প্রযুক্তি ডেস্ক
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চুয়াল সহকারী ‘উইন্ডোজ কো-পাইলট’ যুক্ত করছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হবে এ সুবিধা। উইন্ডোজের টাস্কবারে যুক্ত হবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের এই নতুন ফিচার কাজ করবে অনেকটা ‘বিং চ্যাট’-এর মতো করে। এই চ্যাটবক্সে প্রবেশ করা যাবে উইন্ডোজ টাস্কবার থেকেই। জটিল মেন্যুতে গিয়ে সেটিংস খুঁজে বের করা এবং পরিবর্তন করার বদলে এই কো-পাইলটে কমান্ড দিয়েই কাজটি করিয়ে নেওয় যাবে। এ ছাড়া, টুলটির মাধ্যমে ক্লিপবোর্ডের লেখা সংক্ষিপ্ত করার পাশাপাশি নতুন লেখাও লিখিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা।
এদিকে, এখন থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফলে এআই চ্যাটবটটিকে কোনো তথ্য জিজ্ঞেস করলে ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য খুঁজে দেবে এটি। ইন্টারনেটে সার্চের ক্ষেত্রে মাইক্রোসফটের নিজস্ব বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি।
মাইক্রোসফটের বাৎসরিক কনফারেন্স ‘মাইক্রোসফট বিল্ড ২০২৩’-এ প্রতিষ্ঠানটির কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী চ্যাটজিপিটির ওয়েব ব্রাউজিংয়ের জন্য বিং-কে ডিফল্ট ব্রাউজার হিসেবে ঘোষণা করেন।
আগে শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল চ্যাটজিপিটি। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চুয়াল সহকারী ‘উইন্ডোজ কো-পাইলট’ যুক্ত করছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হবে এ সুবিধা। উইন্ডোজের টাস্কবারে যুক্ত হবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের এই নতুন ফিচার কাজ করবে অনেকটা ‘বিং চ্যাট’-এর মতো করে। এই চ্যাটবক্সে প্রবেশ করা যাবে উইন্ডোজ টাস্কবার থেকেই। জটিল মেন্যুতে গিয়ে সেটিংস খুঁজে বের করা এবং পরিবর্তন করার বদলে এই কো-পাইলটে কমান্ড দিয়েই কাজটি করিয়ে নেওয় যাবে। এ ছাড়া, টুলটির মাধ্যমে ক্লিপবোর্ডের লেখা সংক্ষিপ্ত করার পাশাপাশি নতুন লেখাও লিখিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা।
এদিকে, এখন থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফলে এআই চ্যাটবটটিকে কোনো তথ্য জিজ্ঞেস করলে ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য খুঁজে দেবে এটি। ইন্টারনেটে সার্চের ক্ষেত্রে মাইক্রোসফটের নিজস্ব বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি।
মাইক্রোসফটের বাৎসরিক কনফারেন্স ‘মাইক্রোসফট বিল্ড ২০২৩’-এ প্রতিষ্ঠানটির কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী চ্যাটজিপিটির ওয়েব ব্রাউজিংয়ের জন্য বিং-কে ডিফল্ট ব্রাউজার হিসেবে ঘোষণা করেন।
আগে শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল চ্যাটজিপিটি। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১০ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৪ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে