Ajker Patrika

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা নিয়ে গণশুনানির আহ্বান

অনলাইন ডেস্ক
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের ফাইল ছবি
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের ফাইল ছবি

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ও নতুন নতুন প্রযুক্তিগত সেবাকে আমরা সব সময় আমন্ত্রণ জানাই। যদি তা নাগরিকদের কল্যাণার্থে এবং গ্রাহকদের সাধ্য সামর্থ্য ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে করা হয়। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তা অক্ষুণ্ন থাকে। পরিসংখ্যানে বাংলাদেশে ১৩ কোটি ২০ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী হলেও বাস্তবতা অনেক কম। অর্থাৎ বিভিন্ন পরিসংখ্যান মতে, দেশে এখনো ৫০ শতাংশ জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহারের বাইরে রয়েছে। ইন্টারনেট ব্যবহারে একটি বৈষম্য বিদ্যমান রয়েছে।’

এই বৈষম্য নিরসনে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন চিঠিতে কিছু প্রস্তাব তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে, সামাজিক ও পারিপার্শ্বিক বিশেষ করে গ্রাহকের সাধ্য-সামর্থ্য বিবেচনা নিয়ে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণ করা। প্রতিটি সংযোগ থেকে ইন্টারনেট শেয়ারিং অর্থাৎ গ্রাহক থেকে গ্রাহক কতজন হবে বা কি পরিমাণ হবে—তা সুস্পষ্টভাবে উল্লেখ করা। নাগরিকের ডেটা সুরক্ষায় কি ব্যবস্থা বিদ্যমান থাকবে—তা জনস্বার্থে জাতীয়ভাবে কমিশন ও স্টার্লিং স্যাটেলাইট কোম্পানিকে ঘোষণা দেওয়া ইত্যাদি।

চিঠিতে বলা হয়, ‘নীতিমালায় চাহিদা মাত্র গ্রাহকের তথ্যে সরকারি গোয়েন্দা সংস্থা এবং কমিশনকে প্রবেশ অধিকার চাওয়া হয়েছে যা সম্পূর্ণভাবেই সংবিধান পরিপন্থী বলে আমরা মনে করি। তবে রাষ্ট্র ও আইনশৃঙ্খলার স্বার্থে কেবলমাত্র আদালতের নির্দেশে কারও ব্যক্তিগত তথ্য নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী বা বিটিআরসি, অন্যথায় নয়। আমাদের দেশীয় নিয়ম-নীতি ও উদ্যোক্তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি সামনে রেখে নীতিমালা প্রণয়ন করা হোক। আবার এটিও লক্ষ্য রাখতে হবে এই নীতিমালায় বেশ কিছু প্রতিবন্ধকতা ইতিমধ্যে বিদ্যমান রয়েছে, যার ফলে স্যাটেলাইট ভিত্তিক প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ হারাতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আমরা মনে করি, নীতিমালা সংশোধন প্রয়োজন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত