Ajker Patrika

ইউটিউব শর্টস ভিডিও সম্পাদনায় ৫ টুল

ফিচার ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৮: ১৬
ইউটিউব শর্টস ভিডিও সম্পাদনায় 
৫ টুল

তরুণদের মধ্যে ইউটিউব শর্টসের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। মাত্র ৩ মিনিটের ভিডিও তৈরি করে নিজের সৃজনশীলতা প্রকাশ তো করা যায়ই, পাশাপাশি রয়েছে আয়ের সুযোগ। নির্মাতাদের আরও সৃজনশীল করে তুলতে সম্প্রতি ইউটিউব বিশেষ পাঁচটি এডিটিং টুল নিয়ে এসেছে। এসব টুল ভিডিও সম্পাদনাকে আরও সহজ, দ্রুত ও প্রফেশনাল করবে।

শর্টস এডিটরে যুক্ত হচ্ছে এআই ফিচার। এর মধ্যে সবচেয়ে আলোচিত অটোসিংক ফিচার। এটি স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর দৃশ্যের গতির সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট ও টেক্সট অ্যানিমেশন মিলিয়ে দেবে। এটি দিয়ে খুব অল্প সময়ে বানানো যাবে সিনেমাটিক মিউজিক্যাল শর্টস। এ ছাড়া এআই চালিত স্টিকার ক্রিয়েটরের মাধ্যমে গ্যালারির ছবি দিয়ে তৈরি করা যাবে কাস্টমাইজড স্টিকার।

নতুন টেমপ্লেট সেকশনে মিলবে প্রি-ডিজাইনড ভিজুয়াল থিম। ফ্যাশন, ট্রাভেল কিংবা কমেডি—যেকোনো ক্যাটাগরির জন্য রয়েছে আলাদা টেমপ্লেট। এক ক্লিকেই যোগ করা যাবে ব্যাকগ্রাউন্ড, ডায়নামিক ট্রানজিশন বা ট্রেন্ডিং ফিল্টার। পাশাপাশি নির্দিষ্ট ভিডিওর উপযোগী সাউন্ডট্র্যাকের অপশনও থাকছে এডিটরে।

ইউটিউবের ভাষ্য অনুযায়ী, এই আপডেটের লক্ষ্য শর্টস ভিডিও বানানোর প্রক্রিয়াকে সহজ করা। যেন সবাই আরও সহজে ইউটিউব কনটেন্টের সঙ্গে যুক্ত হতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পর্যায়ক্রমে ফিচারগুলো উন্মুক্ত হবে।

বিশ্লেষকদের মতে, টিকটকের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় ইউটিউব শর্টসের এই উন্নতি নির্মাতাদের জন্য নতুন পথ তৈরি করবে। এডিটিংয়ের জটিলতা কমানোর পাশাপাশি এআইয়ের ব্যবহার শর্ট ফর্ম কনটেন্ট তৈরি আরও বাড়বে।

সূত্র: গুগল ব্লগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত