অনলাইন ডেস্ক
মাত্র ৫ মিনিট চার্জ করলেই চলবে অন্তত ২৫০ মাইল বা ৪০০ কিলোমিটার। এমনটাই দাবি করেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। গতকাল সোমবার কোম্পানিটি এই নতুন চার্জিং ব্যবস্থা উন্মোচন করে। এর ফলে, বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনে এরই মধ্যে ব্যাপক প্রতিযোগিতা বেড়েছে এবং প্রতিদ্বন্দ্বী কোম্পানি টেসলার চেয়ে বিওয়াইডিকে আরও এগিয়ে দিয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, শেনজেনভিত্তিক বৈদ্যুতিক গাড়িনির্মাতা কোম্পানি বিওয়াইডি তাদের নতুন চার্জিং ব্যবস্থা ‘সুপার ই-প্ল্যাটফর্ম’ প্রদর্শন করে। এই প্ল্যাটফর্মটি বিওয়াইডির সর্বশেষ মডেলের গাড়িগুলোকে মাত্র পাঁচ মিনিটে চার্জ করতে সক্ষম। একবার পাঁচ মিনিটের চার্জ নেওয়ার ফলে গাড়িগুলো ২৫০ মাইল পর্যন্ত চলতে পারবে বলে দাবি করেছে কোম্পানিটি। নতুন প্রযুক্তি দেশজুড়ে ছড়িয়ে দিতে কোম্পানিটি চীনজুড়ে ৪ হাজার আলট্রা-ফাস্ট চার্জিং স্টেশন নির্মাণের পরিকল্পনা করেছে।
এটি জনপ্রিয় হলে বিওয়াইডির নতুন চার্জিং প্ল্যাটফর্ম এক বড় উদ্ভাবন হিসেবে পরিচিতি লাভ করবে এবং এটি বৈদ্যুতিক গাড়ির বাজারকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। বিওয়াইডির প্রতিদ্বন্দ্বী টেসলার সুপার চার্জারগুলোর একটি গাড়িকে চার্জ করতে ১৫ মিনিট সময় লাগে এবং তা ২০০ মাইল পর্যন্ত চলতে পারে।
বিওয়াইডির চেয়ারম্যান ওয়াং চুয়ানফু এই প্ল্যাটফর্মটির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বৈদ্যুতিক গাড়ির চার্জিংকে তেলচালিত গাড়ির মতোই দ্রুত করা।’ উল্লেখ্য, এই কোম্পানির নতুন মডেলগুলোতে সর্বশেষ চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। গতকাল সোমবার গাড়িগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী মাস থেকে ডেলিভারি শুরু হবে।
এদিকে, এই পাঁচ মিনিটের চার্জিং প্ল্যাটফর্মের খবর প্রকাশ হওয়ার পরপরই হংকং শেয়ার বাজারে বিওয়াইডির শেয়ার আজ মঙ্গলবার ৬ শতাংশ বেড়েছে এবং সর্বকালীন নতুন উচ্চতায় পৌঁছেছে।
সোমবারই, টেসলা চীনে তার দীর্ঘ প্রতীক্ষিত ফুল সেলফ-ড্রাইভিং (FSD) সার্ভিসের জন্য এক মাসের ফ্রি ট্রায়াল চালু করেছে, যা এপ্রিল ১৬ পর্যন্ত চলবে।
এদিকে, চীনে টেসলার জানুয়ারির বিক্রয় এক বছর আগের এই সময়ের তুলনায় ১৯ শতাংশের বেশি কমে। বিপরীতে ২০২৪ সালে চীনজুড়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রির মধ্যে বিওয়াইডির শেয়ার ছিল ৩২ শতাংশ।
মাত্র ৫ মিনিট চার্জ করলেই চলবে অন্তত ২৫০ মাইল বা ৪০০ কিলোমিটার। এমনটাই দাবি করেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। গতকাল সোমবার কোম্পানিটি এই নতুন চার্জিং ব্যবস্থা উন্মোচন করে। এর ফলে, বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনে এরই মধ্যে ব্যাপক প্রতিযোগিতা বেড়েছে এবং প্রতিদ্বন্দ্বী কোম্পানি টেসলার চেয়ে বিওয়াইডিকে আরও এগিয়ে দিয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, শেনজেনভিত্তিক বৈদ্যুতিক গাড়িনির্মাতা কোম্পানি বিওয়াইডি তাদের নতুন চার্জিং ব্যবস্থা ‘সুপার ই-প্ল্যাটফর্ম’ প্রদর্শন করে। এই প্ল্যাটফর্মটি বিওয়াইডির সর্বশেষ মডেলের গাড়িগুলোকে মাত্র পাঁচ মিনিটে চার্জ করতে সক্ষম। একবার পাঁচ মিনিটের চার্জ নেওয়ার ফলে গাড়িগুলো ২৫০ মাইল পর্যন্ত চলতে পারবে বলে দাবি করেছে কোম্পানিটি। নতুন প্রযুক্তি দেশজুড়ে ছড়িয়ে দিতে কোম্পানিটি চীনজুড়ে ৪ হাজার আলট্রা-ফাস্ট চার্জিং স্টেশন নির্মাণের পরিকল্পনা করেছে।
এটি জনপ্রিয় হলে বিওয়াইডির নতুন চার্জিং প্ল্যাটফর্ম এক বড় উদ্ভাবন হিসেবে পরিচিতি লাভ করবে এবং এটি বৈদ্যুতিক গাড়ির বাজারকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। বিওয়াইডির প্রতিদ্বন্দ্বী টেসলার সুপার চার্জারগুলোর একটি গাড়িকে চার্জ করতে ১৫ মিনিট সময় লাগে এবং তা ২০০ মাইল পর্যন্ত চলতে পারে।
বিওয়াইডির চেয়ারম্যান ওয়াং চুয়ানফু এই প্ল্যাটফর্মটির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বৈদ্যুতিক গাড়ির চার্জিংকে তেলচালিত গাড়ির মতোই দ্রুত করা।’ উল্লেখ্য, এই কোম্পানির নতুন মডেলগুলোতে সর্বশেষ চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। গতকাল সোমবার গাড়িগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী মাস থেকে ডেলিভারি শুরু হবে।
এদিকে, এই পাঁচ মিনিটের চার্জিং প্ল্যাটফর্মের খবর প্রকাশ হওয়ার পরপরই হংকং শেয়ার বাজারে বিওয়াইডির শেয়ার আজ মঙ্গলবার ৬ শতাংশ বেড়েছে এবং সর্বকালীন নতুন উচ্চতায় পৌঁছেছে।
সোমবারই, টেসলা চীনে তার দীর্ঘ প্রতীক্ষিত ফুল সেলফ-ড্রাইভিং (FSD) সার্ভিসের জন্য এক মাসের ফ্রি ট্রায়াল চালু করেছে, যা এপ্রিল ১৬ পর্যন্ত চলবে।
এদিকে, চীনে টেসলার জানুয়ারির বিক্রয় এক বছর আগের এই সময়ের তুলনায় ১৯ শতাংশের বেশি কমে। বিপরীতে ২০২৪ সালে চীনজুড়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রির মধ্যে বিওয়াইডির শেয়ার ছিল ৩২ শতাংশ।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে