অনলাইন ডেস্ক
অভিভাবকের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামের লাইভ ফিচার ব্যবহার করতে পারবে না ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা। ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে এই নতুন নিয়ম চালু করেছে মেটা। এ ছাড়া কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক ও মেসেঞ্জার প্ল্যাটফর্মেও নিরাপত্তাব্যবস্থাগুলো বাড়ানো হবে।
একইভাবে তাদের জন্য এমন একটি ফিচার চালু করা হয়েছে, যার মাধ্যমে ডাইরেক্ট মেসেজে সন্দেহজনক অপ্রীতিকর বা নগ্ন ছবি থাকলে তা ব্লার (ঘোলা) হয়ে যাবে। তবে ফিচারটি চালু বা বন্ধের জন্য অভিভাবকের অনুমতি প্রয়োজন।
গত বছর কিশোর-কিশোরীদের জন্য একটি নতুন অ্যাকাউন্ট সিস্টেম চালু করে ইনস্টাগ্রাম। এই অ্যাকাউন্ট সিস্টেম এখন ফেসবুক ও মেসেঞ্জারে বিস্তৃত করা হয়েছে। এই সিস্টেমে ১৮ বছরের নিচের ব্যবহারকারীদের ডিফল্টভাবে এমন সেটিংসে রাখা হয়, যা তাদের বাবা-মাকে দৈনিক অ্যাপ ব্যবহারের সময়সীমা সেট করতে দেয়। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপটি ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন তারা। এ ছাড়া তাদের সন্তান কার সঙ্গে ম্যাসেজিং করছে তাও দেখতে পারবেন অভিভাবকেরা।
ফেসবুক ও মেসেঞ্জারে টিনএজ বা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট প্রথমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় চালু করা হবে। ইনস্টাগ্রামের মতো, ১৬ বছরের নিচে ব্যবহারকারীদের অভিভাবকের অনুমতি ছাড়া এই সেটিংস পরিবর্তন করতে পারবে না। তবে ১৬ ও ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা নিজেরা এই ফিচার পরিবর্তন করতে পারবেন।
মেটা জানিয়েছে, ১৮ বছরের কম বয়সী ৫৪ মিলিয়ন ব্যবহারকারী এখন ইনস্টাগ্রামের কিশোর-কিশোরী অ্যাকাউন্ট ব্যবহার করছেন, যার মধ্যে ১৩ থেকে ১৫ বছর বয়সী ৯০ শতাংশ ব্যবহারকারী তাদের ডিফল্ট সুরক্ষা ব্যবস্থা চালু রাখে।
এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে শিশু সুরক্ষাবিষয়ক চ্যারিটি এনসিপিসিসি বলে, মেটাকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে ক্ষতিকারক কনটেন্ট প্ল্যাটফর্মে ছড়িয়ে না পড়ে।
এ বিষয়ে এনসিপিসিসির শিশু সুরক্ষানীতির সহকারী প্রধান ম্যাথিউ সোওমিমো বলেন, ‘এই পরিবর্তনগুলো কার্যকর হওয়ার জন্য এগুলোকে সক্রিয় পদক্ষেপের সঙ্গে মেলাতে হবে, যাতে বিপজ্জনক কনটেন্ট ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে না পড়ে।’
মেটার এই ঘোষণা এমন সময়ে এল, যখন যুক্তরাজ্যে অনলাইন সেফটি অ্যাক্ট বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আইনটি অনুযায়ী, গত মার্চ থেকে ১ লাখেরও বেশি অনলাইন সেকে তাদের প্ল্যাটফর্মে অবৈধ কনটেন্ট যেমন—শিশু নির্যাতন, জালিয়াতি ও সন্ত্রাসী বিষয়বস্তু বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে—ফেসবুক, গুগল, এক্স, রেডিট, অনলিফ্যানসসহ বিভিন্ন প্ল্যাটফর্ম।
এই বিধান অনুসারে শিশুদের সুরক্ষা ও আত্মহত্যা বা আত্মহানির মতো ক্ষতিকর কনটেন্ট থেকে ১৮ বছরের নিচে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে হবে। সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এই আইন কিছুটা শিথিল হতে পারে। তবে এই পদক্ষেপের বিরোধিতা করছে শিশু সুরক্ষা গ্রুপগুলো। তারা বলেছে, যেকোনো আপস হলে তা ‘একটি ভয়ংকর বিষয়’ হবে এবং তা ভোটাররা প্রত্যাখ্যান করবে।
ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের সুরক্ষাব্যবস্থা চালু করার সময় মেটার তৎকালীন বৈশ্বিক সম্পর্ক বিভাগের প্রধান নিক ক্লেগ বলেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল ‘প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের পক্ষে ভারসাম্য সৃষ্টি করা। ক্লেগ আরও জানায়, অভিভাবকেরা সাধারণত শিশু সুরক্ষা ব্যবস্থাগুলো ব্যবহার করেন না। তবে এই মন্তব্যের পর পরই ইনস্টাগ্রামে ফিচারটি চালু হলো।
অভিভাবকের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামের লাইভ ফিচার ব্যবহার করতে পারবে না ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা। ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে এই নতুন নিয়ম চালু করেছে মেটা। এ ছাড়া কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক ও মেসেঞ্জার প্ল্যাটফর্মেও নিরাপত্তাব্যবস্থাগুলো বাড়ানো হবে।
একইভাবে তাদের জন্য এমন একটি ফিচার চালু করা হয়েছে, যার মাধ্যমে ডাইরেক্ট মেসেজে সন্দেহজনক অপ্রীতিকর বা নগ্ন ছবি থাকলে তা ব্লার (ঘোলা) হয়ে যাবে। তবে ফিচারটি চালু বা বন্ধের জন্য অভিভাবকের অনুমতি প্রয়োজন।
গত বছর কিশোর-কিশোরীদের জন্য একটি নতুন অ্যাকাউন্ট সিস্টেম চালু করে ইনস্টাগ্রাম। এই অ্যাকাউন্ট সিস্টেম এখন ফেসবুক ও মেসেঞ্জারে বিস্তৃত করা হয়েছে। এই সিস্টেমে ১৮ বছরের নিচের ব্যবহারকারীদের ডিফল্টভাবে এমন সেটিংসে রাখা হয়, যা তাদের বাবা-মাকে দৈনিক অ্যাপ ব্যবহারের সময়সীমা সেট করতে দেয়। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপটি ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন তারা। এ ছাড়া তাদের সন্তান কার সঙ্গে ম্যাসেজিং করছে তাও দেখতে পারবেন অভিভাবকেরা।
ফেসবুক ও মেসেঞ্জারে টিনএজ বা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট প্রথমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় চালু করা হবে। ইনস্টাগ্রামের মতো, ১৬ বছরের নিচে ব্যবহারকারীদের অভিভাবকের অনুমতি ছাড়া এই সেটিংস পরিবর্তন করতে পারবে না। তবে ১৬ ও ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা নিজেরা এই ফিচার পরিবর্তন করতে পারবেন।
মেটা জানিয়েছে, ১৮ বছরের কম বয়সী ৫৪ মিলিয়ন ব্যবহারকারী এখন ইনস্টাগ্রামের কিশোর-কিশোরী অ্যাকাউন্ট ব্যবহার করছেন, যার মধ্যে ১৩ থেকে ১৫ বছর বয়সী ৯০ শতাংশ ব্যবহারকারী তাদের ডিফল্ট সুরক্ষা ব্যবস্থা চালু রাখে।
এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে শিশু সুরক্ষাবিষয়ক চ্যারিটি এনসিপিসিসি বলে, মেটাকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে ক্ষতিকারক কনটেন্ট প্ল্যাটফর্মে ছড়িয়ে না পড়ে।
এ বিষয়ে এনসিপিসিসির শিশু সুরক্ষানীতির সহকারী প্রধান ম্যাথিউ সোওমিমো বলেন, ‘এই পরিবর্তনগুলো কার্যকর হওয়ার জন্য এগুলোকে সক্রিয় পদক্ষেপের সঙ্গে মেলাতে হবে, যাতে বিপজ্জনক কনটেন্ট ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে না পড়ে।’
মেটার এই ঘোষণা এমন সময়ে এল, যখন যুক্তরাজ্যে অনলাইন সেফটি অ্যাক্ট বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আইনটি অনুযায়ী, গত মার্চ থেকে ১ লাখেরও বেশি অনলাইন সেকে তাদের প্ল্যাটফর্মে অবৈধ কনটেন্ট যেমন—শিশু নির্যাতন, জালিয়াতি ও সন্ত্রাসী বিষয়বস্তু বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে—ফেসবুক, গুগল, এক্স, রেডিট, অনলিফ্যানসসহ বিভিন্ন প্ল্যাটফর্ম।
এই বিধান অনুসারে শিশুদের সুরক্ষা ও আত্মহত্যা বা আত্মহানির মতো ক্ষতিকর কনটেন্ট থেকে ১৮ বছরের নিচে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে হবে। সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এই আইন কিছুটা শিথিল হতে পারে। তবে এই পদক্ষেপের বিরোধিতা করছে শিশু সুরক্ষা গ্রুপগুলো। তারা বলেছে, যেকোনো আপস হলে তা ‘একটি ভয়ংকর বিষয়’ হবে এবং তা ভোটাররা প্রত্যাখ্যান করবে।
ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের সুরক্ষাব্যবস্থা চালু করার সময় মেটার তৎকালীন বৈশ্বিক সম্পর্ক বিভাগের প্রধান নিক ক্লেগ বলেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল ‘প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের পক্ষে ভারসাম্য সৃষ্টি করা। ক্লেগ আরও জানায়, অভিভাবকেরা সাধারণত শিশু সুরক্ষা ব্যবস্থাগুলো ব্যবহার করেন না। তবে এই মন্তব্যের পর পরই ইনস্টাগ্রামে ফিচারটি চালু হলো।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৪ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
৬ ঘণ্টা আগে