Ajker Patrika

চ্যাটজিপিটিতে যুক্ত হলো নিজস্ব সার্চ ইঞ্জিন

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১০: ০১
ফিচারটি চ্যাটজিপিটির উইন্ডোজ, ম্যাক ও স্মার্টফোনের অ্যাপে ব্যবহার করা যাবে। ছবি: টেকটেলিগ্রাফ
ফিচারটি চ্যাটজিপিটির উইন্ডোজ, ম্যাক ও স্মার্টফোনের অ্যাপে ব্যবহার করা যাবে। ছবি: টেকটেলিগ্রাফ

চ্যাটজিপিটিতে নিজস্ব সার্চ ইঞ্জিন যুক্ত করেছে ওপেনএআই। প্ল্যাটফর্মটির রিয়েল-টাইম ওয়েব সার্চ ফিচারটি গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আপডেট প্রথমে পেইড সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। তবে শিগগিরই এটি বিনা মূল্যেও ব্যবহার করা যাবে। নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি সংবাদ, শেয়ারবাজারের তথ্য, খেলাধুলার স্কোরসহ ইন্টারনেট থেকে তাৎক্ষণিক তথ্য অ্যাকসেস করতে পারবে এবং ব্যবহারকারীদের জানাতে পারবে।

নতুন ফিচারটি ‘সার্চজিপিটি’ নামে আলাদা একটি ওয়েবসাইট হিসেবে চালু হবে বলে অনেকেই মনে করেছিলেন। তবে চ্যাটজিপিটির ওয়েবসাইটেই একটি ফিচার হিসেবে চালু হয়েছে। ফিচারটি চ্যাটজিপিটির উইন্ডোজ, ম্যাক ও স্মার্টফোনের অ্যাপে ব্যবহার করা যাবে।

চ্যাটজিপিটির গুরুত্বপূর্ণ এই আপগ্রেডের মাধ্যমে এআই চ্যাটবট ইন্টারনেট থেকে রিয়েল-টাইম তথ্য প্রদান করতে পারে। এই ফিচার চালুর মাধ্যমে ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক আরও ভালো হওয়ার ইঙ্গিত দেয়। মাইক্রোসফট ওপেনএআইয়ের প্রধান বিনিয়োগকারী। গুগলের প্রতিদ্বন্দ্বী বিং সার্চ ইঞ্জিনের পরিধি বাড়ানোর চেষ্টা করছে মাইক্রোসফট।

এ ছাড়া চ্যাটজিপিটির সার্চ ফিচার ওপেনএআইয়ের এআই–এর সার্চ প্রতিযোগিতাকে আরও তীব্র করে তোলে। কারণ প্রযুক্তি জায়ান্ট মেটা এবং গুগলও এআই সার্চের দিকে নজর দিচ্ছে।

একটি আলাদা পণ্য হিসেবে চালু করার পরিবর্তে ওয়েব সার্চটি চ্যাটজিপিটির বিদ্যমান ইন্টারফেসের সঙ্গে নিখুঁতভাবে যুক্ত করা হয়েছে। এই মডেলটি জিপিটি–৪ এর উন্নত সংস্করণ, যা জটিল প্রশ্নের উত্তর দিতে, স্টক গ্রাফ এবং ম্যাপের মতো ইন্টারেকটিভ ফলাফল সরবরাহ করতে এবং এমনকি ফলোআপ প্রশ্নের উত্তর দিতে পারবে। এর ফল চ্যাটজিপিটির হোমপেজে এখন আবহাওয়া পূর্বাভাস, শেয়ার মূল্য, স্পোর্টস স্কোর এবং ব্রেকিং নিউজের মতো বিষয়গুলো সরাসরি নতুন একটি ট্যাবে দেখা যাবে।

ফিচারটি সম্পূর্ণরূপে চালু হলে চ্যাটজিপিটিতে প্রম্পট লেখার জায়গায় একটি নতুন সার্চ আইকন দেখা যাবে, যা ‘সার্চ’ নামে পরিচিত। এতে ট্যাপ বা ক্লিক করলে চ্যাটজিপিটির মাধ্যমে ওয়েবে অনুসন্ধান করা যাবে। এ জন্য চ্যাটবটের সঙ্গে চ্যাটের প্রয়োজন নেই। এটি গুগলের সার্চ ইঞ্জিনে দেওয়া ‘এআই সামারিজ’ বা সারসংক্ষপের মতো যা যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছিল। প্রতিটি টেক্সটের পরে উৎসের একটি সুনির্দিষ্ট লিংক থাকবে ক্লিক করলে উৎসগুলোর ওয়েবসাইট একটি সাইডবারে দেখাবে।

এক ব্লগ পোস্টে ওপেনএআই বলছে, ‘চ্যাটজিপিটি এখন আগের চেয়ে অনেক ভালোভাবে ওয়েবে অনুসন্ধান করতে পারে। ব্যবহারকারী অনেক দ্রুত এবং সময়োপযোগী উত্তর পাবেন, যার জন্য আগে সার্চ ইঞ্জিনে ব্যবহার করতে হতো।’

তবে, চ্যাটবটগুলো যেমন চ্যাটজিপিটি ভুল তথ্য দেওয়ার প্রবণতা রাখে এবং কখনো কখনো নতুন তথ্য তৈরি করে, যা বিজ্ঞানীরা ‘হ্যালুসিনেশন’ বলে অভিহিত করেন। যখন চ্যাটবটগুলো ইন্টারনেট থেকে তথ্য পায়, তখন এমনটা ঘটতে পারে।

তথ্যসূত্র: টেকরেডার ও টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত