এয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করবে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এয়ারপড আর সাধারণ একটি অডিও ডিভাইস নয়, বরং স্বাস্থ্য ট্র্যাকিং ও এআই প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ২০২৩ সালে এয়ারপড বিক্রি করে ১৮ বিলিয়ন ডলার আয় করে অ্যাপল। ইতিমধ্যে পণ্যটিতে নতুন স্বাস্থ্যসম্পর্কিত ফিচার যোগ করার পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর তাপমাত্রা মাপা, হৃৎস্পন্দন পর্যবেক্ষণ ও অন্যান্য বায়োমেট্রিক ডেটা সংগ্রহের মতো নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে নতুন এয়ারপডে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এয়ারপড বা এয়ারপড প্রো-তে ক্যামেরা যুক্ত করা হতে পারে। তবে এটি এয়ারপড ম্যাক্সের মতো বড় মডেলে দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ক্যামেরা সংযোজনের মাধ্যমে অ্যাপল আরও উন্নত এআই ফিচারগুলো শক্তিশালী করার চেষ্টা করবে।
গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল ইনটেলিজেন্স ফিচার উন্মোচনের সময় এআই নিয়ে কিছু বড় ঘোষণা দিয়েছিল। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিশেষ করে, সিরিকে একটি এআই সহকারী হিসেবে রূপান্তরের পরিকল্পনা পিছিয়ে গেছে। অ্যাপল জানিয়েছে, এটি ২০২৫ সালের মধ্যে উন্মোচন করার জন্য কাজ করা হচ্ছে।
তবে এটি অস্পষ্ট যে, অ্যাপল এই নতুন সিরি জুন মাসে অনুষ্ঠিতব্য তাদের ওয়ার্ল্ড ডেভেলপার কনফারেন্সে উন্মোচন করবে কি না।
এই বিলম্বের প্রভাব পড়েছে আরও কিছু ডিভাইসের ওপর। যেমন, একটি স্মার্ট হোম হাবের উন্মোচন। এই ডিভাইস আইপ্যাডের মতো। তবে একটি হোম কন্ট্রোল ডিভাইস হবে। এই ডিভাইসের উন্মোচনও নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেছে। কারণ, এটি সিরির নতুন সংস্করণের ওপর নির্ভরশীল।
এখন দেখার বিষয়, অ্যাপল কীভাবে এসব প্রযুক্তির সংযোজন ও উন্নয়ন বাস্তবায়ন করবে এবং এটি তাদের বর্তমান ডিভাইসগুলোর সঙ্গে কীভাবে একীভূত হবে।
তথ্যসূত্র: ল্যাপটপ ম্যাগ
এয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করবে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এয়ারপড আর সাধারণ একটি অডিও ডিভাইস নয়, বরং স্বাস্থ্য ট্র্যাকিং ও এআই প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ২০২৩ সালে এয়ারপড বিক্রি করে ১৮ বিলিয়ন ডলার আয় করে অ্যাপল। ইতিমধ্যে পণ্যটিতে নতুন স্বাস্থ্যসম্পর্কিত ফিচার যোগ করার পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর তাপমাত্রা মাপা, হৃৎস্পন্দন পর্যবেক্ষণ ও অন্যান্য বায়োমেট্রিক ডেটা সংগ্রহের মতো নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে নতুন এয়ারপডে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এয়ারপড বা এয়ারপড প্রো-তে ক্যামেরা যুক্ত করা হতে পারে। তবে এটি এয়ারপড ম্যাক্সের মতো বড় মডেলে দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ক্যামেরা সংযোজনের মাধ্যমে অ্যাপল আরও উন্নত এআই ফিচারগুলো শক্তিশালী করার চেষ্টা করবে।
গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল ইনটেলিজেন্স ফিচার উন্মোচনের সময় এআই নিয়ে কিছু বড় ঘোষণা দিয়েছিল। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিশেষ করে, সিরিকে একটি এআই সহকারী হিসেবে রূপান্তরের পরিকল্পনা পিছিয়ে গেছে। অ্যাপল জানিয়েছে, এটি ২০২৫ সালের মধ্যে উন্মোচন করার জন্য কাজ করা হচ্ছে।
তবে এটি অস্পষ্ট যে, অ্যাপল এই নতুন সিরি জুন মাসে অনুষ্ঠিতব্য তাদের ওয়ার্ল্ড ডেভেলপার কনফারেন্সে উন্মোচন করবে কি না।
এই বিলম্বের প্রভাব পড়েছে আরও কিছু ডিভাইসের ওপর। যেমন, একটি স্মার্ট হোম হাবের উন্মোচন। এই ডিভাইস আইপ্যাডের মতো। তবে একটি হোম কন্ট্রোল ডিভাইস হবে। এই ডিভাইসের উন্মোচনও নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেছে। কারণ, এটি সিরির নতুন সংস্করণের ওপর নির্ভরশীল।
এখন দেখার বিষয়, অ্যাপল কীভাবে এসব প্রযুক্তির সংযোজন ও উন্নয়ন বাস্তবায়ন করবে এবং এটি তাদের বর্তমান ডিভাইসগুলোর সঙ্গে কীভাবে একীভূত হবে।
তথ্যসূত্র: ল্যাপটপ ম্যাগ
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১৪ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
২১ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১ দিন আগে