চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচন হবে। এই সিরিজের সবচেয়ে দামি সংস্করণ হলো আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স। ইতিমধ্যে ফোন দুটির বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। এবার ফোন দুটি রং সম্পর্কে আরও নতুন তথ্য জানা গেছে।
এক্স (সাবেক টুইটার) এর এক পোস্টে সনি ডিকসন নামের এক ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেন। ছবিতে অনুভূমিকভাবে রাখা তিনটি আইফোন ১৬ প্রো মডেল দেখা যায়। প্রতিটি ভিন্ন রঙের। এগুলো সাদা, কালো ও ধূসর রঙে দেখা গিয়েছে। গত বছরের আইফোন ১৫ প্রো মডেলের তিনটি রঙে সঙ্গে এগুলোর মিল পাওয়া যাবে। তবে শুধু নীল টাইটানিয়াম রংটি দেখা যায়নি।
এই সপ্তাহে চীনের এক সংবাদমাধ্যম জানায়, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স ব্রোঞ্জ রঙের হতে পারে। আবার অনেকেই বলছে নতুন ধরনের ‘লাল’ রংও নিয়ে আসতে পারে অ্যাপল। তবে এর কোনো ছবি অনলাইনে দেখা যায় নি।
যারা উজ্জ্বল রং পছন্দ করে তারা এই ধরনের রং অপছন্দ করতে পারেন। আর আইফোন ১৬ এর মূল সংস্করণটি ৫টি রঙে পাওয়া যেতে পারে। এর মধ্যে নীল ও গোলাপি রং থাকতে পারে।
গত মে মাসে আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছিলেন প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কু। আইফোন ১৫ প্রো এর টাইটেনিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটেনিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরার ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। এটা সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণগুলোতে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচন হবে। এই সিরিজের সবচেয়ে দামি সংস্করণ হলো আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স। ইতিমধ্যে ফোন দুটির বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। এবার ফোন দুটি রং সম্পর্কে আরও নতুন তথ্য জানা গেছে।
এক্স (সাবেক টুইটার) এর এক পোস্টে সনি ডিকসন নামের এক ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেন। ছবিতে অনুভূমিকভাবে রাখা তিনটি আইফোন ১৬ প্রো মডেল দেখা যায়। প্রতিটি ভিন্ন রঙের। এগুলো সাদা, কালো ও ধূসর রঙে দেখা গিয়েছে। গত বছরের আইফোন ১৫ প্রো মডেলের তিনটি রঙে সঙ্গে এগুলোর মিল পাওয়া যাবে। তবে শুধু নীল টাইটানিয়াম রংটি দেখা যায়নি।
এই সপ্তাহে চীনের এক সংবাদমাধ্যম জানায়, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স ব্রোঞ্জ রঙের হতে পারে। আবার অনেকেই বলছে নতুন ধরনের ‘লাল’ রংও নিয়ে আসতে পারে অ্যাপল। তবে এর কোনো ছবি অনলাইনে দেখা যায় নি।
যারা উজ্জ্বল রং পছন্দ করে তারা এই ধরনের রং অপছন্দ করতে পারেন। আর আইফোন ১৬ এর মূল সংস্করণটি ৫টি রঙে পাওয়া যেতে পারে। এর মধ্যে নীল ও গোলাপি রং থাকতে পারে।
গত মে মাসে আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছিলেন প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কু। আইফোন ১৫ প্রো এর টাইটেনিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটেনিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরার ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। এটা সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণগুলোতে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ দিন আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে