অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
‘ওয়াকার এস২’ নামের এই রোবট তৈরি করেছে চীনের কোম্পানি ইউবিটেক। রোবটটির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি (১৬২ সেন্টিমিটার) এবং ওজন ৯৫ পাউন্ড (৪৩ কেজি), যা একজন ছোটখাটো প্রাপ্তবয়স্ক মানুষের মতোই। রোবটটির মুখে একটি ফুল কালার ডিসপ্লে রয়েছে, যেখানে কাজের অবস্থা সম্পর্কিত তথ্য দেখানো যায়, যাতে রোবটের পাশে থাকা মানবকর্মীরা সেটি সহজেই বুঝতে পারেন।
রোবটটি ৪৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারির একটি ডুয়েল ব্যাটারি সিস্টেম ব্যবহার করে। একটানা হাঁটলে এটি দুই ঘণ্টা এবং দাঁড়িয়ে থাকলে চার ঘণ্টা কাজ করতে পারে। ব্যাটারি একবার সম্পূর্ণ শেষ হলে সেটি চার্জ হতে প্রায় ৯০ মিনিট সময় লাগে।
এই রোবটের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো—এটি নিজেই ব্যাটারি বদলাতে পারে, যা ইউবিটেকের দাবি অনুযায়ী, বিশ্বে প্রথমবারের মতো করা হয়েছে।
গত ১৭ জুলাই ইউটিউবে প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, রোবটটি নিজে থেকেই একটি চার্জিং স্টেশনে পৌঁছে যায় এবং ব্যাটারি পাল্টায়। ব্যাটারির পেছনের অংশটি খুলে সেটিকে চার্জিং ইউনিটে রেখে দেয় এবং একটি নতুন চার্জ করা ব্যাটারি নিজেই তুলে নিয়ে সেটি স্থাপন করে।
রোবটটি বুঝতে পারে, তার ব্যাটারির চার্জ কতটুকু বাকি আছে এবং সেটি কোন ব্যাটারিটি বদলাবে বা চার্জ দেবে, তা নির্ধারণ করে নিজে থেকেই—এই সিদ্ধান্ত রোবটটি নেয় তার কাজের অগ্রাধিকারের ভিত্তিতে।
ওয়াকার এস২-এর ২০টি ‘ডিগ্রি অব ফ্রিডম’ (অর্থাৎ, এর জয়েন্ট বা অঙ্গপ্রত্যঙ্গগুলো যেভাবে ও যতভাবে নড়াচড়া করতে পারে) রয়েছে। এর সঙ্গে ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগের ব্যবস্থা রয়েছে। ফলে এটি সহজেই বিভিন্ন প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হতে পারে।
ওয়াকার এস২-এর মাথায় বসানো ভিশন ক্যামেরা ব্যাটারির চার্জ পর্যবেক্ষণ করে। চার্জ থাকা ব্যাটারির পাশে থাকা সবুজ আলো শনাক্ত করে, রোবট বুঝতে পারে কোন ব্যাটারিটি সম্পূর্ণ চার্জড। এ ছাড়া এটি কাজের অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে—এখন ব্যাটারি বদলানো জরুরি, নাকি চলমান কাজটি শেষ করাই বেশি গুরুত্বপূর্ণ।
রোবটটি মূলত কারখানা, শোরুম বা জনসমাগমপূর্ণ স্থানে গ্রাহককে স্বাগত জানানোর মতো কাজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রোবটটি ভবিষ্যতের স্বয়ংক্রিয় কাজের ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স ও নিউ অ্যাটল্যাস
বিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
‘ওয়াকার এস২’ নামের এই রোবট তৈরি করেছে চীনের কোম্পানি ইউবিটেক। রোবটটির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি (১৬২ সেন্টিমিটার) এবং ওজন ৯৫ পাউন্ড (৪৩ কেজি), যা একজন ছোটখাটো প্রাপ্তবয়স্ক মানুষের মতোই। রোবটটির মুখে একটি ফুল কালার ডিসপ্লে রয়েছে, যেখানে কাজের অবস্থা সম্পর্কিত তথ্য দেখানো যায়, যাতে রোবটের পাশে থাকা মানবকর্মীরা সেটি সহজেই বুঝতে পারেন।
রোবটটি ৪৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারির একটি ডুয়েল ব্যাটারি সিস্টেম ব্যবহার করে। একটানা হাঁটলে এটি দুই ঘণ্টা এবং দাঁড়িয়ে থাকলে চার ঘণ্টা কাজ করতে পারে। ব্যাটারি একবার সম্পূর্ণ শেষ হলে সেটি চার্জ হতে প্রায় ৯০ মিনিট সময় লাগে।
এই রোবটের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো—এটি নিজেই ব্যাটারি বদলাতে পারে, যা ইউবিটেকের দাবি অনুযায়ী, বিশ্বে প্রথমবারের মতো করা হয়েছে।
গত ১৭ জুলাই ইউটিউবে প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, রোবটটি নিজে থেকেই একটি চার্জিং স্টেশনে পৌঁছে যায় এবং ব্যাটারি পাল্টায়। ব্যাটারির পেছনের অংশটি খুলে সেটিকে চার্জিং ইউনিটে রেখে দেয় এবং একটি নতুন চার্জ করা ব্যাটারি নিজেই তুলে নিয়ে সেটি স্থাপন করে।
রোবটটি বুঝতে পারে, তার ব্যাটারির চার্জ কতটুকু বাকি আছে এবং সেটি কোন ব্যাটারিটি বদলাবে বা চার্জ দেবে, তা নির্ধারণ করে নিজে থেকেই—এই সিদ্ধান্ত রোবটটি নেয় তার কাজের অগ্রাধিকারের ভিত্তিতে।
ওয়াকার এস২-এর ২০টি ‘ডিগ্রি অব ফ্রিডম’ (অর্থাৎ, এর জয়েন্ট বা অঙ্গপ্রত্যঙ্গগুলো যেভাবে ও যতভাবে নড়াচড়া করতে পারে) রয়েছে। এর সঙ্গে ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগের ব্যবস্থা রয়েছে। ফলে এটি সহজেই বিভিন্ন প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হতে পারে।
ওয়াকার এস২-এর মাথায় বসানো ভিশন ক্যামেরা ব্যাটারির চার্জ পর্যবেক্ষণ করে। চার্জ থাকা ব্যাটারির পাশে থাকা সবুজ আলো শনাক্ত করে, রোবট বুঝতে পারে কোন ব্যাটারিটি সম্পূর্ণ চার্জড। এ ছাড়া এটি কাজের অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে—এখন ব্যাটারি বদলানো জরুরি, নাকি চলমান কাজটি শেষ করাই বেশি গুরুত্বপূর্ণ।
রোবটটি মূলত কারখানা, শোরুম বা জনসমাগমপূর্ণ স্থানে গ্রাহককে স্বাগত জানানোর মতো কাজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রোবটটি ভবিষ্যতের স্বয়ংক্রিয় কাজের ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স ও নিউ অ্যাটল্যাস
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে