প্রযুক্তি ডেস্ক
২০২২ সালের সিইএসে গুগল উইন্ডোজ ইকোসিস্টেমের সঙ্গে তাদের অ্যান্ড্রয়েডের সংযোগকে আরও উন্নত করার কথা জানিয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল উইন্ডোজের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ‘নিয়ারবাই অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা বেশ সহজ। এবার তাদের ঘোষণা অনুযায়ী, পিসির সঙ্গে অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের ‘নিয়ারবাই অ্যাপ’ এনেছে গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১০— এর ৬৪ বিট ও উইন্ডোজ ১১— এর ব্যবহারকারীরা ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের অ্যাপস্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। পিসি থেকে নামাতে হলে যেতে হবে এই (https://www.android.com/better-together/nearby-share-app/) লিংকে।
গুগলের প্লে-স্টোরে আগে থেকেই পাওয়া যেত এই অ্যাপ। ব্যবহারকারীরা অন্য অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ফাইল শেয়ারের সুবিধা পেতেন এই অ্যাপের মাধ্যমে। এবার এই অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গেও করা যাবে ফাইল আদানপ্রদান। তবে ডিভাইস দু’টির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট পর্যন্ত হতে পারবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রসহ অল্প কিছু দেশে চালু হয়েছে।
এদিকে জিমেইল, ডকস, ও শিটসহ বিভিন্ন ওয়ার্কস্পেস অ্যাপে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার আনে গুগল। এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে।
অন্যান্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা কে ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল।
এর আগে, চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চ্যাটবট আনার ঘোষণা দেয় গুগল। নতুন এই চ্যাটবটের নাম ‘বার্ড’। এই চ্যাটবট নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে বিভিন্ন বিষয়ের তথ্য যুক্ত করে ব্যবহারকারীকে উত্তর দেবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের প্রতিবেদন অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় ২ বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলগুলোর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
২০২২ সালের সিইএসে গুগল উইন্ডোজ ইকোসিস্টেমের সঙ্গে তাদের অ্যান্ড্রয়েডের সংযোগকে আরও উন্নত করার কথা জানিয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল উইন্ডোজের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ‘নিয়ারবাই অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা বেশ সহজ। এবার তাদের ঘোষণা অনুযায়ী, পিসির সঙ্গে অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের ‘নিয়ারবাই অ্যাপ’ এনেছে গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১০— এর ৬৪ বিট ও উইন্ডোজ ১১— এর ব্যবহারকারীরা ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের অ্যাপস্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। পিসি থেকে নামাতে হলে যেতে হবে এই (https://www.android.com/better-together/nearby-share-app/) লিংকে।
গুগলের প্লে-স্টোরে আগে থেকেই পাওয়া যেত এই অ্যাপ। ব্যবহারকারীরা অন্য অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ফাইল শেয়ারের সুবিধা পেতেন এই অ্যাপের মাধ্যমে। এবার এই অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গেও করা যাবে ফাইল আদানপ্রদান। তবে ডিভাইস দু’টির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট পর্যন্ত হতে পারবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রসহ অল্প কিছু দেশে চালু হয়েছে।
এদিকে জিমেইল, ডকস, ও শিটসহ বিভিন্ন ওয়ার্কস্পেস অ্যাপে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার আনে গুগল। এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে।
অন্যান্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা কে ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল।
এর আগে, চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চ্যাটবট আনার ঘোষণা দেয় গুগল। নতুন এই চ্যাটবটের নাম ‘বার্ড’। এই চ্যাটবট নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে বিভিন্ন বিষয়ের তথ্য যুক্ত করে ব্যবহারকারীকে উত্তর দেবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের প্রতিবেদন অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় ২ বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলগুলোর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
৮ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৩ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৪ ঘণ্টা আগে