কয়েক বছর ধরে আইফোনের নকশায় বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে আগামী বছর আইফোনের আকার চিকন করে ‘আইফোন ১৭ স্লিম’ নামে নতুন এক মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। ফোনটি আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি দামি হবে বলে জানিয়েছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট।
অ্যাপল সাধারণত একটি সিরিজের আওতায় চারটি মডেল নিয়ে আসে। যেমন–আইফোন ১৫ সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনা বলে, ২০২৫ সালের স্মার্টফোনগুলোর সঙ্গে আইফোন ১৭ স্লিম মডেল উন্মোচন করবে অ্যাপল।
এ বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই–ডিসেম্বর) আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে কোম্পানিটি।
তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলোর পরিবর্তে আইফোন ১৭ স্লিম মডেলটি নিয়ে আসা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ২০২১ সালে অ্যাপলের ছোট আকারের ফোন আইফোন ১৩ মিনি উন্মোচন করা হয়। এরপর সিরিজগুলোতে ‘মিনি’ সংস্করণটি আর নিয়ে আসা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে জিএসএমএরিনা বলছে, আইফোন ১২ স্লিম মডেলটি অন্যান্য মডেলের চেয়ে দামি হতে পারে। অর্থাৎ, আইফোন ১৭ প্রো ম্যাক্সের চেয়েও স্লিম মডেলটির দাম বেশি হবে।
এই মাসের শুরুর দিকে অ্যাপল নতুন আইপ্যাড প্রো (২০২৪) উন্মোচন করে। এই মডেল এর উত্তরসূরিদের চেয়ে অনেক চিকন।
আইফোন ১৭ স্লিম মডেলে নতুন নকশা দেখা যাবে। এর পেছনের ক্যামেরার অবস্থান মাঝ বরাবর হতে পারে। এর গঠনে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। আইফোন ১৭ স্লিম মডেলটির স্ক্রিনের আকার হবে ৬ দশমিক ৬ ইঞ্চি, যা আইফোন ১৭ (৬ দশমিক ১ ইঞ্চি) ও আইফোন ১৭ প্রোর (৬ দশমিক ৩ ইঞ্চি) চেয়েও বড়। তবে আইফোন প্রো ম্যাক্সের (৬ দশমিক ৯ ইঞ্চি) তুলনায় স্লিম মডেলটির স্ক্রিনের আকার ছোট হবে।
এ ছাড়া আইফোন ১৭ সিরিজে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটির আকারও ছোট করবে অ্যাপল।
তবে স্লিম মডেলটি নিয়ে প্রকাশিত তথ্যগুলো গুজবও হতে পারে। কারণ আইফোন ১৭ সিরিজ উন্মোচনের জন্য অনেক সময় বাকি রয়েছে। এর আগে ২০২৪ সালের শেষের দিকে আইফোন ১৬ সিরিজ বাজারে আসবে।
তথ্যসূত্র:গ্যাজেট ৩৬০, ম্যাকরিউমার
কয়েক বছর ধরে আইফোনের নকশায় বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে আগামী বছর আইফোনের আকার চিকন করে ‘আইফোন ১৭ স্লিম’ নামে নতুন এক মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। ফোনটি আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি দামি হবে বলে জানিয়েছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট।
অ্যাপল সাধারণত একটি সিরিজের আওতায় চারটি মডেল নিয়ে আসে। যেমন–আইফোন ১৫ সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনা বলে, ২০২৫ সালের স্মার্টফোনগুলোর সঙ্গে আইফোন ১৭ স্লিম মডেল উন্মোচন করবে অ্যাপল।
এ বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই–ডিসেম্বর) আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে কোম্পানিটি।
তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলোর পরিবর্তে আইফোন ১৭ স্লিম মডেলটি নিয়ে আসা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ২০২১ সালে অ্যাপলের ছোট আকারের ফোন আইফোন ১৩ মিনি উন্মোচন করা হয়। এরপর সিরিজগুলোতে ‘মিনি’ সংস্করণটি আর নিয়ে আসা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে জিএসএমএরিনা বলছে, আইফোন ১২ স্লিম মডেলটি অন্যান্য মডেলের চেয়ে দামি হতে পারে। অর্থাৎ, আইফোন ১৭ প্রো ম্যাক্সের চেয়েও স্লিম মডেলটির দাম বেশি হবে।
এই মাসের শুরুর দিকে অ্যাপল নতুন আইপ্যাড প্রো (২০২৪) উন্মোচন করে। এই মডেল এর উত্তরসূরিদের চেয়ে অনেক চিকন।
আইফোন ১৭ স্লিম মডেলে নতুন নকশা দেখা যাবে। এর পেছনের ক্যামেরার অবস্থান মাঝ বরাবর হতে পারে। এর গঠনে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। আইফোন ১৭ স্লিম মডেলটির স্ক্রিনের আকার হবে ৬ দশমিক ৬ ইঞ্চি, যা আইফোন ১৭ (৬ দশমিক ১ ইঞ্চি) ও আইফোন ১৭ প্রোর (৬ দশমিক ৩ ইঞ্চি) চেয়েও বড়। তবে আইফোন প্রো ম্যাক্সের (৬ দশমিক ৯ ইঞ্চি) তুলনায় স্লিম মডেলটির স্ক্রিনের আকার ছোট হবে।
এ ছাড়া আইফোন ১৭ সিরিজে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটির আকারও ছোট করবে অ্যাপল।
তবে স্লিম মডেলটি নিয়ে প্রকাশিত তথ্যগুলো গুজবও হতে পারে। কারণ আইফোন ১৭ সিরিজ উন্মোচনের জন্য অনেক সময় বাকি রয়েছে। এর আগে ২০২৪ সালের শেষের দিকে আইফোন ১৬ সিরিজ বাজারে আসবে।
তথ্যসূত্র:গ্যাজেট ৩৬০, ম্যাকরিউমার
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে