অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট চালু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও এর কিছু নতুন ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্যানেলের নকশায় পরিবর্তন আসতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান বলেন, অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে স্মার্টফোনের সমস্ত ফিচারকে ম্যাটেরিয়াল ইউ (গুগলের ডিজাইন ল্যাংগুয়েজ) স্ট্যান্ডার্ডে আনা হতে পারে। ২০২১ সালে অ্যান্ড্রয়েড ১২ এর মাধ্যমে এই ডিজাইন ল্যাংগুয়েজ প্রথম উন্মোচন করা হয়। এরপর থেকেই গুগল বিভিন্ন অ্যাপ ও ফিচারে এই ডিজাইন ল্যাংগুয়েজ যুক্ত করেছে। আর প্রতিবেদকের মতে ভলিউম প্যানেল এর নকশা পরিবর্তন ম্যাটেরিয়াল ইউয়ের নতুন সংযোজন।
বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ভলিউম বাটনে প্রেস করলে স্ক্রিনের ভলিউম প্যানেলগুলোয় কিছু ফিচার দেখা যায়। এই নকশায় মিডিয়া, কল, রিং, নোটিফিকেশন ও অ্যালার্মের জন্য চিকন স্লাইডার (আঙুল দিয়ে নিচে ওপরের দিকে ভলিউম বাড়ানো কমানোর ফিচার) দেখা যায়। এ ছাড়া সাউন্ড ও ভাইব্রেশনের জন্য স্লাইডারের পাশে আইকোন দেখা যায়।
তবে নতুন নকশায় ভলিউম প্যানেলের স্লাইডারের কিছু পরিবর্তন নিয়ে আসা হবে। এসব পরিবর্তন অ্যান্ড্রয়েড ১৫ এর ডেভেলপার প্রিভিউ ২ সংস্করণে দেখা গিয়েছে। তবে এটি এখনো বেটা সংস্করণে দেখা যায়নি।
অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ভলিউম স্লাইডারগুলো আরও মোটা হবে এবং এর আকার ওষুধের খোলসের আকৃতি। মিডিয়া স্লাইডারের পাশে একটি বাটন থাকবে। এতে ট্যাপ করলে মিডিয়া স্লাইডারগুলো একটি একক প্যানেলে পরিণত হবে। বাটনটিতে আবার ট্যাপ করলে বিস্তৃতভাবে অপশনগুলো দেখা যাবে।
অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে একটি ছবি শেয়ার করা হয়। নতুন নকশায় ওপরের লেবেলটিকে দেখা যাবে না। এর পরিবর্তনে অডিও আউটপুটের একটি আইকোন রয়েছে। বাইরের কোনো স্পিকারে কোনো অডিও বাজানো না হলেও এই আইকোন দেখা যাবে। এর অর্থ হল–ডিভাইসটি নিজেই অডিওটি বাজাচ্ছে। কোনো স্ট্রিমিংয়ের ভলিউম পরিবর্তন করার সময় এর সঙ্গে টেক্সট গুলোও সার্বক্ষণিক দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১৫ এর স্ট্যাবল সংস্করণে ভলিউম প্যানেলটি দেখা যেতে পারে।
তথ্যসূত্র : গ্যাজেটস ৩৬০
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট চালু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও এর কিছু নতুন ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্যানেলের নকশায় পরিবর্তন আসতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান বলেন, অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে স্মার্টফোনের সমস্ত ফিচারকে ম্যাটেরিয়াল ইউ (গুগলের ডিজাইন ল্যাংগুয়েজ) স্ট্যান্ডার্ডে আনা হতে পারে। ২০২১ সালে অ্যান্ড্রয়েড ১২ এর মাধ্যমে এই ডিজাইন ল্যাংগুয়েজ প্রথম উন্মোচন করা হয়। এরপর থেকেই গুগল বিভিন্ন অ্যাপ ও ফিচারে এই ডিজাইন ল্যাংগুয়েজ যুক্ত করেছে। আর প্রতিবেদকের মতে ভলিউম প্যানেল এর নকশা পরিবর্তন ম্যাটেরিয়াল ইউয়ের নতুন সংযোজন।
বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ভলিউম বাটনে প্রেস করলে স্ক্রিনের ভলিউম প্যানেলগুলোয় কিছু ফিচার দেখা যায়। এই নকশায় মিডিয়া, কল, রিং, নোটিফিকেশন ও অ্যালার্মের জন্য চিকন স্লাইডার (আঙুল দিয়ে নিচে ওপরের দিকে ভলিউম বাড়ানো কমানোর ফিচার) দেখা যায়। এ ছাড়া সাউন্ড ও ভাইব্রেশনের জন্য স্লাইডারের পাশে আইকোন দেখা যায়।
তবে নতুন নকশায় ভলিউম প্যানেলের স্লাইডারের কিছু পরিবর্তন নিয়ে আসা হবে। এসব পরিবর্তন অ্যান্ড্রয়েড ১৫ এর ডেভেলপার প্রিভিউ ২ সংস্করণে দেখা গিয়েছে। তবে এটি এখনো বেটা সংস্করণে দেখা যায়নি।
অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ভলিউম স্লাইডারগুলো আরও মোটা হবে এবং এর আকার ওষুধের খোলসের আকৃতি। মিডিয়া স্লাইডারের পাশে একটি বাটন থাকবে। এতে ট্যাপ করলে মিডিয়া স্লাইডারগুলো একটি একক প্যানেলে পরিণত হবে। বাটনটিতে আবার ট্যাপ করলে বিস্তৃতভাবে অপশনগুলো দেখা যাবে।
অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে একটি ছবি শেয়ার করা হয়। নতুন নকশায় ওপরের লেবেলটিকে দেখা যাবে না। এর পরিবর্তনে অডিও আউটপুটের একটি আইকোন রয়েছে। বাইরের কোনো স্পিকারে কোনো অডিও বাজানো না হলেও এই আইকোন দেখা যাবে। এর অর্থ হল–ডিভাইসটি নিজেই অডিওটি বাজাচ্ছে। কোনো স্ট্রিমিংয়ের ভলিউম পরিবর্তন করার সময় এর সঙ্গে টেক্সট গুলোও সার্বক্ষণিক দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১৫ এর স্ট্যাবল সংস্করণে ভলিউম প্যানেলটি দেখা যেতে পারে।
তথ্যসূত্র : গ্যাজেটস ৩৬০
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৯ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৩ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে