আইওএস ও অ্যান্ড্রয়েডের গ্রাহকদের জন্য বিনা মূল্যে চ্যাটজিপিটির ভয়েস ফিচার চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে টাইপ না করেই ভয়েসের সাহায্যে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। চ্যাটবটও নিজস্ব ভয়েসের মাধ্যমে উত্তর দেবে। অ্যাপলের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো এটি কাজ করে।
স্যাম অল্টম্যানের সিইও পদ নিয়ে অনেক নাটকীয়তার মধ্যেই গত বুধবার এই ফিচারের ঘোষণা দেয় ওপেনএআই। চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি এর আগে শুধু চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারত।
এই ফিচার বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে বলে এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ঘোষণা দেয় ওপেনএআই। এক পোস্টে বলা হয়েছে, ‘ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপটি ডাউনলোড করুন এবং হেডফোনের আইকনটি চেপে চ্যাটবটের সঙ্গে আলাপ শুরু করুন।’ ফিচারটি নিয়ে এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০। চ্যাট উইন্ডোর ড নিচের দিকে ডান পাশের হেডফোন আইকোনের মাধ্যমে ফিচারটি ব্যবহার করা যাবে। আইকোনে ট্যাপ করলে গ্রাহককে ‘চ্যাট উইথ ভয়েস’ নামে ফিচারটির পরিচিতি পর্ব স্ক্রিনে দেখাবে। প্রতিটি ভয়েস চ্যাট ট্র্যান্সক্রিপশন হিসেবে চ্যাট হিস্টোরিতে সেভ থাকবে। তবে চ্যাটের অডিও ক্লিপ প্ল্যাটফর্মটিতে জমা থাকবে না। অ্যাপটি ব্যবহারকারীর ভাষাও চিহ্নিত করতে পারবে। নির্ভুলভাবে ভয়েস চিহ্নিত করার জন্য সেটিংসে গিয়ে গ্রাহকেরা পছন্দের ভাষাটি নির্বাচন করতে পারবে।
আলাপের জন্য প্ল্যাটফর্মটিতে পাঁচ ধরনের ভয়েস যুক্ত করা হয়েছে। গ্রাহকেরা এসব ভয়েস থেকে পছন্দমতো একটি ভয়েস বাছাই করতে পারবে। চ্যাটজিপিটিকে ডিভাইসের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দেওয়া পর এই ভয়েস ফিচার ব্যবহার করা যাবে।
বিনা মূল্যের এই ফিচারে বর্তমান সময়ের বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। কারণ বিনা মূল্যের চ্যাটজিপিটিতে জানুয়ারি ২০২২ পর্যন্ত তথ্য পাওয়া যায়। ২০২৩ সালের তথ্য পেতে চ্যাটজিপিটি প্ল্যাসের সাবস্ক্রাইবার হতে হবে।
চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রাইবারদের জন্য গত সেপ্টেম্বরে ভয়েস কনভারসেশন ফিচারটি উন্মুক্ত করা হয়। নতুন ফিচারটি তৈরির জন্য পেশাদের ডাবিং শিল্পীদের সঙ্গে কাজ করে কোম্পানিটি। চ্যাটবট বুঝতে পারে এমন প্রশ্ন ভয়েসের মাধ্যমে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে তার জবাব দেবে চ্যাটজিপিটি। এই ফিচারে কোম্পানির নতুন টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
আইওএস ও অ্যান্ড্রয়েডের গ্রাহকদের জন্য বিনা মূল্যে চ্যাটজিপিটির ভয়েস ফিচার চালু করেছে ওপেনএআই। এর মাধ্যমে টাইপ না করেই ভয়েসের সাহায্যে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। চ্যাটবটও নিজস্ব ভয়েসের মাধ্যমে উত্তর দেবে। অ্যাপলের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো এটি কাজ করে।
স্যাম অল্টম্যানের সিইও পদ নিয়ে অনেক নাটকীয়তার মধ্যেই গত বুধবার এই ফিচারের ঘোষণা দেয় ওপেনএআই। চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি এর আগে শুধু চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারত।
এই ফিচার বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে বলে এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ঘোষণা দেয় ওপেনএআই। এক পোস্টে বলা হয়েছে, ‘ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপটি ডাউনলোড করুন এবং হেডফোনের আইকনটি চেপে চ্যাটবটের সঙ্গে আলাপ শুরু করুন।’ ফিচারটি নিয়ে এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০। চ্যাট উইন্ডোর ড নিচের দিকে ডান পাশের হেডফোন আইকোনের মাধ্যমে ফিচারটি ব্যবহার করা যাবে। আইকোনে ট্যাপ করলে গ্রাহককে ‘চ্যাট উইথ ভয়েস’ নামে ফিচারটির পরিচিতি পর্ব স্ক্রিনে দেখাবে। প্রতিটি ভয়েস চ্যাট ট্র্যান্সক্রিপশন হিসেবে চ্যাট হিস্টোরিতে সেভ থাকবে। তবে চ্যাটের অডিও ক্লিপ প্ল্যাটফর্মটিতে জমা থাকবে না। অ্যাপটি ব্যবহারকারীর ভাষাও চিহ্নিত করতে পারবে। নির্ভুলভাবে ভয়েস চিহ্নিত করার জন্য সেটিংসে গিয়ে গ্রাহকেরা পছন্দের ভাষাটি নির্বাচন করতে পারবে।
আলাপের জন্য প্ল্যাটফর্মটিতে পাঁচ ধরনের ভয়েস যুক্ত করা হয়েছে। গ্রাহকেরা এসব ভয়েস থেকে পছন্দমতো একটি ভয়েস বাছাই করতে পারবে। চ্যাটজিপিটিকে ডিভাইসের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দেওয়া পর এই ভয়েস ফিচার ব্যবহার করা যাবে।
বিনা মূল্যের এই ফিচারে বর্তমান সময়ের বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। কারণ বিনা মূল্যের চ্যাটজিপিটিতে জানুয়ারি ২০২২ পর্যন্ত তথ্য পাওয়া যায়। ২০২৩ সালের তথ্য পেতে চ্যাটজিপিটি প্ল্যাসের সাবস্ক্রাইবার হতে হবে।
চ্যাটজিপিটি প্লাস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রাইবারদের জন্য গত সেপ্টেম্বরে ভয়েস কনভারসেশন ফিচারটি উন্মুক্ত করা হয়। নতুন ফিচারটি তৈরির জন্য পেশাদের ডাবিং শিল্পীদের সঙ্গে কাজ করে কোম্পানিটি। চ্যাটবট বুঝতে পারে এমন প্রশ্ন ভয়েসের মাধ্যমে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে তার জবাব দেবে চ্যাটজিপিটি। এই ফিচারে কোম্পানির নতুন টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ দিন আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে