Ajker Patrika

এয়ারপডে ক্যামেরা ও এআই যুক্ত করবে অ্যাপল

নতুন এয়ারপড বা এয়ারপড প্রো-তে ক্যামেরা যুক্ত করা হতে পারে। ছবি: ম্যাকরিউমার
নতুন এয়ারপড বা এয়ারপড প্রো-তে ক্যামেরা যুক্ত করা হতে পারে। ছবি: ম্যাকরিউমার

এয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করবে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারপড আর সাধারণ একটি অডিও ডিভাইস নয়, বরং স্বাস্থ্য ট্র্যাকিং ও এআই প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ২০২৩ সালে এয়ারপড বিক্রি করে ১৮ বিলিয়ন ডলার আয় করে অ্যাপল। ইতিমধ্যে পণ্যটিতে নতুন স্বাস্থ্যসম্পর্কিত ফিচার যোগ করার পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর তাপমাত্রা মাপা, হৃৎস্পন্দন পর্যবেক্ষণ ও অন্যান্য বায়োমেট্রিক ডেটা সংগ্রহের মতো নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে নতুন এয়ারপডে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এয়ারপড বা এয়ারপড প্রো-তে ক্যামেরা যুক্ত করা হতে পারে। তবে এটি এয়ারপড ম্যাক্সের মতো বড় মডেলে দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ক্যামেরা সংযোজনের মাধ্যমে অ্যাপল আরও উন্নত এআই ফিচারগুলো শক্তিশালী করার চেষ্টা করবে।

গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল ইনটেলিজেন্স ফিচার উন্মোচনের সময় এআই নিয়ে কিছু বড় ঘোষণা দিয়েছিল। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিশেষ করে, সিরিকে একটি এআই সহকারী হিসেবে রূপান্তরের পরিকল্পনা পিছিয়ে গেছে। অ্যাপল জানিয়েছে, এটি ২০২৫ সালের মধ্যে উন্মোচন করার জন্য কাজ করা হচ্ছে।

তবে এটি অস্পষ্ট যে, অ্যাপল এই নতুন সিরি জুন মাসে অনুষ্ঠিতব্য তাদের ওয়ার্ল্ড ডেভেলপার কনফারেন্সে উন্মোচন করবে কি না।

এই বিলম্বের প্রভাব পড়েছে আরও কিছু ডিভাইসের ওপর। যেমন, একটি স্মার্ট হোম হাবের উন্মোচন। এই ডিভাইস আইপ্যাডের মতো। তবে একটি হোম কন্ট্রোল ডিভাইস হবে। এই ডিভাইসের উন্মোচনও নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেছে। কারণ, এটি সিরির নতুন সংস্করণের ওপর নির্ভরশীল।

এখন দেখার বিষয়, অ্যাপল কীভাবে এসব প্রযুক্তির সংযোজন ও উন্নয়ন বাস্তবায়ন করবে এবং এটি তাদের বর্তমান ডিভাইসগুলোর সঙ্গে কীভাবে একীভূত হবে।

তথ্যসূত্র: ল্যাপটপ ম্যাগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত