Ajker Patrika

মোবাইলের মেসেজ লিখে দেবে এআই 

প্রযুক্তি ডেস্ক
মোবাইলের মেসেজ লিখে দেবে এআই 

নিজস্ব ‘মেসেজেস’ অ্যাপে পরীক্ষামূলকভাবে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা চালু করেছে টেক জায়ান্ট গুগল। নতুন এই সুবিধায় বার্তা লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই। ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে এটি। ফলে বেশ দ্রুত বার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যবহারকারীরা গুগলের ‘মেসেজেস’ অ্যাপে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা পাচ্ছেন। গুগল জানিয়েছে, ব্যবহারকারীর সর্বশেষ পাঠানো মেসেজগুলো পর্যালোচনা করে নতুন করে পুরো মেসেজ লিখে দেবে নতুন এআই সুবিধা। এ ছাড়া, মেসেজগুলো পাঠানোর আগে সম্পাদনের সুযোগও থাকছে। 

মেসেজেস অ্যাপে এআইভিত্তিক সুবিধাটি যুক্ত হলেও তা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। এ সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপের সেটিংস মেন্যুতে গিয়ে ‘পেনসিল’ আইকনে ক্লিক করে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধাটি চালু করতে হবে। 

এদিকে, জিমেইলে নতুন এআই সুবিধা চালু করছে টেক জায়ান্ট গুগল। এআই সুবিধাটি ব্যবহারকারীকে পুরো একটি ই-মেইল লিখে দেবে। নতুন এই সুবিধার নাম ‘হেল্প মি রাইট’। এটি মূলত জিমেইলের ‘অটো রিপ্লাই’ ও ‘জেনারেটিভ টেক্সট’ এর উন্নত সংস্করণ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত আই/ও ২০২৩ সম্মেলনে জিমেইলে নতুন এই সুবিধা আনার ঘোষণা দেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আগের ই-মেইল পর্যালোচনা করে পুরো ই-মেইল লিখে দেবে নতুন এই এআই টুল। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে লেখা ই-মেইলটি ব্যবহারকারীরা সম্পাদনা করে নিতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত