Ajker Patrika

ভারতে গুগলকে ১৬ কোটি ডলার জরিমানা 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৫: ২৯
ভারতে গুগলকে ১৬ কোটি ডলার জরিমানা 

অ্যান্ড্রয়েডের বাজারে প্রভাব খাটানোর দায়ে কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) গুগলকে ১৬ কোটি ডলার জরিমানা করেছিল। এই রায়ের বিরুদ্ধে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালে (এনসিএলএটি) আবেদন করে গুগল। তবে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে আগামী ৩০ দিনের মধ্যে এই জরিমানা দিতে হবে গুগলকে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের প্রভাব খাটানোর অভিযোগ ছিল। সব অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ‘গুগল’ রাখতে বাধ্য করা হচ্ছে। মূলত এই অভিযোগের ভিত্তিতেই জরিমানা করা হয়। এর আগে অনলাইনে সার্চ ও অ্যান্ড্রয়েড প্লে স্টোরে নিজেদের বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন—গুগল ক্রোম ও ইউটিউবকে বাড়তি সুবিধা দেওয়া নিয়ে অভিযোগ উঠছিল গুগলের বিরুদ্ধে।

সিসিআই গুগলকে ফোন নির্মাতাদের ওপর থেকে যাবতীয় বিধিনিষেধ সরাতে ও ফোনে গুগল অ্যাপ প্রি-ইনস্টলের শর্ত তুলে দিতে বলেছিল। তবে গুগল দাবি করে আসছিল, গ্রাহকসেবার কথা ভেবেই এটি তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে।

এনসিএলএটির চেয়ারপারসন বিচারক অশোক ভূষণ ও তথ্য প্রযুক্তিবিষয়ক সদস্য অলোক শ্রীবাস্তব জানিয়েছেন, গুগলের কার্যক্রমের বিষয়ে তদন্তের ক্ষেত্রে কোথাও ন্যায়বিচার লঙ্ঘিত হয়নি। ফলে ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ দিতে হবে গুগলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত