গ্যালাক্সি এস ২৪ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল আনছে স্যামসাং। এই মডেল টেক্সট, ছবি ও কোড তৈরি করতে পারবে। জার্মান গণিততজ্ঞ কার্ল ফ্রিডরিশ গাউসের নামে মডেলটির নামকরণ করা হয়েছে। বিভিন্ন তত্ত্ব ও জ্যামিতিতে গাউসের অবদান আছে।
গাউস মডেলের তিনটি টুল তৈরি করেন স্যামসাংয়ের গবেষকেরা। এগুলো হল– গাউস ল্যাংগুয়েজ, স্যামসাং ইমেজ ও গাউস কোড।
গাউস ল্যাংগুয়েজ
মানুষের ভাষা বোঝার ক্ষমতা আছে এই মডেলের। ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির মত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে গাউস। এছাড়া মডেলটি ইমেইল তৈরি ও এডিট, ডকুমেন্টের সারাংশ তৈরি এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবে বলে কোম্পানিটি দাবি করছে।
স্যামসাং ইমেজ
স্যামসাং ইমেজ স্যামসাং ইমেজ গাউসের ইমেজ তৈরির মডেলটি ওপেনএআইয়ের ডাল–ই মডেলের মত কাজ করে। এটি কম রেজল্যুশনের ছবি উচ্চ রেজল্যুশনের ছবিতে পরিণত করতে পারবে।
গাউস কোড
ডেভেলপারদের দক্ষতার সঙ্গে কোড তৈরিতে সাহায্য করবে গাউস। এই কোড অ্যাসিস্টেন্টকে ‘কোড ডট আই’ নামকরণ করা হয়েছে। এটি দ্রুত ও সহজে সফটওয়্যার তৈরিতে সাহায্য করবে।
স্যামসাং গ্যালাক্সি ২৪ ফোনে এআই মডেল
গাউস মডেল কোম্পানির অভ্যন্তরে কর্মীরা ব্যবহার করছে। তবে সাধারণের ব্যবহার জন্য শিগরিরই এই মডেলের উন্মোচন করা হবে। তবে কবে নাগাদ মডেলটি ছাড়া হবে তার নির্দিষ্ট তারিখ জানায়নি স্যামসাং। তবে গ্যালাক্সি এস২৪ ফোনের হার্ডওয়্যারের সঙ্গে মডেলটি যুক্ত করা হতে পারে। আগামী বছরের জানুয়ারিতে মডেলটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
স্যামসাংয়ের নতুন চিপ এক্সিনস ২৪০০ এআই মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এআই মডেলের পারফরমেন্সকে ১৪ দশমিক ৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।
এআইয়ের নিরাপদ ব্যবহারের জন্য এআই রেড টিমও গঠন করছে স্যামসাং। ডেটা সংগ্রহ ও এআই মডেলের উন্নয়নের মত কাজে এই টিম সাহায্য করবে।
গাউস মডেলটি ‘ডিভাইসভিত্তিক এআই’ বলে দাবি করছে স্যামসাং। অর্থাৎ এই মডেল ক্লাউডে ডেটা পাঠানোর পরিবর্তে ডিভাইসে ডেটা প্রসেস করবে। এর ফলে গ্রাহকের ডেটা বেশি নিরাপদ থাকবে এবং এই মডেল দ্রুত ডেটা প্রসেস করতে পারবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
গ্যালাক্সি এস ২৪ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল আনছে স্যামসাং। এই মডেল টেক্সট, ছবি ও কোড তৈরি করতে পারবে। জার্মান গণিততজ্ঞ কার্ল ফ্রিডরিশ গাউসের নামে মডেলটির নামকরণ করা হয়েছে। বিভিন্ন তত্ত্ব ও জ্যামিতিতে গাউসের অবদান আছে।
গাউস মডেলের তিনটি টুল তৈরি করেন স্যামসাংয়ের গবেষকেরা। এগুলো হল– গাউস ল্যাংগুয়েজ, স্যামসাং ইমেজ ও গাউস কোড।
গাউস ল্যাংগুয়েজ
মানুষের ভাষা বোঝার ক্ষমতা আছে এই মডেলের। ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির মত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে গাউস। এছাড়া মডেলটি ইমেইল তৈরি ও এডিট, ডকুমেন্টের সারাংশ তৈরি এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবে বলে কোম্পানিটি দাবি করছে।
স্যামসাং ইমেজ
স্যামসাং ইমেজ স্যামসাং ইমেজ গাউসের ইমেজ তৈরির মডেলটি ওপেনএআইয়ের ডাল–ই মডেলের মত কাজ করে। এটি কম রেজল্যুশনের ছবি উচ্চ রেজল্যুশনের ছবিতে পরিণত করতে পারবে।
গাউস কোড
ডেভেলপারদের দক্ষতার সঙ্গে কোড তৈরিতে সাহায্য করবে গাউস। এই কোড অ্যাসিস্টেন্টকে ‘কোড ডট আই’ নামকরণ করা হয়েছে। এটি দ্রুত ও সহজে সফটওয়্যার তৈরিতে সাহায্য করবে।
স্যামসাং গ্যালাক্সি ২৪ ফোনে এআই মডেল
গাউস মডেল কোম্পানির অভ্যন্তরে কর্মীরা ব্যবহার করছে। তবে সাধারণের ব্যবহার জন্য শিগরিরই এই মডেলের উন্মোচন করা হবে। তবে কবে নাগাদ মডেলটি ছাড়া হবে তার নির্দিষ্ট তারিখ জানায়নি স্যামসাং। তবে গ্যালাক্সি এস২৪ ফোনের হার্ডওয়্যারের সঙ্গে মডেলটি যুক্ত করা হতে পারে। আগামী বছরের জানুয়ারিতে মডেলটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
স্যামসাংয়ের নতুন চিপ এক্সিনস ২৪০০ এআই মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এআই মডেলের পারফরমেন্সকে ১৪ দশমিক ৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।
এআইয়ের নিরাপদ ব্যবহারের জন্য এআই রেড টিমও গঠন করছে স্যামসাং। ডেটা সংগ্রহ ও এআই মডেলের উন্নয়নের মত কাজে এই টিম সাহায্য করবে।
গাউস মডেলটি ‘ডিভাইসভিত্তিক এআই’ বলে দাবি করছে স্যামসাং। অর্থাৎ এই মডেল ক্লাউডে ডেটা পাঠানোর পরিবর্তে ডিভাইসে ডেটা প্রসেস করবে। এর ফলে গ্রাহকের ডেটা বেশি নিরাপদ থাকবে এবং এই মডেল দ্রুত ডেটা প্রসেস করতে পারবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২০ ঘণ্টা আগে