আজকের পত্রিকা ডেস্ক
অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফেডারেল আদালতে মামলা করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ এক্সএআই। মামলায় অভিযোগ, প্রতিযোগিতা রুখতে অবৈধভাবে একে-অপরের সঙ্গে যোগসাজশ করেছে দুই প্রতিষ্ঠান।
মামলায় বলা হয়, অ্যাপল ও ওপেনএআই বাজার ‘লক’ (বন্ধ) করে রেখেছে, যেন নতুন উদ্ভাবনকারী প্রতিষ্ঠান যেমন—এক্স ও এক্সএআই সুষ্ঠুভাবে প্রতিযোগিতায় নামতে না পারে। এক্সএআই আরও অভিযোগ করেছে, অ্যাপলের সঙ্গে ওপেনএআইয়ের একচেটিয়া চুক্তি না থাকলে, অ্যাপ স্টোর র্যাঙ্কিংয়ে এক্স ও এআইভিত্তিক গ্রোক অ্যাপকে আরও ওপরের দিকে উপস্থাপন করত অ্যাপল।
মামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চায় এক্সএআই।
অন্যদিকে, ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, ‘এই মামলা ইলন মাস্কের হয়রানিমূলক আচরণের ধারাবাহিকতার অংশ।’ তবে অ্যাপল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মামলার পর ইলন মাস্ক তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে লেখেন, ‘১০ লাখ রিভিউয়ে গড়ে ৪ দশমিক ৯ রেটিং থাকার পরও অ্যাপ গ্রোকের নাম কোনো তালিকায় রাখে না।’
এ মাসের শুরুতেও মাস্ক হুমকি দিয়েছিলেন অ্যাপলকে নিয়ে মামলা করার। তিনি বলেছিলেন, ‘অ্যাপলের আচরণ এমন যে, ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানির পক্ষে অ্যাপ স্টোরে ১ নম্বরে পৌঁছানো সম্ভব নয়।’
উল্লেখ্য, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ২০২২ সালের শেষের দিকে বাজারে আসার পর দ্রুততম সময়ের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারকারী পাওয়া অ্যাপ হিসেবে রেকর্ড গড়ে। অন্যদিকে, মাস্কের এক্সএআই মাত্র দুই বছর আগে যাত্রা শুরু করে এবং ইতিমধ্যে ওপেনএআই, মাইক্রোসফট এবং চীনের ডিপসিকের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।
চলতি বছরের মার্চে এক্সএআই প্ল্যাটফর্ম এক্স অধিগ্রহণ করে ৩৩ বিলিয়ন ডলারে, যার মাধ্যমে তাদের চ্যাটবট প্রশিক্ষণ সক্ষমতা আরও বাড়ানো হয়। এ ছাড়া মাস্কের টেসলা গাড়িতেও যুক্ত করা হয়েছে গ্রোক চ্যাটবট।
অ্যান্টিট্রাস্ট আইনের বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন বাজারে অ্যাপলের আধিপত্য এক্সএআইয়ের মামলার ভিত্তিকে শক্তিশালী করতে পারে। তবে অ্যাপল যুক্তি দিতে পারে, ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করা একটি ব্যবসায়িক সিদ্ধান্ত এবং তারা প্রতিযোগীদের বাজারে সহায়তা করতে বাধ্য নয়।
এই মামলার রায় যুক্তরাষ্ট্রের আদালতগুলোকে প্রথমবারের মতো এআই এবং এর বাজারসীমা নির্ধারণের সুযোগ এনে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফেডারেল আদালতে মামলা করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ এক্সএআই। মামলায় অভিযোগ, প্রতিযোগিতা রুখতে অবৈধভাবে একে-অপরের সঙ্গে যোগসাজশ করেছে দুই প্রতিষ্ঠান।
মামলায় বলা হয়, অ্যাপল ও ওপেনএআই বাজার ‘লক’ (বন্ধ) করে রেখেছে, যেন নতুন উদ্ভাবনকারী প্রতিষ্ঠান যেমন—এক্স ও এক্সএআই সুষ্ঠুভাবে প্রতিযোগিতায় নামতে না পারে। এক্সএআই আরও অভিযোগ করেছে, অ্যাপলের সঙ্গে ওপেনএআইয়ের একচেটিয়া চুক্তি না থাকলে, অ্যাপ স্টোর র্যাঙ্কিংয়ে এক্স ও এআইভিত্তিক গ্রোক অ্যাপকে আরও ওপরের দিকে উপস্থাপন করত অ্যাপল।
মামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চায় এক্সএআই।
অন্যদিকে, ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, ‘এই মামলা ইলন মাস্কের হয়রানিমূলক আচরণের ধারাবাহিকতার অংশ।’ তবে অ্যাপল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মামলার পর ইলন মাস্ক তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে লেখেন, ‘১০ লাখ রিভিউয়ে গড়ে ৪ দশমিক ৯ রেটিং থাকার পরও অ্যাপ গ্রোকের নাম কোনো তালিকায় রাখে না।’
এ মাসের শুরুতেও মাস্ক হুমকি দিয়েছিলেন অ্যাপলকে নিয়ে মামলা করার। তিনি বলেছিলেন, ‘অ্যাপলের আচরণ এমন যে, ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানির পক্ষে অ্যাপ স্টোরে ১ নম্বরে পৌঁছানো সম্ভব নয়।’
উল্লেখ্য, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ২০২২ সালের শেষের দিকে বাজারে আসার পর দ্রুততম সময়ের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারকারী পাওয়া অ্যাপ হিসেবে রেকর্ড গড়ে। অন্যদিকে, মাস্কের এক্সএআই মাত্র দুই বছর আগে যাত্রা শুরু করে এবং ইতিমধ্যে ওপেনএআই, মাইক্রোসফট এবং চীনের ডিপসিকের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।
চলতি বছরের মার্চে এক্সএআই প্ল্যাটফর্ম এক্স অধিগ্রহণ করে ৩৩ বিলিয়ন ডলারে, যার মাধ্যমে তাদের চ্যাটবট প্রশিক্ষণ সক্ষমতা আরও বাড়ানো হয়। এ ছাড়া মাস্কের টেসলা গাড়িতেও যুক্ত করা হয়েছে গ্রোক চ্যাটবট।
অ্যান্টিট্রাস্ট আইনের বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন বাজারে অ্যাপলের আধিপত্য এক্সএআইয়ের মামলার ভিত্তিকে শক্তিশালী করতে পারে। তবে অ্যাপল যুক্তি দিতে পারে, ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করা একটি ব্যবসায়িক সিদ্ধান্ত এবং তারা প্রতিযোগীদের বাজারে সহায়তা করতে বাধ্য নয়।
এই মামলার রায় যুক্তরাষ্ট্রের আদালতগুলোকে প্রথমবারের মতো এআই এবং এর বাজারসীমা নির্ধারণের সুযোগ এনে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের পরিবর্তন আনছে ওপেনএআই। যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার ঘটনায় হওয়া মামলার পর এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে চ্যাটজিপিটিতে প্রবেশের জন্য ব্যবহারকারীদের ওপেনএআইয়ের বয়স যাচাই প্রযুক্তির আওতায় আনা হবে অথবা জমা দিতে হতে পারে উপযুক্ত
৩ ঘণ্টা আগেঅ্যাপল তার সর্বশেষ আইপ্যাডওএস ২৬ আপডেটে ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। এই আপডেটে ‘লিকুইড গ্লাস’ নামে সম্পূর্ণ নতুন ডিজাইন দেখা যাবে, যা পুরো ইন্টারফেসকে আরও আধুনিক ও প্রাণবন্ত করে তুলেছে। এ ছাড়া মাল্টিটাস্কিং, ফাইল ব্যবস্থাপনা এবং এআই-ভিত্তিক ফিচারগুলোয় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
৪ ঘণ্টা আগেকনফারেন্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জুম কমিউনিকেশনস তাদের সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ‘জুম এআই কম্প্যানিয়ন ৩.০’ (এআই সহকারী) উন্মোচন করেছে। জুমটোপিয়া ২০২৫–এ এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এআই সহকারীর নতুন এই সংস্করণ ব্যবহারকারীদের মিটিং, কাজের তালিকা এবং গ্রাহকসেবা আরও দক্ষভাবে পরিচালনায় স
৬ ঘণ্টা আগেআজ ভোরে শুরু হয়েছে সিলিকন ভ্যালীর সবচেয়ে বড় আয়োজন ‘মেটা কানেক্ট ২০২৫ ’। মার্ক জাকারবার্গের কিনোট বা মূল বক্তব্যের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিধানযোগ্য প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে মেটার পরিকল্পনা তুলে ধরেন জাকারবার্গ।
৭ ঘণ্টা আগে