অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, তারা ১০ হাজার মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে একটি অভিযান শুরু করতে যাচ্ছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি অপটাসে সাইবার হামলা হওয়ার পর অস্ট্রেলিয়ার পুলিশের তরফ থেকে এমন ঘোষণা এল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিন দিন আগে একজন অজ্ঞাত ব্যক্তি অপটাস হ্যাক করা নিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘অপটাসের ১০ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে। আমাদের যদি ১০ লাখ ডলার না দেওয়া হয়, তাহলে প্রতিদিন এসব তথ্য প্রকাশ করা হবে।’
এই পোস্টের পরেই অস্ট্রেলিয়ার পুলিশ ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে তৎপর হয়ে ওঠে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) সাইবার কমান্ডের সহকারী কমিশনার জাস্টিন গফ বলেছেন, যাদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে প্রকাশ করা হয়েছে, তাদের শনাক্ত করতে ও সুরক্ষা দিয়ে এএফপি কাজ করছে।
গফ আরও বলেছেন, ১০ হাজার গ্রাহককে শনাক্ত করতে পুলিশ ডেটা বিশ্লেষণ করছে। হ্যাকাররা ডেটা বিক্রি করার চেষ্টা করছে কি না, তা বোঝার জন্য ইন্টারনেট পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহজনক লেনদেনের ব্যাপারে ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইসহ অন্যান্য সংস্থা হ্যাকারদের ধরতে বিশ্বজুড়ে কাজ করছে বলেও জানিয়েছেন গফ। তিনি বলেছেন, ‘এই হামলার পেছনে যারা আছে, তারা খুব অস্পষ্ট কৌশল ব্যবহার করেছে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেছেন, অপটাস আমাদের অনুরোধে সাড়া দিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নতুন করে পাসপোর্ট করে দেওয়ার খরচ বহন করতে রাজি হয়েছে। আমি মনে করি এটি একটি যথোপযুক্ত পদক্ষেপ।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি রাজ্য সরকবার বলেছে, তারা অপটাসের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নতুন করে ড্রাইভিং লাইসেন্স করে দেবে।
রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্য জানতে চেয়ে অপটাসের কাছে ই-মেইল করলেও কোনো সাড়া মেলেনি।
অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, তারা ১০ হাজার মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে একটি অভিযান শুরু করতে যাচ্ছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি অপটাসে সাইবার হামলা হওয়ার পর অস্ট্রেলিয়ার পুলিশের তরফ থেকে এমন ঘোষণা এল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিন দিন আগে একজন অজ্ঞাত ব্যক্তি অপটাস হ্যাক করা নিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘অপটাসের ১০ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে। আমাদের যদি ১০ লাখ ডলার না দেওয়া হয়, তাহলে প্রতিদিন এসব তথ্য প্রকাশ করা হবে।’
এই পোস্টের পরেই অস্ট্রেলিয়ার পুলিশ ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে তৎপর হয়ে ওঠে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) সাইবার কমান্ডের সহকারী কমিশনার জাস্টিন গফ বলেছেন, যাদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে প্রকাশ করা হয়েছে, তাদের শনাক্ত করতে ও সুরক্ষা দিয়ে এএফপি কাজ করছে।
গফ আরও বলেছেন, ১০ হাজার গ্রাহককে শনাক্ত করতে পুলিশ ডেটা বিশ্লেষণ করছে। হ্যাকাররা ডেটা বিক্রি করার চেষ্টা করছে কি না, তা বোঝার জন্য ইন্টারনেট পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহজনক লেনদেনের ব্যাপারে ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইসহ অন্যান্য সংস্থা হ্যাকারদের ধরতে বিশ্বজুড়ে কাজ করছে বলেও জানিয়েছেন গফ। তিনি বলেছেন, ‘এই হামলার পেছনে যারা আছে, তারা খুব অস্পষ্ট কৌশল ব্যবহার করেছে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেছেন, অপটাস আমাদের অনুরোধে সাড়া দিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নতুন করে পাসপোর্ট করে দেওয়ার খরচ বহন করতে রাজি হয়েছে। আমি মনে করি এটি একটি যথোপযুক্ত পদক্ষেপ।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি রাজ্য সরকবার বলেছে, তারা অপটাসের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নতুন করে ড্রাইভিং লাইসেন্স করে দেবে।
রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্য জানতে চেয়ে অপটাসের কাছে ই-মেইল করলেও কোনো সাড়া মেলেনি।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে