দীর্ঘদিন ব্যবহার করার পর মোবাইল ফোনের গতি কমে গেলে, তখন সেটি ব্যবহার করা ঝামেলার। এই দুর্মূল্যের বাজারে চাইলেই হুট করে একটা স্মার্টফোন কেনা সম্ভব হয় না অনেকের। তবে পুরোনো মোবাইল ফোনকেও স্মার্ট করা যায়। জানিয়েছেন নাহিদ ইসলাম।
আপডেট করুন
নিয়মিত মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করতে হবে। বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট রিলিজ করে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই আপডেটগুলো ফোনের র্যাম, মেমোরি ও প্রসেসিং পাওয়ার অপটিমাইজ করে অ্যাপ চলার গতি বাড়ায়। তাই সময়মতো অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট করুন।
লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন না
মোবাইল ফোনে লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাই ভালো। তাতে ফোনের গতি কমে যায়। এ ছাড়া হোম স্ক্রিনে কম আইকন রেখে ফোনটিকে যথাসাধ্য পরিচ্ছন্ন রাখতে হবে। এটি ফোনের গতি ঠিক রাখতে সহায়ক হবে।
আন-ইনস্টল করুন অব্যবহৃত অ্যাপ
মোবাইল ফোনে ইনস্টল করা আছে কিন্তু ব্যবহার করা হয় না কিংবা কম ব্যবহার হয় এমন অ্যাপগুলো যাচাই করে আন-ইনস্টল বা ডিজেবল করে দিলে ফোনের গতি ঠিক থাকবে এবং স্টোরেজ জায়গা বাঁচবে।
অ্যানিমেশন বন্ধ করুন
স্মার্টফোনের অ্যানিমেশন ফিচারটি থাকার কারণে একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময় কিংবা অ্যাপ ওপেনিং ও ক্লোজিংয়ের সময় দৃষ্টিনন্দন ট্রানজিশন দেখা যায়। এসব অ্যানিমেশনের জন্য ফোনের সিপিইউ এবং জিপিইউ একটা পরিমাণ প্রসেসিং পাওয়ার বরাদ্দ রাখে। ফলে ফোনের গতি কমে যায়। তাই ফোনের গতি বৃদ্ধির জন্য অ্যানিমেশন বন্ধ বা এর ইফেক্ট কমিয়ে দেওয়া ভালো।
ক্যাশড ডেটা পরিষ্কার করুন
ক্যাশ মেমোরি মোবাইল ফোনের অ্যাপগুলোকে দ্রুত লোড করতে সহায়তা করলেও এক সময় এগুলো মেমোরির জায়গা দখল করতে শুরু করে। ফলে ফোন ধীরে ধীরে গতি হারাতে থাকে। গতি বাড়াতে মোবাইল ফোনের মাই ফাইলস অপশনে গিয়ে ক্যাশড অ্যাপ ডেটা পরিষ্কার করতে হবে।
অটো-সিঙ্ক অপশন বন্ধ করুন
মাঝে মাঝে দেখা যায় ব্যাকগ্রাউন্ড সিঙ্ক করার অপশন অটো হয়ে আছে। এসব সিঙ্কিং মোবাইল ফোনের কর্মক্ষমতার ওপর প্রভাব ফেলে। এ জন্য সেটিংসে গিয়ে অটো সিঙ্ক অপশন বন্ধ করে দিন। এতে মোবাইল ফোনের গতি বৃদ্ধি পাবে।
ফ্যাক্টরি রিসেট
ফ্যাক্টরি রিসেট দিলে ডিভাইসে সংরক্ষিত সব ডেটা পরিষ্কার হয়ে মোবাইল ফোনটি একদম নতুন কেনার সময়কার ডিফল্ট অবস্থায় চলে যাবে। আবার নতুন করে তথ্য ও সেটিংস সেটআপ করতে হবে। তবে ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ নিতে হবে। কারণ হারানো ডেটা ফিরে পাওয়া সহজ নয়। মোবাইল ফোনের সেটিংসে রয়েছে এই অপশন।
ওভারক্লকিং ডিভাইস
পুরোনো মোবাইল ফোনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ওভারক্লকিং। এ জন্য সেটির স্পিড রিসেট করে নিতে হবে। তবে ওভারক্লকিং করলে মোবাইল ফোন গরম হওয়ার আশঙ্কা থাকে।
কাস্টম রম ইনস্টল করুন
কাস্টম রম ইনস্টল করে মোবাইল ফোনের আপডেট ক্ষমতা বাড়ানো যেতে পারে। পুরোনো হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো স্বয়ংক্রিয় ভাবে নতুন সফটওয়্যার আপডেট বন্ধ করে দেয়। কাস্টম রম ইনস্টল করার মাধ্যমে সহজে নতুন সফটওয়্যার আপডেট করা সম্ভব।
দীর্ঘদিন ব্যবহার করার পর মোবাইল ফোনের গতি কমে গেলে, তখন সেটি ব্যবহার করা ঝামেলার। এই দুর্মূল্যের বাজারে চাইলেই হুট করে একটা স্মার্টফোন কেনা সম্ভব হয় না অনেকের। তবে পুরোনো মোবাইল ফোনকেও স্মার্ট করা যায়। জানিয়েছেন নাহিদ ইসলাম।
আপডেট করুন
নিয়মিত মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করতে হবে। বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট রিলিজ করে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই আপডেটগুলো ফোনের র্যাম, মেমোরি ও প্রসেসিং পাওয়ার অপটিমাইজ করে অ্যাপ চলার গতি বাড়ায়। তাই সময়মতো অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট করুন।
লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন না
মোবাইল ফোনে লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাই ভালো। তাতে ফোনের গতি কমে যায়। এ ছাড়া হোম স্ক্রিনে কম আইকন রেখে ফোনটিকে যথাসাধ্য পরিচ্ছন্ন রাখতে হবে। এটি ফোনের গতি ঠিক রাখতে সহায়ক হবে।
আন-ইনস্টল করুন অব্যবহৃত অ্যাপ
মোবাইল ফোনে ইনস্টল করা আছে কিন্তু ব্যবহার করা হয় না কিংবা কম ব্যবহার হয় এমন অ্যাপগুলো যাচাই করে আন-ইনস্টল বা ডিজেবল করে দিলে ফোনের গতি ঠিক থাকবে এবং স্টোরেজ জায়গা বাঁচবে।
অ্যানিমেশন বন্ধ করুন
স্মার্টফোনের অ্যানিমেশন ফিচারটি থাকার কারণে একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময় কিংবা অ্যাপ ওপেনিং ও ক্লোজিংয়ের সময় দৃষ্টিনন্দন ট্রানজিশন দেখা যায়। এসব অ্যানিমেশনের জন্য ফোনের সিপিইউ এবং জিপিইউ একটা পরিমাণ প্রসেসিং পাওয়ার বরাদ্দ রাখে। ফলে ফোনের গতি কমে যায়। তাই ফোনের গতি বৃদ্ধির জন্য অ্যানিমেশন বন্ধ বা এর ইফেক্ট কমিয়ে দেওয়া ভালো।
ক্যাশড ডেটা পরিষ্কার করুন
ক্যাশ মেমোরি মোবাইল ফোনের অ্যাপগুলোকে দ্রুত লোড করতে সহায়তা করলেও এক সময় এগুলো মেমোরির জায়গা দখল করতে শুরু করে। ফলে ফোন ধীরে ধীরে গতি হারাতে থাকে। গতি বাড়াতে মোবাইল ফোনের মাই ফাইলস অপশনে গিয়ে ক্যাশড অ্যাপ ডেটা পরিষ্কার করতে হবে।
অটো-সিঙ্ক অপশন বন্ধ করুন
মাঝে মাঝে দেখা যায় ব্যাকগ্রাউন্ড সিঙ্ক করার অপশন অটো হয়ে আছে। এসব সিঙ্কিং মোবাইল ফোনের কর্মক্ষমতার ওপর প্রভাব ফেলে। এ জন্য সেটিংসে গিয়ে অটো সিঙ্ক অপশন বন্ধ করে দিন। এতে মোবাইল ফোনের গতি বৃদ্ধি পাবে।
ফ্যাক্টরি রিসেট
ফ্যাক্টরি রিসেট দিলে ডিভাইসে সংরক্ষিত সব ডেটা পরিষ্কার হয়ে মোবাইল ফোনটি একদম নতুন কেনার সময়কার ডিফল্ট অবস্থায় চলে যাবে। আবার নতুন করে তথ্য ও সেটিংস সেটআপ করতে হবে। তবে ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ নিতে হবে। কারণ হারানো ডেটা ফিরে পাওয়া সহজ নয়। মোবাইল ফোনের সেটিংসে রয়েছে এই অপশন।
ওভারক্লকিং ডিভাইস
পুরোনো মোবাইল ফোনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ওভারক্লকিং। এ জন্য সেটির স্পিড রিসেট করে নিতে হবে। তবে ওভারক্লকিং করলে মোবাইল ফোন গরম হওয়ার আশঙ্কা থাকে।
কাস্টম রম ইনস্টল করুন
কাস্টম রম ইনস্টল করে মোবাইল ফোনের আপডেট ক্ষমতা বাড়ানো যেতে পারে। পুরোনো হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো স্বয়ংক্রিয় ভাবে নতুন সফটওয়্যার আপডেট বন্ধ করে দেয়। কাস্টম রম ইনস্টল করার মাধ্যমে সহজে নতুন সফটওয়্যার আপডেট করা সম্ভব।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১০ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৫ ঘণ্টা আগে