মুভি বা সিরিজ অনেক সময়ই দশর্কদের আবেগকে নাড়া দেয়। এসব কনটেন্টের প্রিয় দৃশ্যগুলো অনেকেই ফোনে রেখে দিতে চায় বা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে চায়। তাই মুভি ও সিরিজের বিশেষ মুহূর্তকে বা দৃশ্যপট ধারণ করে রাখার প্রক্রিয়া সহজ করছে নেটফ্লিক্স। প্ল্যাটফর্মটির নতুন ‘মোমেন্টস’ ফিচারের মাধ্যমে প্রিয় মুভি ও শো থেকে সেরা দৃশ্যগুলো ক্যাপচার, সংরক্ষণ এবং শেয়ার করা যাবে। কারণ এই ফিচারের মাধ্যমে এখন নেটফ্লিক্সের মুভি ও শোর স্ক্রিনশট তুলতে দেবে।
এখন পর্যন্ত নেটফ্লিক্স ব্যবহারকারীদের ডিভাইসে স্ক্রিনশট নিতে বাধা দিত। অর্থাৎ নেটফ্লিক্স অ্যাপের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করা হলে ডিভাইসের স্ক্রিন কালো হয়ে যেত। কনটেন্ট শেয়ারিং প্রতিরোধের জন্য এটি নেটফ্লিক্সের বিশেষ ব্যবস্থা ছিল। কিন্তু নতুন মোমেন্টস ফিচারটি এই বাধা দূর করবে। আজ থেকে বিশ্বের সব আইওএস ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিচারটি নেটফ্লিক্সে পাবেন।
কোনো মুভি বা শো দেখার সময় এখন ‘মোমেন্টস’ ফিচার ব্যবহারের জন্য স্ক্রিনের নিচে একটি বাটন থাকবে। এই বাটনে ট্যাপ করলেই স্ক্রিনশটটি সঙ্গে সঙ্গে ‘মাই নেটফ্লিক্স’ ট্যাবে সেভ হবে। যেকোনো সময় এই ট্যাবে গিয়ে স্ক্রিনশটগুলো দেখা যাবে। স্ক্রিনশটটির সঙ্গে শো বা মুভির নাম, এপিসোড এবং সেভ করা মুহূর্তটির সঠিক টাইমস্ট্যাম্প যুক্ত থাকবে। আবার স্ক্রিনশটটির ওপর ট্যাপ করলেই সঙ্গে সঙ্গে যে মুহূর্তটি সেভ করা হয়েছে ঠিক সেই মুহূর্তটি চালু হবে।
স্ক্রিনশটটি শেয়ার করাও খুবই সহজ। একবার কোনো দৃশ্য সেভ করার পর তা ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে সরাসরি পোস্ট করতে যাবে।
নতুন ফিচারটি নেটফ্লিক্সের নতুন বৈশ্বিক ব্র্যান্ড ক্যাম্পেইন ‘ইটস সো গুড’-এর সঙ্গে তাল মিলিয়ে চালু করা হচ্ছে, যা প্ল্যাটফরমের কিছু স্মরণীয় এবং প্রিয় দৃশ্য উদ্যাপন করে। এই ক্যাম্পেইনে কার্ডি বি, সাইমন বিলস এবং জিয়ানকার্লো এসপোসিটো এমন তারকাদেরও উপস্থিত করা হয়েছে। তাঁরা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে এমন মুহূর্তগুলো তুলে ধরছেন। নেটফ্লিক্স আসলে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে। এর জন্য প্ল্যাটফরমটি এমন দৃশ্যগুলো ব্যবহার করবে, যা তাদের ওপর এক বিশেষ প্রভাব ফেলে।
মোমেন্টস ফিচারটি নেটফ্লিক্সের জন্য বড় আপডেট। তাই নেটফ্লিক্সের মুভি ও শোর প্রিয় মুহূর্তগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আরও দেখা যাবে।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
মুভি বা সিরিজ অনেক সময়ই দশর্কদের আবেগকে নাড়া দেয়। এসব কনটেন্টের প্রিয় দৃশ্যগুলো অনেকেই ফোনে রেখে দিতে চায় বা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে চায়। তাই মুভি ও সিরিজের বিশেষ মুহূর্তকে বা দৃশ্যপট ধারণ করে রাখার প্রক্রিয়া সহজ করছে নেটফ্লিক্স। প্ল্যাটফর্মটির নতুন ‘মোমেন্টস’ ফিচারের মাধ্যমে প্রিয় মুভি ও শো থেকে সেরা দৃশ্যগুলো ক্যাপচার, সংরক্ষণ এবং শেয়ার করা যাবে। কারণ এই ফিচারের মাধ্যমে এখন নেটফ্লিক্সের মুভি ও শোর স্ক্রিনশট তুলতে দেবে।
এখন পর্যন্ত নেটফ্লিক্স ব্যবহারকারীদের ডিভাইসে স্ক্রিনশট নিতে বাধা দিত। অর্থাৎ নেটফ্লিক্স অ্যাপের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করা হলে ডিভাইসের স্ক্রিন কালো হয়ে যেত। কনটেন্ট শেয়ারিং প্রতিরোধের জন্য এটি নেটফ্লিক্সের বিশেষ ব্যবস্থা ছিল। কিন্তু নতুন মোমেন্টস ফিচারটি এই বাধা দূর করবে। আজ থেকে বিশ্বের সব আইওএস ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিচারটি নেটফ্লিক্সে পাবেন।
কোনো মুভি বা শো দেখার সময় এখন ‘মোমেন্টস’ ফিচার ব্যবহারের জন্য স্ক্রিনের নিচে একটি বাটন থাকবে। এই বাটনে ট্যাপ করলেই স্ক্রিনশটটি সঙ্গে সঙ্গে ‘মাই নেটফ্লিক্স’ ট্যাবে সেভ হবে। যেকোনো সময় এই ট্যাবে গিয়ে স্ক্রিনশটগুলো দেখা যাবে। স্ক্রিনশটটির সঙ্গে শো বা মুভির নাম, এপিসোড এবং সেভ করা মুহূর্তটির সঠিক টাইমস্ট্যাম্প যুক্ত থাকবে। আবার স্ক্রিনশটটির ওপর ট্যাপ করলেই সঙ্গে সঙ্গে যে মুহূর্তটি সেভ করা হয়েছে ঠিক সেই মুহূর্তটি চালু হবে।
স্ক্রিনশটটি শেয়ার করাও খুবই সহজ। একবার কোনো দৃশ্য সেভ করার পর তা ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে সরাসরি পোস্ট করতে যাবে।
নতুন ফিচারটি নেটফ্লিক্সের নতুন বৈশ্বিক ব্র্যান্ড ক্যাম্পেইন ‘ইটস সো গুড’-এর সঙ্গে তাল মিলিয়ে চালু করা হচ্ছে, যা প্ল্যাটফরমের কিছু স্মরণীয় এবং প্রিয় দৃশ্য উদ্যাপন করে। এই ক্যাম্পেইনে কার্ডি বি, সাইমন বিলস এবং জিয়ানকার্লো এসপোসিটো এমন তারকাদেরও উপস্থিত করা হয়েছে। তাঁরা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে এমন মুহূর্তগুলো তুলে ধরছেন। নেটফ্লিক্স আসলে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে। এর জন্য প্ল্যাটফরমটি এমন দৃশ্যগুলো ব্যবহার করবে, যা তাদের ওপর এক বিশেষ প্রভাব ফেলে।
মোমেন্টস ফিচারটি নেটফ্লিক্সের জন্য বড় আপডেট। তাই নেটফ্লিক্সের মুভি ও শোর প্রিয় মুহূর্তগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আরও দেখা যাবে।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে