চ্যাটজিপিটিতে নিজস্ব সার্চ ইঞ্জিন যুক্ত করেছে ওপেনএআই। প্ল্যাটফর্মটির রিয়েল-টাইম ওয়েব সার্চ ফিচারটি গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আপডেট প্রথমে পেইড সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। তবে শিগগিরই এটি বিনা মূল্যেও ব্যবহার করা যাবে। নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি সংবাদ, শেয়ারবাজারের তথ্য, খেলাধুলার স্কোরসহ ইন্টারনেট থেকে তাৎক্ষণিক তথ্য অ্যাকসেস করতে পারবে এবং ব্যবহারকারীদের জানাতে পারবে।
নতুন ফিচারটি ‘সার্চজিপিটি’ নামে আলাদা একটি ওয়েবসাইট হিসেবে চালু হবে বলে অনেকেই মনে করেছিলেন। তবে চ্যাটজিপিটির ওয়েবসাইটেই একটি ফিচার হিসেবে চালু হয়েছে। ফিচারটি চ্যাটজিপিটির উইন্ডোজ, ম্যাক ও স্মার্টফোনের অ্যাপে ব্যবহার করা যাবে।
চ্যাটজিপিটির গুরুত্বপূর্ণ এই আপগ্রেডের মাধ্যমে এআই চ্যাটবট ইন্টারনেট থেকে রিয়েল-টাইম তথ্য প্রদান করতে পারে। এই ফিচার চালুর মাধ্যমে ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক আরও ভালো হওয়ার ইঙ্গিত দেয়। মাইক্রোসফট ওপেনএআইয়ের প্রধান বিনিয়োগকারী। গুগলের প্রতিদ্বন্দ্বী বিং সার্চ ইঞ্জিনের পরিধি বাড়ানোর চেষ্টা করছে মাইক্রোসফট।
এ ছাড়া চ্যাটজিপিটির সার্চ ফিচার ওপেনএআইয়ের এআই–এর সার্চ প্রতিযোগিতাকে আরও তীব্র করে তোলে। কারণ প্রযুক্তি জায়ান্ট মেটা এবং গুগলও এআই সার্চের দিকে নজর দিচ্ছে।
একটি আলাদা পণ্য হিসেবে চালু করার পরিবর্তে ওয়েব সার্চটি চ্যাটজিপিটির বিদ্যমান ইন্টারফেসের সঙ্গে নিখুঁতভাবে যুক্ত করা হয়েছে। এই মডেলটি জিপিটি–৪ এর উন্নত সংস্করণ, যা জটিল প্রশ্নের উত্তর দিতে, স্টক গ্রাফ এবং ম্যাপের মতো ইন্টারেকটিভ ফলাফল সরবরাহ করতে এবং এমনকি ফলোআপ প্রশ্নের উত্তর দিতে পারবে। এর ফল চ্যাটজিপিটির হোমপেজে এখন আবহাওয়া পূর্বাভাস, শেয়ার মূল্য, স্পোর্টস স্কোর এবং ব্রেকিং নিউজের মতো বিষয়গুলো সরাসরি নতুন একটি ট্যাবে দেখা যাবে।
ফিচারটি সম্পূর্ণরূপে চালু হলে চ্যাটজিপিটিতে প্রম্পট লেখার জায়গায় একটি নতুন সার্চ আইকন দেখা যাবে, যা ‘সার্চ’ নামে পরিচিত। এতে ট্যাপ বা ক্লিক করলে চ্যাটজিপিটির মাধ্যমে ওয়েবে অনুসন্ধান করা যাবে। এ জন্য চ্যাটবটের সঙ্গে চ্যাটের প্রয়োজন নেই। এটি গুগলের সার্চ ইঞ্জিনে দেওয়া ‘এআই সামারিজ’ বা সারসংক্ষপের মতো যা যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছিল। প্রতিটি টেক্সটের পরে উৎসের একটি সুনির্দিষ্ট লিংক থাকবে ক্লিক করলে উৎসগুলোর ওয়েবসাইট একটি সাইডবারে দেখাবে।
এক ব্লগ পোস্টে ওপেনএআই বলছে, ‘চ্যাটজিপিটি এখন আগের চেয়ে অনেক ভালোভাবে ওয়েবে অনুসন্ধান করতে পারে। ব্যবহারকারী অনেক দ্রুত এবং সময়োপযোগী উত্তর পাবেন, যার জন্য আগে সার্চ ইঞ্জিনে ব্যবহার করতে হতো।’
তবে, চ্যাটবটগুলো যেমন চ্যাটজিপিটি ভুল তথ্য দেওয়ার প্রবণতা রাখে এবং কখনো কখনো নতুন তথ্য তৈরি করে, যা বিজ্ঞানীরা ‘হ্যালুসিনেশন’ বলে অভিহিত করেন। যখন চ্যাটবটগুলো ইন্টারনেট থেকে তথ্য পায়, তখন এমনটা ঘটতে পারে।
তথ্যসূত্র: টেকরেডার ও টাইমস অব ইন্ডিয়া
চ্যাটজিপিটিতে নিজস্ব সার্চ ইঞ্জিন যুক্ত করেছে ওপেনএআই। প্ল্যাটফর্মটির রিয়েল-টাইম ওয়েব সার্চ ফিচারটি গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আপডেট প্রথমে পেইড সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। তবে শিগগিরই এটি বিনা মূল্যেও ব্যবহার করা যাবে। নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি সংবাদ, শেয়ারবাজারের তথ্য, খেলাধুলার স্কোরসহ ইন্টারনেট থেকে তাৎক্ষণিক তথ্য অ্যাকসেস করতে পারবে এবং ব্যবহারকারীদের জানাতে পারবে।
নতুন ফিচারটি ‘সার্চজিপিটি’ নামে আলাদা একটি ওয়েবসাইট হিসেবে চালু হবে বলে অনেকেই মনে করেছিলেন। তবে চ্যাটজিপিটির ওয়েবসাইটেই একটি ফিচার হিসেবে চালু হয়েছে। ফিচারটি চ্যাটজিপিটির উইন্ডোজ, ম্যাক ও স্মার্টফোনের অ্যাপে ব্যবহার করা যাবে।
চ্যাটজিপিটির গুরুত্বপূর্ণ এই আপগ্রেডের মাধ্যমে এআই চ্যাটবট ইন্টারনেট থেকে রিয়েল-টাইম তথ্য প্রদান করতে পারে। এই ফিচার চালুর মাধ্যমে ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক আরও ভালো হওয়ার ইঙ্গিত দেয়। মাইক্রোসফট ওপেনএআইয়ের প্রধান বিনিয়োগকারী। গুগলের প্রতিদ্বন্দ্বী বিং সার্চ ইঞ্জিনের পরিধি বাড়ানোর চেষ্টা করছে মাইক্রোসফট।
এ ছাড়া চ্যাটজিপিটির সার্চ ফিচার ওপেনএআইয়ের এআই–এর সার্চ প্রতিযোগিতাকে আরও তীব্র করে তোলে। কারণ প্রযুক্তি জায়ান্ট মেটা এবং গুগলও এআই সার্চের দিকে নজর দিচ্ছে।
একটি আলাদা পণ্য হিসেবে চালু করার পরিবর্তে ওয়েব সার্চটি চ্যাটজিপিটির বিদ্যমান ইন্টারফেসের সঙ্গে নিখুঁতভাবে যুক্ত করা হয়েছে। এই মডেলটি জিপিটি–৪ এর উন্নত সংস্করণ, যা জটিল প্রশ্নের উত্তর দিতে, স্টক গ্রাফ এবং ম্যাপের মতো ইন্টারেকটিভ ফলাফল সরবরাহ করতে এবং এমনকি ফলোআপ প্রশ্নের উত্তর দিতে পারবে। এর ফল চ্যাটজিপিটির হোমপেজে এখন আবহাওয়া পূর্বাভাস, শেয়ার মূল্য, স্পোর্টস স্কোর এবং ব্রেকিং নিউজের মতো বিষয়গুলো সরাসরি নতুন একটি ট্যাবে দেখা যাবে।
ফিচারটি সম্পূর্ণরূপে চালু হলে চ্যাটজিপিটিতে প্রম্পট লেখার জায়গায় একটি নতুন সার্চ আইকন দেখা যাবে, যা ‘সার্চ’ নামে পরিচিত। এতে ট্যাপ বা ক্লিক করলে চ্যাটজিপিটির মাধ্যমে ওয়েবে অনুসন্ধান করা যাবে। এ জন্য চ্যাটবটের সঙ্গে চ্যাটের প্রয়োজন নেই। এটি গুগলের সার্চ ইঞ্জিনে দেওয়া ‘এআই সামারিজ’ বা সারসংক্ষপের মতো যা যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছিল। প্রতিটি টেক্সটের পরে উৎসের একটি সুনির্দিষ্ট লিংক থাকবে ক্লিক করলে উৎসগুলোর ওয়েবসাইট একটি সাইডবারে দেখাবে।
এক ব্লগ পোস্টে ওপেনএআই বলছে, ‘চ্যাটজিপিটি এখন আগের চেয়ে অনেক ভালোভাবে ওয়েবে অনুসন্ধান করতে পারে। ব্যবহারকারী অনেক দ্রুত এবং সময়োপযোগী উত্তর পাবেন, যার জন্য আগে সার্চ ইঞ্জিনে ব্যবহার করতে হতো।’
তবে, চ্যাটবটগুলো যেমন চ্যাটজিপিটি ভুল তথ্য দেওয়ার প্রবণতা রাখে এবং কখনো কখনো নতুন তথ্য তৈরি করে, যা বিজ্ঞানীরা ‘হ্যালুসিনেশন’ বলে অভিহিত করেন। যখন চ্যাটবটগুলো ইন্টারনেট থেকে তথ্য পায়, তখন এমনটা ঘটতে পারে।
তথ্যসূত্র: টেকরেডার ও টাইমস অব ইন্ডিয়া
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
২ মিনিট আগেমার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চানের উদ্যোগে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’ বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরে। কম আয়ের পরিবারের শিশুদের জন্য অবৈতনিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এটি ছিল তাদের দাতব্য সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেআই)-এর একটি উদ্যোগ।
৪১ মিনিট আগেইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
৪ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৫ ঘণ্টা আগে