Ajker Patrika

গত বছর ১০ কোটি ডলার ভাতা পেয়েছেন টিম কুক

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২৩: ২৪
গত বছর ১০ কোটি ডলার ভাতা পেয়েছেন টিম কুক

২০২১ সালে প্রায় ১০ কোটি ডলার বেতন-ভাতা পেয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। আগের বছরের তুলনায় এটি ছয়গুণ। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইনকরপোরেশন ।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কুকের ৯ কোটি ৮৭ লাখ বেতন ভাতার মাঝে ৮ কোটি ২০ লাখ ডলারই অ্যাপলের শেয়ারের লভ্যাংশ। এর বাইরে মূল বেতন ৩০ লাখ ও ১ কোটি ২০ লাখ ডলার বোনাস পেয়েছেন। বাকি অর্থ তাঁর ব্যক্তিগত উড়োজাহাজ ও নিরাপত্তা বিধানে খরচ করেছে অ্যাপল।

অ্যাপলের তথ্যানুসারে, প্রতিষ্ঠানটিতে একজন মধ্যম মানের কর্মচারীর বেতন ৬৮ হাজার ২৫৪ ডলার।  কুকের এই বেতনভাতা সে তুলনায় ১ হাজার ৪৪৭ গুন।

২০২১ সালে রেকর্ড পরিমাণ মুনাফা করেছে অ্যাপল। এতে মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে এর আইফোন ব্যবসা এবং সাবস্ক্রিপশন পরিষেবা। চলতি সপ্তাহেই বিশ্বের প্রথম ৩ ট্রিলিয়ন বাজারমূল্যের কোম্পানি হওয়ার তকমা অর্জন করেছে অ্যাপল ।

অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে সিইওর দায়িত্ব নেওয়ার পর এক দশক ধরে সফলতার সঙ্গে এ প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছেন টিম কুক। তাঁর সময়ে অ্যাপল যেমন শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে, কুকও হয়ে উঠেছেন বিলিয়নিয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত