আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় এগিয়ে যেতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিল মেটা। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গতকাল সোমবার এক অভ্যন্তরীণ নথিতে জানান, এআই খাতকে পুনর্গঠন করে ‘মেটা সুপারইন্টিলিজেন্স ল্যাব’ (এমএসএল) নামে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে।
নতুন গঠিত দলটিতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল থেকে মোট ১১ জন নতুন গবেষক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন ডিপমাইন্ডের সাবেক গবেষক জ্যাক রে এবং পেই সান, ওপেনএআই-এর জিয়াহুই ইউ, শুচাও বিউ, শেংজিয়া ঝাও এবং হংইউ রেন। এই দলে আরও রয়েছেন অ্যানথ্রপিকের জোয়েল পবার, যিনি একসময় মেটাতে এক দশকেরও বেশি সময় কাজ করেছিলেন।
এই ইউনিটের নেতৃত্ব দেবেন স্কেল এআই-এর সাবেক প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াং। তিনি এমএসএলের প্রধান এআই অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে গিটহাবের সাবেক সিইও ন্যাট ফ্রিডম্যান অ্যালেক্সের সঙ্গে অংশীদার হয়ে দলটি নেতৃত্ব দেবেন। তিনি মেটার এআইভিত্তিক পণ্য ও ফলিত গবেষণার কাজ তত্ত্বাবধান করবেন।
জাকারবার্গ তাঁর অভ্যন্তরীণ বার্তায় লিখেছেন, ‘এআই অগ্রগতির গতি যত দ্রুত বাড়ছে, ততই সুপারইন্টেলিজেন্স বিকাশের সম্ভাবনা দৃষ্টিসীমার মধ্যে চলে আসছে। আমি বিশ্বাস করি, এটি মানবজাতির জন্য এক নতুন যুগের সূচনা করবে এবং মেটাকে এ পথের অগ্রদূত করতে আমি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
মেটা ইতিমধ্যে এআই গবেষণা ও প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ করছে। আগামী কয়েক বছরে প্রতিষ্ঠানটি ‘শত শত বিলিয়ন ডলার’ ব্যয় করবে বলে জানানো হয়েছে। তবে জাকারবার্গ স্বীকার করেছেন, অনেক প্রতিষ্ঠান এই খাতে ‘ওভারবিল্ডিং’ বা অতিরিক্ত বিনিয়োগ করছে।
জাকারবার্গ জানান, ‘এই খাতে একটা অর্থপূর্ণ সম্ভাবনা আছে। তাই অনেক প্রতিষ্ঠান হয়তো এখন অতিরিক্ত বিনিয়োগ করছে। তবে অন্যদিকে আমি মনে করি, যারা বিনিয়োগ করছে, তারা যুক্তিসংগত সিদ্ধান্তই নিচ্ছে। কারণ পিছিয়ে পড়ার খারাপ দিকটা হলো—আপনি আগামী ১০ থেকে ১৫ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির দৌড়ে জায়গা হারাবেন।’
নতুন গঠিত এমএসএল ইউনিটের আওতায় আসবে মেটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকেন্দ্রিক দল, এআই পণ্য উন্নয়ন দল এবং মেটার মৌলিক গবেষণা দল (এফএআইআর)। এ ছাড়া ‘পরবর্তী প্রজন্মের এআই মডেল’ তৈরিতে নতুন একটি গবেষণাগারও গঠন করা হচ্ছে।
চলতি বছর এআই প্রযুক্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন জাকারবার্গ। প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে তার লক্ষ্য হলো—আধুনিক এআই অ্যাসিস্ট্যান্ট ও মডেল তৈরি করা। এ জন্য ডেটা সেন্টার, চিপ এবং প্রতিভা নিয়োগে মোটা অঙ্কের অর্থ খরচ করছে মেটা।
চলতি মাসের শুরুতেই মেটা স্কেল এআই-এ ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং সেই সঙ্গে ওয়াংকে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া পারপ্লেক্সিটি এআই এবং রানওয়ে এআই-এর সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করছে মেটা। সেই সঙ্গে ছোট স্টার্টআপ ‘প্লে এআই’ অধিগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কণ্ঠ নকল করতে পারে।
মেটার এআই দলে প্রতিভা যোগ করতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন জাকারবার্গ। ক্যালিফোর্নিয়ার পালো আল্টো এবং লেক তাহোতে নিজের বাড়িতে সম্ভাব্য নিয়োগপ্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এদের অনেককে কোটি কোটি ডলারের শেয়ার প্যাকেজ অফার করা হয়েছে, যা মেটার এআই খাতে প্রতিশ্রুতি এবং প্রতিযোগিতার গভীরতা প্রকাশ করে।
এদিকে গতকাল সোমবার দিনের শুরুতে মেটার শেয়ারদর ৪৭ দশমিক ৯০ ডলারে পৌঁছেছিল, যা প্রতিষ্ঠানটির সর্বকালীন উচ্চতম দর।
তথ্যসূত্র: ব্লুমবার্গ
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় এগিয়ে যেতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিল মেটা। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গতকাল সোমবার এক অভ্যন্তরীণ নথিতে জানান, এআই খাতকে পুনর্গঠন করে ‘মেটা সুপারইন্টিলিজেন্স ল্যাব’ (এমএসএল) নামে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে।
নতুন গঠিত দলটিতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল থেকে মোট ১১ জন নতুন গবেষক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন ডিপমাইন্ডের সাবেক গবেষক জ্যাক রে এবং পেই সান, ওপেনএআই-এর জিয়াহুই ইউ, শুচাও বিউ, শেংজিয়া ঝাও এবং হংইউ রেন। এই দলে আরও রয়েছেন অ্যানথ্রপিকের জোয়েল পবার, যিনি একসময় মেটাতে এক দশকেরও বেশি সময় কাজ করেছিলেন।
এই ইউনিটের নেতৃত্ব দেবেন স্কেল এআই-এর সাবেক প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াং। তিনি এমএসএলের প্রধান এআই অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে গিটহাবের সাবেক সিইও ন্যাট ফ্রিডম্যান অ্যালেক্সের সঙ্গে অংশীদার হয়ে দলটি নেতৃত্ব দেবেন। তিনি মেটার এআইভিত্তিক পণ্য ও ফলিত গবেষণার কাজ তত্ত্বাবধান করবেন।
জাকারবার্গ তাঁর অভ্যন্তরীণ বার্তায় লিখেছেন, ‘এআই অগ্রগতির গতি যত দ্রুত বাড়ছে, ততই সুপারইন্টেলিজেন্স বিকাশের সম্ভাবনা দৃষ্টিসীমার মধ্যে চলে আসছে। আমি বিশ্বাস করি, এটি মানবজাতির জন্য এক নতুন যুগের সূচনা করবে এবং মেটাকে এ পথের অগ্রদূত করতে আমি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
মেটা ইতিমধ্যে এআই গবেষণা ও প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ করছে। আগামী কয়েক বছরে প্রতিষ্ঠানটি ‘শত শত বিলিয়ন ডলার’ ব্যয় করবে বলে জানানো হয়েছে। তবে জাকারবার্গ স্বীকার করেছেন, অনেক প্রতিষ্ঠান এই খাতে ‘ওভারবিল্ডিং’ বা অতিরিক্ত বিনিয়োগ করছে।
জাকারবার্গ জানান, ‘এই খাতে একটা অর্থপূর্ণ সম্ভাবনা আছে। তাই অনেক প্রতিষ্ঠান হয়তো এখন অতিরিক্ত বিনিয়োগ করছে। তবে অন্যদিকে আমি মনে করি, যারা বিনিয়োগ করছে, তারা যুক্তিসংগত সিদ্ধান্তই নিচ্ছে। কারণ পিছিয়ে পড়ার খারাপ দিকটা হলো—আপনি আগামী ১০ থেকে ১৫ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির দৌড়ে জায়গা হারাবেন।’
নতুন গঠিত এমএসএল ইউনিটের আওতায় আসবে মেটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকেন্দ্রিক দল, এআই পণ্য উন্নয়ন দল এবং মেটার মৌলিক গবেষণা দল (এফএআইআর)। এ ছাড়া ‘পরবর্তী প্রজন্মের এআই মডেল’ তৈরিতে নতুন একটি গবেষণাগারও গঠন করা হচ্ছে।
চলতি বছর এআই প্রযুক্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন জাকারবার্গ। প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে তার লক্ষ্য হলো—আধুনিক এআই অ্যাসিস্ট্যান্ট ও মডেল তৈরি করা। এ জন্য ডেটা সেন্টার, চিপ এবং প্রতিভা নিয়োগে মোটা অঙ্কের অর্থ খরচ করছে মেটা।
চলতি মাসের শুরুতেই মেটা স্কেল এআই-এ ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং সেই সঙ্গে ওয়াংকে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া পারপ্লেক্সিটি এআই এবং রানওয়ে এআই-এর সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করছে মেটা। সেই সঙ্গে ছোট স্টার্টআপ ‘প্লে এআই’ অধিগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কণ্ঠ নকল করতে পারে।
মেটার এআই দলে প্রতিভা যোগ করতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন জাকারবার্গ। ক্যালিফোর্নিয়ার পালো আল্টো এবং লেক তাহোতে নিজের বাড়িতে সম্ভাব্য নিয়োগপ্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এদের অনেককে কোটি কোটি ডলারের শেয়ার প্যাকেজ অফার করা হয়েছে, যা মেটার এআই খাতে প্রতিশ্রুতি এবং প্রতিযোগিতার গভীরতা প্রকাশ করে।
এদিকে গতকাল সোমবার দিনের শুরুতে মেটার শেয়ারদর ৪৭ দশমিক ৯০ ডলারে পৌঁছেছিল, যা প্রতিষ্ঠানটির সর্বকালীন উচ্চতম দর।
তথ্যসূত্র: ব্লুমবার্গ
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
২ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে