অনলাইন ডেস্ক
আপনি যদি ইউটিউবের নিয়মিত দর্শক হন, তাহলে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার দেখার অভিজ্ঞতা হয়তো আপনার হয়েছে। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে। ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এ ধরনের বিভ্রান্তিকর ট্রেইলারের সংখ্যা ইউটিউবে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সমস্যা মোকাবিলায় অবশেষে ব্যবস্থা নিচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ।
এ ধরনের ভুয়া ট্রেইলার তৈরি করে ইউটিউবের বিভিন্ন চ্যানেল আদায় করছে লাখ লাখ ভিউ এবং বিজ্ঞাপনী আয়।
সম্প্রতি ডেডলাইন নামের এক মার্কিন সংবাদমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, হলিউডের কয়েকটি স্টুডিও ইউটিউবের কাছে অনুরোধ করেছে যে, এসব বিভ্রান্তিকর ট্রেইলারের বিজ্ঞাপন থেকে আয় যেন স্টুডিওগুলোকে দিয়ে দেওয়া হয়। এই আবেদনের পরই ইউটিউব ব্যবস্থা নিতে শুরু করে।
প্রথম ধাপে ইউটিউব তাদের পার্টনারশিপ প্রোগ্রাম থেকে বাদ দিয়েছে দুটি জনপ্রিয় ভুয়া ট্রেইলার চ্যানেল—স্ক্রিন কালচার (Screen Culture) এবং কেএইচ স্টুডিও (KH Studio)। এর ফলে এই চ্যানেলগুলো এখন থেকে আর বিজ্ঞাপনী আয় পাবে না।
পরে ইউটিউব স্ক্রিন ট্রেইলার্স ও রয়েল ট্রেইলার নামে আরও দুটি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এগুলো আসলে আগেই বন্ধ হওয়া চ্যানেল স্ক্রিন কালচার এবং কেএইচ স্টুডিওর বিকল্প অ্যাকাউন্ট হিসেবে পরিচালিত হচ্ছিল।
সম্প্রতি ‘টাইটানিক ২’ নামে একটি ভুয়া সিনেমার ট্রেইলার প্রকাশ করে স্ক্রিন ট্রেইলার্স। এই ট্রেইলার নিয়ে নেট দুনিয়ায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। এদিকে রয়েল ট্রেইলার সম্প্রতি প্রকাশ করেছে ‘টয় স্টোরি ৫ ’-এর একটি ভুয়া ট্রেইলার, যেখানে এআই ব্যবহৃত কণ্ঠস্বর নিয়ে সমালোচনা হচ্ছে। তবে ট্রেইলারটি মাত্র তিন দিনেই ১ লাখ ৪৪ হাজারের বেশি ভিউ পেয়েছে।
ডেডলাইনের বরাতে জানা গেছে, ইউটিউবের আয় নীতিমালায়, অন্যের কনটেন্ট ব্যবহার করা যাবে কেবল তখনই, যখন তা যথেষ্ট পরিমাণে পরিবর্তন করে সৃজনশীলভাবে উপস্থাপন করা হবে। শুধু ভিউ পাওয়ার জন্য এ ধরনের কনটেন্ট তৈরি করা যাবে না।
ডেডলাইনকে দেওয়া এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, ‘আমাদের যেকোনো শাস্তিমূলক সিদ্ধান্ত (যেমন: ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ দেওয়া) প্রভাবিত কনটেন্ট নির্মাতা মালিকানাধীন বা পরিচালিত সব চ্যানেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এদিকে, মার্কিন অভিনয়শিল্পী ও মিডিয়া পেশাজীবীদের সংগঠন এসএজি–এএফটিআরএ জানিয়েছে, তারা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বর্তমানে স্ক্রিন কালচারের সাবস্ক্রাইবার সংখ্যা ১৪ লাখ ২০ হাজারের বেশি। তাদের বিকল্প চ্যানেল স্ক্রিন ট্রেইলার্স ও রয়েল ট্রেইলারের যথাক্রমে ৩৩ হাজার এবং ১ লাখ ৪৪ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। পার্টনার প্রোগ্রাম থেকে বাদ পড়ার পরও স্ক্রিন কালচার এখনো নিয়মিত কনটেন্ট আপলোড করছে। তাদের সাম্প্রতিক ভিডিও হলো জেমন গানসের ‘সুপারম্যান’ সিনেমার জন্য তৈরি একটি কনসেপ্ট ট্রেইলার, যেখানে ব্যবহৃত হয়েছে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও ক্লিপ।
বিশেষজ্ঞদের মতে, ইউটিউবের এই পদক্ষেপ ভবিষ্যতে ভুয়া ও বিভ্রান্তিকর এআই-নির্ভর ট্রেইলারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আপনি যদি ইউটিউবের নিয়মিত দর্শক হন, তাহলে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার দেখার অভিজ্ঞতা হয়তো আপনার হয়েছে। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে। ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এ ধরনের বিভ্রান্তিকর ট্রেইলারের সংখ্যা ইউটিউবে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সমস্যা মোকাবিলায় অবশেষে ব্যবস্থা নিচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ।
এ ধরনের ভুয়া ট্রেইলার তৈরি করে ইউটিউবের বিভিন্ন চ্যানেল আদায় করছে লাখ লাখ ভিউ এবং বিজ্ঞাপনী আয়।
সম্প্রতি ডেডলাইন নামের এক মার্কিন সংবাদমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, হলিউডের কয়েকটি স্টুডিও ইউটিউবের কাছে অনুরোধ করেছে যে, এসব বিভ্রান্তিকর ট্রেইলারের বিজ্ঞাপন থেকে আয় যেন স্টুডিওগুলোকে দিয়ে দেওয়া হয়। এই আবেদনের পরই ইউটিউব ব্যবস্থা নিতে শুরু করে।
প্রথম ধাপে ইউটিউব তাদের পার্টনারশিপ প্রোগ্রাম থেকে বাদ দিয়েছে দুটি জনপ্রিয় ভুয়া ট্রেইলার চ্যানেল—স্ক্রিন কালচার (Screen Culture) এবং কেএইচ স্টুডিও (KH Studio)। এর ফলে এই চ্যানেলগুলো এখন থেকে আর বিজ্ঞাপনী আয় পাবে না।
পরে ইউটিউব স্ক্রিন ট্রেইলার্স ও রয়েল ট্রেইলার নামে আরও দুটি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এগুলো আসলে আগেই বন্ধ হওয়া চ্যানেল স্ক্রিন কালচার এবং কেএইচ স্টুডিওর বিকল্প অ্যাকাউন্ট হিসেবে পরিচালিত হচ্ছিল।
সম্প্রতি ‘টাইটানিক ২’ নামে একটি ভুয়া সিনেমার ট্রেইলার প্রকাশ করে স্ক্রিন ট্রেইলার্স। এই ট্রেইলার নিয়ে নেট দুনিয়ায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। এদিকে রয়েল ট্রেইলার সম্প্রতি প্রকাশ করেছে ‘টয় স্টোরি ৫ ’-এর একটি ভুয়া ট্রেইলার, যেখানে এআই ব্যবহৃত কণ্ঠস্বর নিয়ে সমালোচনা হচ্ছে। তবে ট্রেইলারটি মাত্র তিন দিনেই ১ লাখ ৪৪ হাজারের বেশি ভিউ পেয়েছে।
ডেডলাইনের বরাতে জানা গেছে, ইউটিউবের আয় নীতিমালায়, অন্যের কনটেন্ট ব্যবহার করা যাবে কেবল তখনই, যখন তা যথেষ্ট পরিমাণে পরিবর্তন করে সৃজনশীলভাবে উপস্থাপন করা হবে। শুধু ভিউ পাওয়ার জন্য এ ধরনের কনটেন্ট তৈরি করা যাবে না।
ডেডলাইনকে দেওয়া এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, ‘আমাদের যেকোনো শাস্তিমূলক সিদ্ধান্ত (যেমন: ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ দেওয়া) প্রভাবিত কনটেন্ট নির্মাতা মালিকানাধীন বা পরিচালিত সব চ্যানেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এদিকে, মার্কিন অভিনয়শিল্পী ও মিডিয়া পেশাজীবীদের সংগঠন এসএজি–এএফটিআরএ জানিয়েছে, তারা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বর্তমানে স্ক্রিন কালচারের সাবস্ক্রাইবার সংখ্যা ১৪ লাখ ২০ হাজারের বেশি। তাদের বিকল্প চ্যানেল স্ক্রিন ট্রেইলার্স ও রয়েল ট্রেইলারের যথাক্রমে ৩৩ হাজার এবং ১ লাখ ৪৪ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। পার্টনার প্রোগ্রাম থেকে বাদ পড়ার পরও স্ক্রিন কালচার এখনো নিয়মিত কনটেন্ট আপলোড করছে। তাদের সাম্প্রতিক ভিডিও হলো জেমন গানসের ‘সুপারম্যান’ সিনেমার জন্য তৈরি একটি কনসেপ্ট ট্রেইলার, যেখানে ব্যবহৃত হয়েছে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও ক্লিপ।
বিশেষজ্ঞদের মতে, ইউটিউবের এই পদক্ষেপ ভবিষ্যতে ভুয়া ও বিভ্রান্তিকর এআই-নির্ভর ট্রেইলারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে