাইনে। যে কনটেন্ট তৈরি করতে আগে ব্যাপক আয়োজন করতে হতো, একই কাজ এখন অল্প পরিশ্রমে সম্ভব করে দিচ্ছে বিভিন্ন এআই টুল। তবে বলে রাখা ভালো, এআই টুলের সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে আপনাকে সেটি মাস বা বছরের জন্য কিনতে হবে।
৫ ঘণ্টা আগেমাত্র ২৮ বছর বয়সে ফ্রিল্যান্সিং জগতে শক্ত অবস্থান গড়েছেন মো. ফারুক হোসেন। কোরআনে হাফেজ এই তরুণ বর্তমানে মাসে গড়ে ১০ লাখ টাকা আয় করেন। শুধু তা-ই নয়, প্রায় ৫ হাজার মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন তিনি, যাঁদের মধ্যে ৩ হাজার এরই মধ্যে আয় করছেন।
৬ ঘণ্টা আগে