কনটেন্ট নির্মাতাদের জন্য অটো-ডাবিং ফিচার চালু করেছে ইউটিউব। এর মধ্য দিয়ে ভিডিওগুলো সহজেই বিভিন্ন ভাষায় অনুবাদ করা যাবে। এর ফলে কনটেন্ট তৈরি করা আরও সহজ এবং ভিনদেশি দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইউটিউবের নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিওগুলো ইংরেজি থেকে ফরাসি, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় অনুবাদ করা যাবে। একইভাবে এই ভাষাগুলোর ভিডিও ইংরেজিতে রূপান্তর করা যাবে।
এই টুল বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্যদের জন্য প্রযোজ্য। বিশেষ করে যারা শিক্ষামূলক বা তথ্যবহুল কনটেন্ট তৈরি করেন। তবে ইউটিউব শিগগিরই অন্যান্য ক্রিয়েটরদের জন্যও এই ফিচারটি উন্মুক্ত করবে।
ক্রিয়েটরেরা তাদের ভিডিও আপলোড করার পর, ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ভাষা শনাক্ত করবে এবং ডাব করা সংস্করণ তৈরি করবে। ডাব করা ভিডিওগুলো ইউটিউব স্টুডিওর ‘ল্যাঙ্গুয়েজ সেকশন’-এ পাওয়া যাবে।
ক্রিয়েটরেরা ডাব করা ভিডিওগুলো প্রিভিউ করে তাদের মূল বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করতে পারবেন। যদি কোনো সংস্করণ অসন্তোষজনক হয়, তারা সেটি অপ্রকাশিত বা মুছে ফেলতে পারবেন।
ডাব করা ভিডিওগুলো ‘অটো-ডাবড’ হিসেবে চিহ্নিত থাকবে, যেন স্বচ্ছতা বজায় থাকে। দর্শকেরা ভিডিওর ভাষা পরিবর্তন করতে পারবেন, যা নেটফ্লিক্স বা প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মে সহজেই করা যায়।
ভাষা পরিবর্তন করতে দর্শকেরা গিয়ার আইকনে ক্লিক করে ‘অডিও ট্র্যাক’ অপশন থেকে পছন্দের ভাষা নির্বাচন করতে পারবেন। ভিডিওতে একাধিক ভাষার ডাবড সংস্করণ থাকলে ‘অটো-ডাবড’ সেকশন ভিডিওর বিবরণে দেখা যাবে।
আগে এই টুলটি শুধু ইংরেজি থেকে স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় সীমাবদ্ধ ছিল। নতুন আপডেটের ফলে এখন আরও বেশি ভাষায় ভিডিও ডাব করা সম্ভব হবে।
এই প্রক্রিয়াটি পুরোপুরি স্বয়ংক্রিয়, ফলে ক্রিয়েটরদের অতিরিক্ত কোনো কাজ করতে হয় না। ইউটিউবের এআই প্রযুক্তি ভিডিও ডাব করার সবকিছু পরিচালনা করে। যদিও ইউটিউব বলেছে, টোনালিটি সঠিকভাবে মেলে এমন উদাহরণ রয়েছে, তবে প্রযুক্তিটিকে এখনো উন্নত করা হচ্ছে। তাই সব সময় নিখুঁত নাও হতে পারে।
কনটেন্ট নির্মাতাদের জন্য অটো-ডাবিং ফিচার চালু করেছে ইউটিউব। এর মধ্য দিয়ে ভিডিওগুলো সহজেই বিভিন্ন ভাষায় অনুবাদ করা যাবে। এর ফলে কনটেন্ট তৈরি করা আরও সহজ এবং ভিনদেশি দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইউটিউবের নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিওগুলো ইংরেজি থেকে ফরাসি, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালিয়ান, জাপানি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় অনুবাদ করা যাবে। একইভাবে এই ভাষাগুলোর ভিডিও ইংরেজিতে রূপান্তর করা যাবে।
এই টুল বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্যদের জন্য প্রযোজ্য। বিশেষ করে যারা শিক্ষামূলক বা তথ্যবহুল কনটেন্ট তৈরি করেন। তবে ইউটিউব শিগগিরই অন্যান্য ক্রিয়েটরদের জন্যও এই ফিচারটি উন্মুক্ত করবে।
ক্রিয়েটরেরা তাদের ভিডিও আপলোড করার পর, ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ভাষা শনাক্ত করবে এবং ডাব করা সংস্করণ তৈরি করবে। ডাব করা ভিডিওগুলো ইউটিউব স্টুডিওর ‘ল্যাঙ্গুয়েজ সেকশন’-এ পাওয়া যাবে।
ক্রিয়েটরেরা ডাব করা ভিডিওগুলো প্রিভিউ করে তাদের মূল বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করতে পারবেন। যদি কোনো সংস্করণ অসন্তোষজনক হয়, তারা সেটি অপ্রকাশিত বা মুছে ফেলতে পারবেন।
ডাব করা ভিডিওগুলো ‘অটো-ডাবড’ হিসেবে চিহ্নিত থাকবে, যেন স্বচ্ছতা বজায় থাকে। দর্শকেরা ভিডিওর ভাষা পরিবর্তন করতে পারবেন, যা নেটফ্লিক্স বা প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মে সহজেই করা যায়।
ভাষা পরিবর্তন করতে দর্শকেরা গিয়ার আইকনে ক্লিক করে ‘অডিও ট্র্যাক’ অপশন থেকে পছন্দের ভাষা নির্বাচন করতে পারবেন। ভিডিওতে একাধিক ভাষার ডাবড সংস্করণ থাকলে ‘অটো-ডাবড’ সেকশন ভিডিওর বিবরণে দেখা যাবে।
আগে এই টুলটি শুধু ইংরেজি থেকে স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় সীমাবদ্ধ ছিল। নতুন আপডেটের ফলে এখন আরও বেশি ভাষায় ভিডিও ডাব করা সম্ভব হবে।
এই প্রক্রিয়াটি পুরোপুরি স্বয়ংক্রিয়, ফলে ক্রিয়েটরদের অতিরিক্ত কোনো কাজ করতে হয় না। ইউটিউবের এআই প্রযুক্তি ভিডিও ডাব করার সবকিছু পরিচালনা করে। যদিও ইউটিউব বলেছে, টোনালিটি সঠিকভাবে মেলে এমন উদাহরণ রয়েছে, তবে প্রযুক্তিটিকে এখনো উন্নত করা হচ্ছে। তাই সব সময় নিখুঁত নাও হতে পারে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে