Ajker Patrika

ইউরোপীয় ইউনিয়নে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে মাস্কের এক্স

অনলাইন ডেস্ক
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৪৮ লাখ। ছবি: মেক ইউজ অব
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৪৮ লাখ। ছবি: মেক ইউজ অব

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিত মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।

ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী, প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর জন্য বছরে একাধিকবার কনটেন্ট মডারেশনের স্বচ্ছতাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা বাধ্যতামূলক। এর ফলে এক্স তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীসহ বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য প্রকাশ করতে বাধ্য হচ্ছে, যা আগে গোপন রাখা হতো।

এক্সের ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৪৮ লাখ। এই সংখ্যা গত রিপোর্টের তুলনায় ১ কোটি ১০ লাখ কম। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী, এক্সসহ বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিতভাবে ব্যবহারকারীর সংখ্যা ও কনটেন্ট মডারেশনের প্রতিবেদন জমা দিতে হয়।

এদিকে ২০২২ সালের টুইটার অধিগ্রহণের আগে ইউরোপে প্ল্যাটফর্মটির ব্যবহারকারী ছিল ১০ কোটিরও বেশি।

এ সপ্তাহে এক্স তাদের ২০২৫ সালের প্রথম ডিএসএ ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটি ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ছয় মাসের তথ্য নিয়ে তৈরি।

চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত সর্বশেষ রিপোর্টটি ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়কালের তথ্য তুলে ধরে। এর আগের ছয় মাসের তুলনায় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১০ দশমিক ৫ শতাংশেরও বেশি।

ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফ্রান্সে। দেশটিতে এক্স ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ১০ লাখ থেকে কমে দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখে। পোল্যান্ডে কমেছে ২০ লাখ, জার্মানিতে ১৫ লাখ এবং স্পেনে কমেছে ১০ লাখেরও বেশি ব্যবহারকারী। এমনকি ছোট দেশ লুক্সেমবার্গ ও লিথুয়ানিয়ায় প্রায় এক-চতুর্থাংশ ব্যবহারকারী এক্স থেকে বের হয়ে গেছে।

গত মাসে ইলন মাস্কের এআই কোম্পানি এক্সএআই প্ল্যাটফর্মটি অধিগ্রহণ করলেও এক্সের ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পাওয়ার ধারা অব্যাহত রয়েছে। যদিও ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর সাময়িকভাবে ট্রাফিক ও বিজ্ঞাপনদাতার সংখ্যা বেড়েছিল, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ ছাড়াও যুক্তরাষ্ট্রে প্রায় এক-পঞ্চমাংশ এবং যুক্তরাজ্যে এক-তৃতীয়াংশ দৈনিক সক্রিয় ব্যবহারকারী হারিয়েছে এক্স।

এদিকে টেসলার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলমান বিক্ষোভ ও প্রচারণার কারণেও কোম্পানিটির লাভ ৭১ শতাংশ কমে গেছে।

তথ্যসূত্র: ম্যাশাবল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত