কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ র্যামের প্রয়োজন হয়। কম্পিউটারের গতি কতটুকু হবে সেটিও নির্ভর করে র্যামের ওপর। তবে নিজের উইন্ডোজ বা ম্যাক কম্পিটারে কত জিবি র্যাম রয়েছে তা অনেকের জানা নেই। নতুন ডিভাইস কেনার প্রয়োজনীয়তা রয়েছে নাকি বা অতিরিক্ত র্যাম যুক্ত করতে হবে নাকি তা বোঝার জন্য এই তথ্য জানা দরকার।
উইন্ডোজ ও ম্যাকে কত জিবি র্যাম আছে তা মাত্র কয়েক মিনিটের মধ্যেই জানা যায়।
উইন্ডোজ র্যামের তথ্য বের করবেন যেভাবে
উইন্ডোজ ১০ ও ১১ সমর্থিত কম্পিউটারে র্যামের তথ্য দুই উপায়ে বের করার যায়। উপায় দুটি তুলে ধরা হলো—
প্রথম পদ্ধতি
১. প্রথমে কম্পিউটারের স্টার্ট আইকনের সার্চ বারে ‘সেটিংস’ শব্দটি টাইপ করতে হবে।
২. সেটিংস অপশনটি পেয়ে গেলে এতে ক্লিক করতে হবে। ৩. এরপর ডান দিকের প্যানেল থেকে ‘সিস্টেম’ অপশনটি খুঁজে বের করতে হবে ও এতে ক্লিক করতে হবে।
৪. এবার স্ক্রিনের বাম দিকে স্ক্রল করে ‘অ্যাবাউট’ অপশনে ক্লিক করতে হবে। ৫. অ্যাবাউট পেজ কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র্যামের তথ্যও দেখানো হবে।
দ্বিতীয় পদ্ধতি
১. কম্পিউটারের ডেস্কটপ থেকে ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ আইকোনে ক্লিক করুন।
২. নতুন উইন্ডোজ খোলার পর বাম পাশের বাম পাশের প্যানেল থেকে আবার ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ খুঁজে বরে করুন ও এরপর এতে রাইট ক্লিক করুন।
৩. রাইট ক্লিক করা ফলে একটি টুলবার মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘প্রোপার্টিজ’ অপশনে ক্লিক করুন।
৫. ‘অ্যাবাউট’ পেজ চালু হবে। এই পেজে কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র্যামের তথ্যও দেখানো হবে।
ম্যাকওএসে র্যামের তথ্য বের করবেন যেভাবে
১. অ্যাপল মেনুতে ক্লিক করুন ও ‘অ্যাবাউট দিস ম্যাক’ অপশনটি নির্বাচন করুন। ২. ডিফল্টভাবে ওভারভিউ ট্যাব চালু হবে। মেমোরির পাশে ম্যাকে কতটুকু র্যাম আছে তা দেখানো হবে।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ র্যামের প্রয়োজন হয়। কম্পিউটারের গতি কতটুকু হবে সেটিও নির্ভর করে র্যামের ওপর। তবে নিজের উইন্ডোজ বা ম্যাক কম্পিটারে কত জিবি র্যাম রয়েছে তা অনেকের জানা নেই। নতুন ডিভাইস কেনার প্রয়োজনীয়তা রয়েছে নাকি বা অতিরিক্ত র্যাম যুক্ত করতে হবে নাকি তা বোঝার জন্য এই তথ্য জানা দরকার।
উইন্ডোজ ও ম্যাকে কত জিবি র্যাম আছে তা মাত্র কয়েক মিনিটের মধ্যেই জানা যায়।
উইন্ডোজ র্যামের তথ্য বের করবেন যেভাবে
উইন্ডোজ ১০ ও ১১ সমর্থিত কম্পিউটারে র্যামের তথ্য দুই উপায়ে বের করার যায়। উপায় দুটি তুলে ধরা হলো—
প্রথম পদ্ধতি
১. প্রথমে কম্পিউটারের স্টার্ট আইকনের সার্চ বারে ‘সেটিংস’ শব্দটি টাইপ করতে হবে।
২. সেটিংস অপশনটি পেয়ে গেলে এতে ক্লিক করতে হবে। ৩. এরপর ডান দিকের প্যানেল থেকে ‘সিস্টেম’ অপশনটি খুঁজে বের করতে হবে ও এতে ক্লিক করতে হবে।
৪. এবার স্ক্রিনের বাম দিকে স্ক্রল করে ‘অ্যাবাউট’ অপশনে ক্লিক করতে হবে। ৫. অ্যাবাউট পেজ কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র্যামের তথ্যও দেখানো হবে।
দ্বিতীয় পদ্ধতি
১. কম্পিউটারের ডেস্কটপ থেকে ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ আইকোনে ক্লিক করুন।
২. নতুন উইন্ডোজ খোলার পর বাম পাশের বাম পাশের প্যানেল থেকে আবার ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ খুঁজে বরে করুন ও এরপর এতে রাইট ক্লিক করুন।
৩. রাইট ক্লিক করা ফলে একটি টুলবার মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘প্রোপার্টিজ’ অপশনে ক্লিক করুন।
৫. ‘অ্যাবাউট’ পেজ চালু হবে। এই পেজে কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র্যামের তথ্যও দেখানো হবে।
ম্যাকওএসে র্যামের তথ্য বের করবেন যেভাবে
১. অ্যাপল মেনুতে ক্লিক করুন ও ‘অ্যাবাউট দিস ম্যাক’ অপশনটি নির্বাচন করুন। ২. ডিফল্টভাবে ওভারভিউ ট্যাব চালু হবে। মেমোরির পাশে ম্যাকে কতটুকু র্যাম আছে তা দেখানো হবে।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২০ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে