ইনস্টাগ্রামে স্টোরি কোনো কিছু পোস্ট করলে তা ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। এরপর মেইন ফিড থেকে স্টোরিটি মুছে যায়। তবে স্টোরিটি একেবারে ইনস্টাগ্রাম থেকে হারিয়ে যায় না। এটি ইনস্টাগ্রামের আর্কাইভে সেভ হয়ে থাকে। আর্কাইভ থেকে স্টোরিটি দেখা যায় ও পুনরায় শেয়ারও করা যায়।
স্টোরি আর্কাইভ যেভাবে দেখবেন
১. ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. স্ক্রিনের ওপরের ডান দিকে তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে আর্কাইভ অপশনটি নির্বাচন করুন।
৪. আর্কাইভ থেকে ইনস্টাগ্রাম পোস্ট, লাইভ ও স্টোরির আর্কাইভ দেখা যাবে।
৫. স্টোরি আর্কাইভ অপশনে ট্যাপ করুন।
স্টোরি পুনরায় শেয়ার করবেন যেভাবে
১. আর্কাইভ অপশন থেকে যে কোনো একটি স্টোরিতে ট্যাপ করুন।
২. আর্কাইভ স্টোরির নিচের দিকে কিছু অপশন দেখা যাবে। এসব অপশন থেকে শেয়ার বাটনটিতে ট্যাপ করুন।
৩. এরপর শেয়ার নতুন পেজ দেখা যাবে। এই পেজের নিচের দিকে ‘ইউওর স্টোরি’ অপশনটি নির্বাচন করুন। স্টোরিটি শুধু কাছের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারবেন। এ জন্য ‘ক্লোজড ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন। এ ছাড়া স্টোরি শেয়ার করার পর হাইলাইট অপশনে ট্যাপ করে স্টোরিটিকে হাইলাইটও করতে পারবেন।
ব্যবহারকারীর সব স্টোরিই স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ করে ইনস্টাগ্রাম। তবে ফিচারটি সেটিংস থেকে বন্ধও করা যাবে। স্টোরি আর্কাইভ বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্টোরি আর্কাইভ পেজ থেকে ডান দিকে ওপরে থাকা তিনটি ডটে ট্যাপ করুন।
২. ট্যাপের ফলে একটি মেনু দেখা যাবে। মেনু থেকে সেটিংস অপশনটিতে ট্যাপ করুন।
৩. ‘সেভ টু আর্কাইভ’ অপশনের পাশে আর্কাইভ বাটনটি বন্ধ করে দিন।
ইনস্টাগ্রামে স্টোরি কোনো কিছু পোস্ট করলে তা ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। এরপর মেইন ফিড থেকে স্টোরিটি মুছে যায়। তবে স্টোরিটি একেবারে ইনস্টাগ্রাম থেকে হারিয়ে যায় না। এটি ইনস্টাগ্রামের আর্কাইভে সেভ হয়ে থাকে। আর্কাইভ থেকে স্টোরিটি দেখা যায় ও পুনরায় শেয়ারও করা যায়।
স্টোরি আর্কাইভ যেভাবে দেখবেন
১. ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. স্ক্রিনের ওপরের ডান দিকে তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে আর্কাইভ অপশনটি নির্বাচন করুন।
৪. আর্কাইভ থেকে ইনস্টাগ্রাম পোস্ট, লাইভ ও স্টোরির আর্কাইভ দেখা যাবে।
৫. স্টোরি আর্কাইভ অপশনে ট্যাপ করুন।
স্টোরি পুনরায় শেয়ার করবেন যেভাবে
১. আর্কাইভ অপশন থেকে যে কোনো একটি স্টোরিতে ট্যাপ করুন।
২. আর্কাইভ স্টোরির নিচের দিকে কিছু অপশন দেখা যাবে। এসব অপশন থেকে শেয়ার বাটনটিতে ট্যাপ করুন।
৩. এরপর শেয়ার নতুন পেজ দেখা যাবে। এই পেজের নিচের দিকে ‘ইউওর স্টোরি’ অপশনটি নির্বাচন করুন। স্টোরিটি শুধু কাছের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারবেন। এ জন্য ‘ক্লোজড ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন। এ ছাড়া স্টোরি শেয়ার করার পর হাইলাইট অপশনে ট্যাপ করে স্টোরিটিকে হাইলাইটও করতে পারবেন।
ব্যবহারকারীর সব স্টোরিই স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ করে ইনস্টাগ্রাম। তবে ফিচারটি সেটিংস থেকে বন্ধও করা যাবে। স্টোরি আর্কাইভ বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্টোরি আর্কাইভ পেজ থেকে ডান দিকে ওপরে থাকা তিনটি ডটে ট্যাপ করুন।
২. ট্যাপের ফলে একটি মেনু দেখা যাবে। মেনু থেকে সেটিংস অপশনটিতে ট্যাপ করুন।
৩. ‘সেভ টু আর্কাইভ’ অপশনের পাশে আর্কাইভ বাটনটি বন্ধ করে দিন।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১০ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১১ ঘণ্টা আগে