প্রযুক্তি ডেস্ক
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১২ লাখ কোটি ডলার। তবে আজ থেকে প্রায় ২৪ বছর আগে মাত্র ১০ লাখ ডলারে এই কোম্পানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন দুই প্রতিষ্ঠাতা!
১৯৯৯ সালের শুরুর দিকে গুগলের দুই প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ সার্চ ইঞ্জিনটি বিক্রির সিদ্ধান্ত নেন। সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান এক্সাইটের সিইও জর্জ বেলের কাছে মাত্র ১০ লাখ ডলারে গুগল বিক্রির প্রস্তাব করেন তাঁরা। তবে বেল প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরে বিনোদ খোসলা নামে এক্সাইটের একজন বিনিয়োগকারী ব্রিন এবং পেজের সঙ্গে ৭ লাখ ৫০ ডলার পর্যন্ত দর-কষাকষি করেন। তবে এটিও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কোনো ক্রেতার সঙ্গেই চুক্তি না হওয়ায় শেষ পর্যন্ত আর গুগল বিক্রি করেননি দুই প্রতিষ্ঠাতা।
জর্জ বেল প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার দুটি কারণ বলা হয়। এক্সাইটের তৎকালীন সিইও জর্জ বেল জানিয়েছিলেন, তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন কারণ ল্যারি পেজ চেয়েছিলেন এক্সাইটের সমস্ত অনুসন্ধান প্রযুক্তির বদলে গুগলের অনুসন্ধান প্রযুক্তির ব্যবহার করতে হবে।
বিখ্যাত মার্কিন সাংবাদিক স্টিভেন লেভি তাঁর ‘ইন দ্য প্লেক্স’ বইয়ে উল্লেখ করেন, জর্জ বেল গুগলের সার্চ অ্যালগরিদমের ‘চমৎকার’ পারফরম্যান্সে খুব একটা খুশি ছিলেন না।
স্টিভেন লেভি তাঁর বইতে লেখেন, ‘এক্সাইট যদি এমন একটি সার্চ ইঞ্জিন হোস্ট করে যা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য দিতে সক্ষম, তাহলে সাইটটিতে ব্যবহারকারীদের বেশিক্ষণ রাখা যাবে না। তাঁরা কাঙ্ক্ষিত তথ্য পাওয়ামাত্রই সাইট থেকে বের হয়ে যাবেন।’ তখন বিজ্ঞাপন থেকে আয় কতটুকু হবে সেটি মূলত নির্ভর করত ব্যবহারকারীরা কত সময় সাইটে অবস্থান করছেন সেটির ওপর। গুগলের এই তাৎক্ষণিক তথ্য দেওয়ার সক্ষমতা উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হয়েছিল।
গুগলের যাত্রা শুরু হয়েছিল একটি গ্যারেজে। সময়টা ছিল ১৯৯৬ সাল। সে সময় ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তেন করছিলেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। দুজন মিলে একটি দ্রুত গতির কার্যকর সার্চ ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত নেন। এই ধারণা থেকেই যাত্রা শুরু হয় গুগলের। শুরুতে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন কোম্পানির নাম রাখেন ‘ব্যাকরাব’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখেন ‘গুগল’।
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১২ লাখ কোটি ডলার। তবে আজ থেকে প্রায় ২৪ বছর আগে মাত্র ১০ লাখ ডলারে এই কোম্পানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন দুই প্রতিষ্ঠাতা!
১৯৯৯ সালের শুরুর দিকে গুগলের দুই প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ সার্চ ইঞ্জিনটি বিক্রির সিদ্ধান্ত নেন। সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান এক্সাইটের সিইও জর্জ বেলের কাছে মাত্র ১০ লাখ ডলারে গুগল বিক্রির প্রস্তাব করেন তাঁরা। তবে বেল প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরে বিনোদ খোসলা নামে এক্সাইটের একজন বিনিয়োগকারী ব্রিন এবং পেজের সঙ্গে ৭ লাখ ৫০ ডলার পর্যন্ত দর-কষাকষি করেন। তবে এটিও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কোনো ক্রেতার সঙ্গেই চুক্তি না হওয়ায় শেষ পর্যন্ত আর গুগল বিক্রি করেননি দুই প্রতিষ্ঠাতা।
জর্জ বেল প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার দুটি কারণ বলা হয়। এক্সাইটের তৎকালীন সিইও জর্জ বেল জানিয়েছিলেন, তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন কারণ ল্যারি পেজ চেয়েছিলেন এক্সাইটের সমস্ত অনুসন্ধান প্রযুক্তির বদলে গুগলের অনুসন্ধান প্রযুক্তির ব্যবহার করতে হবে।
বিখ্যাত মার্কিন সাংবাদিক স্টিভেন লেভি তাঁর ‘ইন দ্য প্লেক্স’ বইয়ে উল্লেখ করেন, জর্জ বেল গুগলের সার্চ অ্যালগরিদমের ‘চমৎকার’ পারফরম্যান্সে খুব একটা খুশি ছিলেন না।
স্টিভেন লেভি তাঁর বইতে লেখেন, ‘এক্সাইট যদি এমন একটি সার্চ ইঞ্জিন হোস্ট করে যা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য দিতে সক্ষম, তাহলে সাইটটিতে ব্যবহারকারীদের বেশিক্ষণ রাখা যাবে না। তাঁরা কাঙ্ক্ষিত তথ্য পাওয়ামাত্রই সাইট থেকে বের হয়ে যাবেন।’ তখন বিজ্ঞাপন থেকে আয় কতটুকু হবে সেটি মূলত নির্ভর করত ব্যবহারকারীরা কত সময় সাইটে অবস্থান করছেন সেটির ওপর। গুগলের এই তাৎক্ষণিক তথ্য দেওয়ার সক্ষমতা উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হয়েছিল।
গুগলের যাত্রা শুরু হয়েছিল একটি গ্যারেজে। সময়টা ছিল ১৯৯৬ সাল। সে সময় ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তেন করছিলেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। দুজন মিলে একটি দ্রুত গতির কার্যকর সার্চ ইঞ্জিন তৈরি করার সিদ্ধান্ত নেন। এই ধারণা থেকেই যাত্রা শুরু হয় গুগলের। শুরুতে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন কোম্পানির নাম রাখেন ‘ব্যাকরাব’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখেন ‘গুগল’।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৫ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১৮ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১ দিন আগে