স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হলো গ্যালাক্সি এস২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
প্রখ্যাত টিপস্টার (তথ্য ফাঁসকারী) @UniverseIce-এর তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজের ওজন হবে ১৬২ গ্রাম এবং এর পুরুত্ব থাকবে ৫ দশমিক ৮৪ মিলিমিটার (মিমি)। এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমান ওজন। তবে গ্যালাক্সি এস২৫ কিছুটা মোটা, যার পুরুত্ব ৭ দশমিক ২ মিমি।
আসন্ন গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি গ্যালাক্সি এস২৫ প্লাসের চেয়ে ছোট হবে। একইভাবে, গ্যালাক্সি এস২৫ এজের পেছনে তিনটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরা থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাসে রয়েছে।
ব্যাটারি এবং ক্যামেরা ছাড়া, গ্যালাক্সি এস২৫ এজের অন্যান্য স্পেসিফিকেশন গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। প্রাথমিকভাবে ফোনটির নাম ‘স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম’ হওয়ার সম্ভাবনা ছিল, তবে এখন তা ‘এস২৫ এজ’ হিসেবে পরিচিত। গ্যালাক্সি এস২৫ এজে একই স্ন্যাপড্রাগন ৮ এলাইট প্রসেসর এবং ১২ গিগাবাইট র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, টিপস্টার আরও জানিয়েছেন, গ্যালাক্সি এস২৫ এজের মূল্য গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক মূল্য ৯৯৯ ডলার বা ৯৯৯ পাউন্ড বা ১ হাজার ৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার। তাই এস২৫ এজের মূল্যও এর কাছাকাছি হতে পারে।
এ ছাড়া তিনি এস ২৫ এজের একটি সম্ভাব্য ছবি শেয়ার, যেখানে গ্যালাক্সি এস২৫ এজের বেজেল দেখতে পাওয়া গেছে। গ্যালাক্সি এস২৫ এজের স্ক্রিন সাইজ হবে ৬ দশমিক ৬৫৬ ইঞ্চি, যা গ্যালাক্সি এস২৫ আলট্রার মতোই।
ফোনটিতে বেশ ভালো ক্যামেরা থাকবে বলে প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা করছেন। স্যামসাং জানিয়ে দিয়েছে যে, এটি তাদের সবচেয়ে পাতলা ফোন হবে। তবে এর দৃঢ়তা বজায় রাখার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
এটি স্মার্টফোনের দুনিয়ায় সুপার-স্লিম ডিজাইনের প্রবণতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি, অপো তাদের ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড এন৫ লঞ্চ করেছে, যার পুরুত্ব মাত্র ৪ দশমিক ২১ মিমি। একইভাবে, অ্যাপলও আইফোন ১৭ এয়ারের মতো আলট্রা-থিন ফোন বাজারে আনার পরিকল্পনা করছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হলো গ্যালাক্সি এস২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
প্রখ্যাত টিপস্টার (তথ্য ফাঁসকারী) @UniverseIce-এর তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজের ওজন হবে ১৬২ গ্রাম এবং এর পুরুত্ব থাকবে ৫ দশমিক ৮৪ মিলিমিটার (মিমি)। এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমান ওজন। তবে গ্যালাক্সি এস২৫ কিছুটা মোটা, যার পুরুত্ব ৭ দশমিক ২ মিমি।
আসন্ন গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি গ্যালাক্সি এস২৫ প্লাসের চেয়ে ছোট হবে। একইভাবে, গ্যালাক্সি এস২৫ এজের পেছনে তিনটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরা থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাসে রয়েছে।
ব্যাটারি এবং ক্যামেরা ছাড়া, গ্যালাক্সি এস২৫ এজের অন্যান্য স্পেসিফিকেশন গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। প্রাথমিকভাবে ফোনটির নাম ‘স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম’ হওয়ার সম্ভাবনা ছিল, তবে এখন তা ‘এস২৫ এজ’ হিসেবে পরিচিত। গ্যালাক্সি এস২৫ এজে একই স্ন্যাপড্রাগন ৮ এলাইট প্রসেসর এবং ১২ গিগাবাইট র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, টিপস্টার আরও জানিয়েছেন, গ্যালাক্সি এস২৫ এজের মূল্য গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক মূল্য ৯৯৯ ডলার বা ৯৯৯ পাউন্ড বা ১ হাজার ৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার। তাই এস২৫ এজের মূল্যও এর কাছাকাছি হতে পারে।
এ ছাড়া তিনি এস ২৫ এজের একটি সম্ভাব্য ছবি শেয়ার, যেখানে গ্যালাক্সি এস২৫ এজের বেজেল দেখতে পাওয়া গেছে। গ্যালাক্সি এস২৫ এজের স্ক্রিন সাইজ হবে ৬ দশমিক ৬৫৬ ইঞ্চি, যা গ্যালাক্সি এস২৫ আলট্রার মতোই।
ফোনটিতে বেশ ভালো ক্যামেরা থাকবে বলে প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা করছেন। স্যামসাং জানিয়ে দিয়েছে যে, এটি তাদের সবচেয়ে পাতলা ফোন হবে। তবে এর দৃঢ়তা বজায় রাখার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
এটি স্মার্টফোনের দুনিয়ায় সুপার-স্লিম ডিজাইনের প্রবণতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি, অপো তাদের ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড এন৫ লঞ্চ করেছে, যার পুরুত্ব মাত্র ৪ দশমিক ২১ মিমি। একইভাবে, অ্যাপলও আইফোন ১৭ এয়ারের মতো আলট্রা-থিন ফোন বাজারে আনার পরিকল্পনা করছে।
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে