প্রযুক্তি ডেস্ক
নিজস্ব ‘মেসেজেস’ অ্যাপে পরীক্ষামূলকভাবে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা চালু করেছে টেক জায়ান্ট গুগল। নতুন এই সুবিধায় বার্তা লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই। ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে এটি। ফলে বেশ দ্রুত বার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যবহারকারীরা গুগলের ‘মেসেজেস’ অ্যাপে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা পাচ্ছেন। গুগল জানিয়েছে, ব্যবহারকারীর সর্বশেষ পাঠানো মেসেজগুলো পর্যালোচনা করে নতুন করে পুরো মেসেজ লিখে দেবে নতুন এআই সুবিধা। এ ছাড়া, মেসেজগুলো পাঠানোর আগে সম্পাদনের সুযোগও থাকছে।
মেসেজেস অ্যাপে এআইভিত্তিক সুবিধাটি যুক্ত হলেও তা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। এ সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপের সেটিংস মেন্যুতে গিয়ে ‘পেনসিল’ আইকনে ক্লিক করে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধাটি চালু করতে হবে।
এদিকে, জিমেইলে নতুন এআই সুবিধা চালু করছে টেক জায়ান্ট গুগল। এআই সুবিধাটি ব্যবহারকারীকে পুরো একটি ই-মেইল লিখে দেবে। নতুন এই সুবিধার নাম ‘হেল্প মি রাইট’। এটি মূলত জিমেইলের ‘অটো রিপ্লাই’ ও ‘জেনারেটিভ টেক্সট’ এর উন্নত সংস্করণ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত আই/ও ২০২৩ সম্মেলনে জিমেইলে নতুন এই সুবিধা আনার ঘোষণা দেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আগের ই-মেইল পর্যালোচনা করে পুরো ই-মেইল লিখে দেবে নতুন এই এআই টুল। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে লেখা ই-মেইলটি ব্যবহারকারীরা সম্পাদনা করে নিতে পারবেন।
নিজস্ব ‘মেসেজেস’ অ্যাপে পরীক্ষামূলকভাবে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা চালু করেছে টেক জায়ান্ট গুগল। নতুন এই সুবিধায় বার্তা লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই। ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে এটি। ফলে বেশ দ্রুত বার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যবহারকারীরা গুগলের ‘মেসেজেস’ অ্যাপে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা পাচ্ছেন। গুগল জানিয়েছে, ব্যবহারকারীর সর্বশেষ পাঠানো মেসেজগুলো পর্যালোচনা করে নতুন করে পুরো মেসেজ লিখে দেবে নতুন এআই সুবিধা। এ ছাড়া, মেসেজগুলো পাঠানোর আগে সম্পাদনের সুযোগও থাকছে।
মেসেজেস অ্যাপে এআইভিত্তিক সুবিধাটি যুক্ত হলেও তা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। এ সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপের সেটিংস মেন্যুতে গিয়ে ‘পেনসিল’ আইকনে ক্লিক করে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধাটি চালু করতে হবে।
এদিকে, জিমেইলে নতুন এআই সুবিধা চালু করছে টেক জায়ান্ট গুগল। এআই সুবিধাটি ব্যবহারকারীকে পুরো একটি ই-মেইল লিখে দেবে। নতুন এই সুবিধার নাম ‘হেল্প মি রাইট’। এটি মূলত জিমেইলের ‘অটো রিপ্লাই’ ও ‘জেনারেটিভ টেক্সট’ এর উন্নত সংস্করণ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত আই/ও ২০২৩ সম্মেলনে জিমেইলে নতুন এই সুবিধা আনার ঘোষণা দেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আগের ই-মেইল পর্যালোচনা করে পুরো ই-মেইল লিখে দেবে নতুন এই এআই টুল। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে লেখা ই-মেইলটি ব্যবহারকারীরা সম্পাদনা করে নিতে পারবেন।
একসময় ভিডিও কনটেন্টের ক্ষেত্রে ছিল ইউটিউবের রাজত্ব সীমাবদ্ধ। তবে মাত্র কয়েক সেকেন্ডের ছোট দৈর্ঘ্যের ভিডিও দিয়ে এ রাজত্বে ভাগ বসিয়েছে টিকটক। সারা বিশ্বে কয়েক শ মিলিয়ন ব্যবহারকারীর এ প্ল্যাটফর্ম কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে ব্র্যান্ড, কনটেন্ট ক্রিয়েটর
৩ ঘণ্টা আগেসরকারি সেবার একক পোর্টাল মাইগভ-এ গত ১০ মাসে বিদেশগামী অথবা বিদেশে অবস্থানকারী শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন ব্যক্তির নানা ধরনের ১০ লাখ ই-অ্যাপোস্টিল সত্যায়ন হয়েছে। গতকাল বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রকল্প অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেআগামী মাস থেকে রাশিয়ার সব মোবাইল ফোন ও ট্যাবলেটে ‘ম্যাক্স’ নামের একটি রাষ্ট্র-সমর্থিত মেসেজিং অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল করা থাকবে। ইন্টারনেট নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার।
১৯ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ এক্সএআই আবারও বিতর্কের মুখে পড়েছে। কারণ, ব্যবহারকারীদের অজান্তে কোম্পানিটির তৈরি গ্রোক চ্যাটবটের লাখ লাখ চ্যাট গুগলে ফাঁস হয়ে গেছে। সম্প্রতি এক প্রতিবেদনে ‘ফোর্বস’ জানায়, গ্রোক ব্যবহারকারীরা যখন ‘শেয়ার’ বোতামে ক্লিক করেন, তখন তাঁদের চ্যাটগুলো
২০ ঘণ্টা আগে