স্যামসাংকে হটিয়ে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা হয়ে উঠেছে অ্যাপল। ১৩ বছর ধরে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা হিসেবে রাজত্ব করেছিল স্যামসাং। তবে আইফোন ১৫ বাজারে ছেড়ে এবার কোরিয়ান কোম্পানিকে টেক্কা দিয়েছে অ্যাপল। গবেষণা সংস্থা আইডিসি ও প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক ক্যানালিসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নভেম্বর ও ডিসেম্বরের উৎসব মৌসুমের আগে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) আইফোন ১৫ বাজারের ছাড়ার মাধ্যমে এই অবস্থান অর্জন করেছে অ্যাপল। আইডিসি বলেছে, এই ত্রৈমাসিকে কোম্পানিটি ৭ কোটি ২১ লাখ আইফোন ইউনিট বিক্রি করে, যার ফলে স্মার্টফোনের বাজারে অ্যাপলের শেয়ার বেড়ে ২৩ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়। এসময় স্যামসাংয় মাত্র ৫ কোটি ৯৫ লাখ ইউনিট ফোন বিক্রি করে এবং এর শেয়ার কমে ১৬ দশমিক ৩ শতাংশে নামে।
আইডিসি আরও বলেছে, যদিও দীর্ঘদিন ধরে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা হিসেবে অ্যাপল পরিচিত, তবুও কোম্পানিটি কখনোই শীর্ষে ওঠেনি। কারণ বিক্রির হারের চেয়ে পণ্যের মানের দিকে নজর দিয়েছে কোম্পানিটি। যখন অ্যাপল প্রিমিয়াম বা উচ্চমূল্যে আইফোন বিক্রি করেছে, তখন স্যামসাং মাঝারি মানের ও কম দামের ফোন বিক্রি করেছে। ফলে স্যামসাং স্মার্টফোনের বাজারে বেশি শেয়ার দখল করতে সক্ষম হয়েছিল। দাম বেশি হলেও এখন আগের চেয়ে বেশি গ্রাহক আইফোন কিনছেন।
আইডিসির গবেষণা পরিচালক নাবিলা পপাল বলেন, প্রিমিয়াম ডিভাইস কেনার প্রবণতা, ট্রেড–ইন অফার (পুরোনো ফোনের বদলে ছাড়) ও সুদমুক্ত কিস্তিতে ফোনের কেনার সুযোগ অ্যাপলকে সাফল্য এনে দিয়েছে। তাই এখন বাজারের ২০ শতাংশের বেশি অ্যাপলের দখলে।
স্যামসাংয়ের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে লিউ বলেন, ২০২৩ সালে লাভের আশায় মাঝারি থেকে উচ্চ দামের ফোনে নজর দেয় স্যামসাং। তখন স্বল্প দামের ফোনের শেয়ার হারিয়ে বিশ্ব বাজারে শীর্ষস্থানীয় খুইয়েছে স্যামসাং।
অ্যাপলের এই শীর্ষ অবস্থান, ক্ষণস্থায়ী হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সিরিজের ফোনগুলো আজ উন্মোচন করবে স্যামসাং। সিরিজটি এই বছরের প্রথম ত্রৈমাসিকে স্যামসাংকে পুনরায় শীর্ষস্থানে নিয়ে আসতে পারে।
আইডিসি বলেছে, স্মার্টফোন বাজারের ক্ষেত্রে ‘এক ধরনের ক্ষমতার পরিবর্তন’ ঘটছে। এর মানে আসন্ন ত্রৈমাসিকে শীর্ষ অবস্থানে থাকার জন্য অ্যাপল ও স্যামসাং তীব্র লড়াই করবে।
সামগ্রিকভাবে ২০২৩ সালে স্মার্টফোনের চাহিদা কমতে দেখা যায়। আইিডিসি বলছে, ২০২৩ সালে মাত্র ১১৭ কোটি স্মার্টফোন বিক্রি হয়, যা গত এত দশকের মধ্যে এক বছরের হিসাবে সবচেয়ে কম। তবে চতুর্থ ত্রৈমাসিকে স্মার্টফোন বিক্রি প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পায়। এই বছরে স্মার্টফোনের বাজার পুনরায় বাড়বে বলে এই সংখ্যাটি নির্দেশ করে।
ক্যানালিসের সিনিয়র বিশ্লেষক টবি ঝু বলেন, ‘ইনভেনটরি চাপ এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রেতারা অবশেষে পণ্য উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি কৌশল উন্নয়নের ওপর ফোকাস করতে পারে, যা সামনের বছরের জন্য শক্ত ভিত্তি স্থাপন করবে।’
স্যামসাংকে হটিয়ে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা হয়ে উঠেছে অ্যাপল। ১৩ বছর ধরে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা হিসেবে রাজত্ব করেছিল স্যামসাং। তবে আইফোন ১৫ বাজারে ছেড়ে এবার কোরিয়ান কোম্পানিকে টেক্কা দিয়েছে অ্যাপল। গবেষণা সংস্থা আইডিসি ও প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক ক্যানালিসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নভেম্বর ও ডিসেম্বরের উৎসব মৌসুমের আগে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) আইফোন ১৫ বাজারের ছাড়ার মাধ্যমে এই অবস্থান অর্জন করেছে অ্যাপল। আইডিসি বলেছে, এই ত্রৈমাসিকে কোম্পানিটি ৭ কোটি ২১ লাখ আইফোন ইউনিট বিক্রি করে, যার ফলে স্মার্টফোনের বাজারে অ্যাপলের শেয়ার বেড়ে ২৩ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়। এসময় স্যামসাংয় মাত্র ৫ কোটি ৯৫ লাখ ইউনিট ফোন বিক্রি করে এবং এর শেয়ার কমে ১৬ দশমিক ৩ শতাংশে নামে।
আইডিসি আরও বলেছে, যদিও দীর্ঘদিন ধরে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা হিসেবে অ্যাপল পরিচিত, তবুও কোম্পানিটি কখনোই শীর্ষে ওঠেনি। কারণ বিক্রির হারের চেয়ে পণ্যের মানের দিকে নজর দিয়েছে কোম্পানিটি। যখন অ্যাপল প্রিমিয়াম বা উচ্চমূল্যে আইফোন বিক্রি করেছে, তখন স্যামসাং মাঝারি মানের ও কম দামের ফোন বিক্রি করেছে। ফলে স্যামসাং স্মার্টফোনের বাজারে বেশি শেয়ার দখল করতে সক্ষম হয়েছিল। দাম বেশি হলেও এখন আগের চেয়ে বেশি গ্রাহক আইফোন কিনছেন।
আইডিসির গবেষণা পরিচালক নাবিলা পপাল বলেন, প্রিমিয়াম ডিভাইস কেনার প্রবণতা, ট্রেড–ইন অফার (পুরোনো ফোনের বদলে ছাড়) ও সুদমুক্ত কিস্তিতে ফোনের কেনার সুযোগ অ্যাপলকে সাফল্য এনে দিয়েছে। তাই এখন বাজারের ২০ শতাংশের বেশি অ্যাপলের দখলে।
স্যামসাংয়ের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে লিউ বলেন, ২০২৩ সালে লাভের আশায় মাঝারি থেকে উচ্চ দামের ফোনে নজর দেয় স্যামসাং। তখন স্বল্প দামের ফোনের শেয়ার হারিয়ে বিশ্ব বাজারে শীর্ষস্থানীয় খুইয়েছে স্যামসাং।
অ্যাপলের এই শীর্ষ অবস্থান, ক্ষণস্থায়ী হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সিরিজের ফোনগুলো আজ উন্মোচন করবে স্যামসাং। সিরিজটি এই বছরের প্রথম ত্রৈমাসিকে স্যামসাংকে পুনরায় শীর্ষস্থানে নিয়ে আসতে পারে।
আইডিসি বলেছে, স্মার্টফোন বাজারের ক্ষেত্রে ‘এক ধরনের ক্ষমতার পরিবর্তন’ ঘটছে। এর মানে আসন্ন ত্রৈমাসিকে শীর্ষ অবস্থানে থাকার জন্য অ্যাপল ও স্যামসাং তীব্র লড়াই করবে।
সামগ্রিকভাবে ২০২৩ সালে স্মার্টফোনের চাহিদা কমতে দেখা যায়। আইিডিসি বলছে, ২০২৩ সালে মাত্র ১১৭ কোটি স্মার্টফোন বিক্রি হয়, যা গত এত দশকের মধ্যে এক বছরের হিসাবে সবচেয়ে কম। তবে চতুর্থ ত্রৈমাসিকে স্মার্টফোন বিক্রি প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পায়। এই বছরে স্মার্টফোনের বাজার পুনরায় বাড়বে বলে এই সংখ্যাটি নির্দেশ করে।
ক্যানালিসের সিনিয়র বিশ্লেষক টবি ঝু বলেন, ‘ইনভেনটরি চাপ এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রেতারা অবশেষে পণ্য উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি কৌশল উন্নয়নের ওপর ফোকাস করতে পারে, যা সামনের বছরের জন্য শক্ত ভিত্তি স্থাপন করবে।’
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে