ভিডিও স্ট্রিমিংয়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর মোবাইল অ্যাপে গেম খেলার সুযোগ আছে। এবার সেই সুযোগের পরিধি বাড়ছে। টিভি ও কম্পিউটারেও এই সুযোগ আসছে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
কোম্পানির গেম বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ভারদুর ব্লগ পোস্টকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, কিছু টিভি ও কম্পিউটার ডিভাইসে গেমের বেটা ভারসন নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স কানাডা ও যুক্তরাজ্যে সীমিত আকারে বেটা টেস্ট করছে। গতকাল থেকে নির্দিষ্ট টিভিতে নেটফ্লিক্সের গেম পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহে নেটফ্লিক্স ডট কম সমর্থিত উইন্ডোজ ও ম্যাকের ব্রাউজারেও গেমগুলো চালু করা হবে।
প্ল্যাটফর্মটি ২০২১ সালের নভেম্বর মাস থেকে স্মার্টফোনে গেমের সুবিধা চালু করে। এর আগে শুধুমাত্র অ্যাপল ও এনড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যেত।
প্রাথমিকভাবে নাইট স্কুল স্টুডিওর ‘অক্সেনফ্রি’, ‘এ নেটফ্লিক্স গেম স্টুডিও’ ও ‘মোলহিউস মাইনিং অ্যাডভেঞ্চারের’ মত গেমগুলোর বেটা টেস্ট করা হবে।
এসব গেম ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে টিভিতে ও নেটফ্লিক্স ডট কমে গিয়ে কিবোর্ড ও মাউসের সাহায্যে উইন্ডোজ ম্যাকে খেলতে পারবেন।
ভারদুর আশা, বিভিন্ন ডিভাইসে গেম যোগ করার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব গেম খেলা সহজ হবে। নেটফ্লিক্স বলছে, নির্বাচিত কিছু ডিভাইসে এসব গেম কাজ করবে। প্রাথমিকভাবে এসব গেমের অংশীদার হবে অ্যামাজন ফাইয়ার টিভি স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার, গুগল টিভির ক্রোমকাস্ট ও রকু ডিভাইস।
এ বছরের শেষ দিকে ৪০টিরও বেশি গেম বাজারে ছাড়া হবে বলে নেটফ্লিক্স গত মার্চে ঘোষণা দেয়। আরো ৭০টি গেম অংশীদার কোম্পানির সঙ্গে মিলে তৈরির প্রক্রিয়ায় আছে। এছাড়া ইন-হাউস গেম স্টুডিওতে তৈরি হচ্ছে ১৬টি গেম।
ভিডিও স্ট্রিমিংয়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর মোবাইল অ্যাপে গেম খেলার সুযোগ আছে। এবার সেই সুযোগের পরিধি বাড়ছে। টিভি ও কম্পিউটারেও এই সুযোগ আসছে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
কোম্পানির গেম বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ভারদুর ব্লগ পোস্টকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, কিছু টিভি ও কম্পিউটার ডিভাইসে গেমের বেটা ভারসন নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স কানাডা ও যুক্তরাজ্যে সীমিত আকারে বেটা টেস্ট করছে। গতকাল থেকে নির্দিষ্ট টিভিতে নেটফ্লিক্সের গেম পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহে নেটফ্লিক্স ডট কম সমর্থিত উইন্ডোজ ও ম্যাকের ব্রাউজারেও গেমগুলো চালু করা হবে।
প্ল্যাটফর্মটি ২০২১ সালের নভেম্বর মাস থেকে স্মার্টফোনে গেমের সুবিধা চালু করে। এর আগে শুধুমাত্র অ্যাপল ও এনড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যেত।
প্রাথমিকভাবে নাইট স্কুল স্টুডিওর ‘অক্সেনফ্রি’, ‘এ নেটফ্লিক্স গেম স্টুডিও’ ও ‘মোলহিউস মাইনিং অ্যাডভেঞ্চারের’ মত গেমগুলোর বেটা টেস্ট করা হবে।
এসব গেম ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে টিভিতে ও নেটফ্লিক্স ডট কমে গিয়ে কিবোর্ড ও মাউসের সাহায্যে উইন্ডোজ ম্যাকে খেলতে পারবেন।
ভারদুর আশা, বিভিন্ন ডিভাইসে গেম যোগ করার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব গেম খেলা সহজ হবে। নেটফ্লিক্স বলছে, নির্বাচিত কিছু ডিভাইসে এসব গেম কাজ করবে। প্রাথমিকভাবে এসব গেমের অংশীদার হবে অ্যামাজন ফাইয়ার টিভি স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার, গুগল টিভির ক্রোমকাস্ট ও রকু ডিভাইস।
এ বছরের শেষ দিকে ৪০টিরও বেশি গেম বাজারে ছাড়া হবে বলে নেটফ্লিক্স গত মার্চে ঘোষণা দেয়। আরো ৭০টি গেম অংশীদার কোম্পানির সঙ্গে মিলে তৈরির প্রক্রিয়ায় আছে। এছাড়া ইন-হাউস গেম স্টুডিওতে তৈরি হচ্ছে ১৬টি গেম।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে