আজকের পত্রিকা ডেস্ক
চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের নতুন স্মার্টফোন সিরিজ ‘পুরা ৮০’ উন্মোচন হবে আগামী ১১ জুন। এর সঙ্গে একাধিক স্মার্ট পণ্যও উন্মোচন করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
হুয়াওয়ের ‘সি বিয়োনড উইথ ফরসাইট’ শিরোনামে প্রচারিত টিজারে প্রতিষ্ঠানটি এই সিরিজের উন্নত ক্যামেরা প্রযুক্তির ওপর জোর দিয়েছে।
টিজারে স্পষ্টভাবে দেখা গেছে দুটি বড় ক্যামেরা লেন্স। তাই প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, হুয়াওয়ে এবার ডুয়েল পেরিস্কোপ জুম প্রযুক্তির দিকেই এগোচ্ছে। পূর্ববর্তী ফাঁস হওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, পুরা ৮০ আলট্রা মডেলে এই প্রযুক্তি থাকতে পারে। এ ধরনের ডিজাইন স্মার্টফোন জগতে একটি বড় পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, হুয়াওয়ে এর আগেও পি৪০ প্রো প্লাস মডেলে ডুয়েল টেলিফটো ক্যামেরা প্রযুক্তি এনেছিল। তবে এবার এটি আরও উন্নত এবং পারফরম্যান্সভিত্তিক হতে পারে। শুধু জুম নয়, সামগ্রিক অপটিক্যাল পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আনতে চায় প্রতিষ্ঠানটি।
বিশ্বস্ত সূত্র বলছে, হুয়াওয়ে পুরা ৮০ আলট্রা মডেলে প্রথমবারের মতো ব্যবহার করা হবে একটি কাস্টম ১ ইঞ্চির এলওএফআইসি সিএমওএস সেন্সর, যা তৈরি করেছে স্মার্টসেন্স। এতে থাকবে হুয়াওয়ের নিজস্ব পিক্সেল অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, যা কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য করবে। সেন্সরের এলওএফআইসি প্রযুক্তি ডায়নামিক রেঞ্জ এবং লো-লাইট পারফরম্যান্সকে হার্ডওয়্যার স্তরেই বাড়িয়ে দেয়। এর মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির এক নতুন মান নির্ধারণ করতে চায় হুয়াওয়ে।
এ ছাড়া আলট্রা মডেলে আরও থাকছে ৫০ মেগাপিক্সেল ১/ ১.৩ ইঞ্চির পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা বাজারে থাকা বড় সেন্সরগুলোর একটি—এমনকি স্যামসাংয়ের এইচপি ৯ সেন্সরকেও পেছনে ফেলতে পারে সেন্সরের আকারের দিক থেকে। এ দুটি সেন্সর মিলেই ডিভাইসটিকে ওয়াইড ও জুম শটে একধরনের ফটোগ্রাফি পাওয়ারহাউসে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।
শুধু আলট্রা মডেলই নয়, সিরিজের অন্যান্য মডেল—পুরা ৮০, পুরা ৮০ প্রো, পুরা ৮০ প্রো প্লাসেও আসছে উল্লেখযোগ্য ফিচার। সবগুলো মডেলেই থাকতে পারে হুয়াওয়ের নতুন ম্যাপল ওরিজিনাল কালার ইমেজিং প্রযুক্তি (সম্ভবত ২.০ সংস্করণ), যা উন্নত অ্যালগরিদমের মাধ্যমে ছবি আরও বাস্তবিক করে তুলবে।
পুরা ৮০ সিরিজ হবে প্রথম ফ্ল্যাগশিপ লাইনআপ, যেখানে থাকছে হুয়াওয়ের নতুন হারমনিওএস ৫ অপারেটিং সিস্টেম। গত মার্চ মাসে উন্মোচনের পর থেকেই নিরাপত্তা, গতিশীলতা এবং ইকোসিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নতুন নতুন আপডেট পেয়ে আসছে এই ওএস। সঙ্গে থাকছে কিরিন ৯০২০ চিপসেট, যা পুরো সিরিজে একটি উন্নত এবং মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।
আগামী ১১ জুনের উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ের পরবর্তী প্রজন্মের মোবাইল প্রযুক্তির দিকনির্দেশনা মিলবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের নতুন স্মার্টফোন সিরিজ ‘পুরা ৮০’ উন্মোচন হবে আগামী ১১ জুন। এর সঙ্গে একাধিক স্মার্ট পণ্যও উন্মোচন করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
হুয়াওয়ের ‘সি বিয়োনড উইথ ফরসাইট’ শিরোনামে প্রচারিত টিজারে প্রতিষ্ঠানটি এই সিরিজের উন্নত ক্যামেরা প্রযুক্তির ওপর জোর দিয়েছে।
টিজারে স্পষ্টভাবে দেখা গেছে দুটি বড় ক্যামেরা লেন্স। তাই প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, হুয়াওয়ে এবার ডুয়েল পেরিস্কোপ জুম প্রযুক্তির দিকেই এগোচ্ছে। পূর্ববর্তী ফাঁস হওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, পুরা ৮০ আলট্রা মডেলে এই প্রযুক্তি থাকতে পারে। এ ধরনের ডিজাইন স্মার্টফোন জগতে একটি বড় পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, হুয়াওয়ে এর আগেও পি৪০ প্রো প্লাস মডেলে ডুয়েল টেলিফটো ক্যামেরা প্রযুক্তি এনেছিল। তবে এবার এটি আরও উন্নত এবং পারফরম্যান্সভিত্তিক হতে পারে। শুধু জুম নয়, সামগ্রিক অপটিক্যাল পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আনতে চায় প্রতিষ্ঠানটি।
বিশ্বস্ত সূত্র বলছে, হুয়াওয়ে পুরা ৮০ আলট্রা মডেলে প্রথমবারের মতো ব্যবহার করা হবে একটি কাস্টম ১ ইঞ্চির এলওএফআইসি সিএমওএস সেন্সর, যা তৈরি করেছে স্মার্টসেন্স। এতে থাকবে হুয়াওয়ের নিজস্ব পিক্সেল অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, যা কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য করবে। সেন্সরের এলওএফআইসি প্রযুক্তি ডায়নামিক রেঞ্জ এবং লো-লাইট পারফরম্যান্সকে হার্ডওয়্যার স্তরেই বাড়িয়ে দেয়। এর মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির এক নতুন মান নির্ধারণ করতে চায় হুয়াওয়ে।
এ ছাড়া আলট্রা মডেলে আরও থাকছে ৫০ মেগাপিক্সেল ১/ ১.৩ ইঞ্চির পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা বাজারে থাকা বড় সেন্সরগুলোর একটি—এমনকি স্যামসাংয়ের এইচপি ৯ সেন্সরকেও পেছনে ফেলতে পারে সেন্সরের আকারের দিক থেকে। এ দুটি সেন্সর মিলেই ডিভাইসটিকে ওয়াইড ও জুম শটে একধরনের ফটোগ্রাফি পাওয়ারহাউসে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।
শুধু আলট্রা মডেলই নয়, সিরিজের অন্যান্য মডেল—পুরা ৮০, পুরা ৮০ প্রো, পুরা ৮০ প্রো প্লাসেও আসছে উল্লেখযোগ্য ফিচার। সবগুলো মডেলেই থাকতে পারে হুয়াওয়ের নতুন ম্যাপল ওরিজিনাল কালার ইমেজিং প্রযুক্তি (সম্ভবত ২.০ সংস্করণ), যা উন্নত অ্যালগরিদমের মাধ্যমে ছবি আরও বাস্তবিক করে তুলবে।
পুরা ৮০ সিরিজ হবে প্রথম ফ্ল্যাগশিপ লাইনআপ, যেখানে থাকছে হুয়াওয়ের নতুন হারমনিওএস ৫ অপারেটিং সিস্টেম। গত মার্চ মাসে উন্মোচনের পর থেকেই নিরাপত্তা, গতিশীলতা এবং ইকোসিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নতুন নতুন আপডেট পেয়ে আসছে এই ওএস। সঙ্গে থাকছে কিরিন ৯০২০ চিপসেট, যা পুরো সিরিজে একটি উন্নত এবং মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।
আগামী ১১ জুনের উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ের পরবর্তী প্রজন্মের মোবাইল প্রযুক্তির দিকনির্দেশনা মিলবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২০ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে