অ্যান্ড্রয়েড ১৪ আপডেট নেওয়ার পর গুগল পিক্সেল ফোনে স্টোরেজ সমস্যা দেখা যায়। এর সমাধানে গুগল নতুন আপডেট আনার ঘোষণা দিয়েছে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে।
গুগলের ডিভাইসে স্টোরেজভিত্তিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। অনেক ব্যবহারকারী মিডিয়া স্টোরেজে ঢুকতে পারছে না। আবার ফোনে হুট করে রিবুট করার জন্য ‘ফ্যাক্টরি ডেটা রিসেট’ মেসেজ দেখা যাচ্ছে। তবে এই রিবুটের জন্য ব্যবহারকারী সম্মত হলে ব্যাকআপবিহীন ডেটাগুলো হারিয়ে যেতে পারে। আবার ফ্যাক্টরি রিসেটের জন্য বাধা দিলে ডিভাইসটি বার বার ‘পিক্সেল ইজ স্টারটিং’ মেসেজ দিয়ে রিবুট হতে থাকবে।
গুগল বলছে, যেসব পিক্সেল ৬ ও পরবর্তী মডেলগুলো অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পেয়েছে এবং সেই সঙ্গে একাধিক ব্যবহারকারীর প্রোফাইল ব্যবহার করা হয়েছে, সেসব ডিভাইসে এ সমস্যা দেখা দিয়েছে।
এই সমস্যা অন্য ডিভাইসে যেন ছড়িয়ে না পড়ে, এ জন্য গুগল প্লে সার্ভিসেরও আপডেট নিয়ে আসা হয়েছে। আপডেটটি ইনস্টলের জন্য ফোনের সেটিংস থেকে সিকিউরিটি ও প্রাইভেসিতে যেতে হবে। এরপর সিস্টেম ও আপডেটে খুঁজে বের করে ট্যাপ করে গুগল প্লে সিস্টেম আপডেট করা যাবে।
যারা মিডিয়া স্টোরেজে ঢুকতে পারছে না না, তাদের জন্য নতুন আপডেট আনবে গুগল। এই আপডেটের পর ফ্যাক্টরি রিসেট ছাড়াই মিডিয়া ফাইলগুলো ব্যবহার করা যাবে বলে গুগল দাবি করছে।
ডেটা রিকোভারের জন্য গুগল কিছু প্রক্রিয়াও পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে এর বিস্তারিত পরে জানাবে গুগল।
পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত ডিভাইসগুলোতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার এড়াতে বলছে গুগল।
এই সমস্যার জন্য দুঃখপ্রকাশ করে গ্রাহকদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ দেয় গুগল।
অ্যান্ড্রয়েড ১৪ আপডেট নেওয়ার পর গুগল পিক্সেল ফোনে স্টোরেজ সমস্যা দেখা যায়। এর সমাধানে গুগল নতুন আপডেট আনার ঘোষণা দিয়েছে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে।
গুগলের ডিভাইসে স্টোরেজভিত্তিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। অনেক ব্যবহারকারী মিডিয়া স্টোরেজে ঢুকতে পারছে না। আবার ফোনে হুট করে রিবুট করার জন্য ‘ফ্যাক্টরি ডেটা রিসেট’ মেসেজ দেখা যাচ্ছে। তবে এই রিবুটের জন্য ব্যবহারকারী সম্মত হলে ব্যাকআপবিহীন ডেটাগুলো হারিয়ে যেতে পারে। আবার ফ্যাক্টরি রিসেটের জন্য বাধা দিলে ডিভাইসটি বার বার ‘পিক্সেল ইজ স্টারটিং’ মেসেজ দিয়ে রিবুট হতে থাকবে।
গুগল বলছে, যেসব পিক্সেল ৬ ও পরবর্তী মডেলগুলো অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পেয়েছে এবং সেই সঙ্গে একাধিক ব্যবহারকারীর প্রোফাইল ব্যবহার করা হয়েছে, সেসব ডিভাইসে এ সমস্যা দেখা দিয়েছে।
এই সমস্যা অন্য ডিভাইসে যেন ছড়িয়ে না পড়ে, এ জন্য গুগল প্লে সার্ভিসেরও আপডেট নিয়ে আসা হয়েছে। আপডেটটি ইনস্টলের জন্য ফোনের সেটিংস থেকে সিকিউরিটি ও প্রাইভেসিতে যেতে হবে। এরপর সিস্টেম ও আপডেটে খুঁজে বের করে ট্যাপ করে গুগল প্লে সিস্টেম আপডেট করা যাবে।
যারা মিডিয়া স্টোরেজে ঢুকতে পারছে না না, তাদের জন্য নতুন আপডেট আনবে গুগল। এই আপডেটের পর ফ্যাক্টরি রিসেট ছাড়াই মিডিয়া ফাইলগুলো ব্যবহার করা যাবে বলে গুগল দাবি করছে।
ডেটা রিকোভারের জন্য গুগল কিছু প্রক্রিয়াও পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে এর বিস্তারিত পরে জানাবে গুগল।
পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত ডিভাইসগুলোতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার এড়াতে বলছে গুগল।
এই সমস্যার জন্য দুঃখপ্রকাশ করে গ্রাহকদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ দেয় গুগল।
দীর্ঘ ভ্রমণের আগে গাড়ির ট্যাংক পূর্ণ করাটা স্বাভাবিক ব্যাপার। তবে আকাশপথে এ যুক্তি খুব একটা কার্যকর নয়। বাণিজ্যিক বিমান সাধারণত ওড়ার সময় তার ট্যাংকভর্তি করে জ্বালানি নেয় না এবং এটি কোনো ভুলে নয়—বরং সম্পূর্ণ পরিকল্পিত, হিসাব করা ও বিধি অনুসারে।
৯ ঘণ্টা আগেঅ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো
৯ ঘণ্টা আগেপার্থ শহরের আর্ট গ্যালারি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে (এজিডব্লিউএ) অদ্ভুত প্রদর্শনী দেখতে জড়ো হচ্ছেন দর্শনার্থীরা। তবে তাঁরা এসেছেন এমন এক সংগীতশিল্পীর পরিবেশনা দেখতে, যিনি আর জীবিত নেই...
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব গোটা বিশ্বের মতো এবার ক্যাথলিক চার্চকেও ভাবিয়ে তুলেছে। এই প্রেক্ষাপটেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে কথা বললেন নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ।
১৪ ঘণ্টা আগে