আজকের পত্রিকা ডেস্ক
সর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
গত সপ্তাহে উইন্ডোজ ১০ ও ১১ সংস্করণের জন্য এপ্রিল মাসের নিরাপত্তা আপডেট দেওয়া হয়। এই আপডেটের ফলে সিস্টেমে একটি নতুন ফোল্ডার তৈরি হচ্ছে ‘inetpub’ নামে। এটি কম্পিউটারের ‘সি: \inetpub’ ঠিকানায় রয়েছে। যদিও এটি সাধারণত ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস (আইআইএস) ওয়েব সার্ভার চালু করলে দেখা যায়, এবার দেখা যাচ্ছে সবার সিস্টেমেই।
অনেকেই এই খালি ফোল্ডারটি ডিলেট করে দেন। ফোল্ডাররি ডিলিটের পর তাৎক্ষণিক কোনো সমস্যা চোখে পড়বে না। তবে এর মাধ্যমে কম্পিউটারের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, ‘CVE-2025-21204’ নামের একটি নিরাপত্তা ত্রুটির সমাধান করতে এই ফোল্ডার তৈরি করা হচ্ছে। এই ত্রুটির সুযোগ নিয়ে একটি ম্যালওয়্যার বা দুষ্কৃতকারী ব্যবহারকারী সিস্টেমের গভীর স্তরে প্রবেশ করতে পারত। এমন ঝুঁকি থেকে রক্ষা করতেই ফোল্ডারটি যুক্ত করা হয়েছে।
মাইক্রোসফট বলেছে, ‘আপনার সিস্টেমে আইআইএস চালু না থাকলেও “inetpub” ফোল্ডার তৈরি হবে এবং এটি মুছে ফেলা উচিত নয়। এটি কোনো ত্রুটি নয়, বরং সিস্টেমকে আরও সুরক্ষিত করার একটি উপায়।’
যদি কেউ ভুল করে ফোল্ডারটি মুছে ফেলেন, তবে তা পুনরায় তৈরি করা সম্ভব। এর জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে ‘প্রোগ্রাম অ্যান্ড ফিচারস’ থেকে ‘টার্ন উইন্ডোজ ফিচারস অন ও অফ’ অপশনে যান। সেখানে আইআইএস নির্বাচন করে ওকে দিন। ফোল্ডারটি সঠিক অনুমতি নিয়ে আবার তৈরি হবে। পরে চাইলে আইআইএস বন্ধ করে দিতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও আইআইএস এখন খুব কম ব্যবহৃত হয়, তবে নিরাপত্তাজনিত কারণে এই ফোল্ডার রাখা জরুরি। কারণ, এটি ভবিষ্যতের একটি সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে সাহায্য করতে পারে।
সর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
গত সপ্তাহে উইন্ডোজ ১০ ও ১১ সংস্করণের জন্য এপ্রিল মাসের নিরাপত্তা আপডেট দেওয়া হয়। এই আপডেটের ফলে সিস্টেমে একটি নতুন ফোল্ডার তৈরি হচ্ছে ‘inetpub’ নামে। এটি কম্পিউটারের ‘সি: \inetpub’ ঠিকানায় রয়েছে। যদিও এটি সাধারণত ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস (আইআইএস) ওয়েব সার্ভার চালু করলে দেখা যায়, এবার দেখা যাচ্ছে সবার সিস্টেমেই।
অনেকেই এই খালি ফোল্ডারটি ডিলেট করে দেন। ফোল্ডাররি ডিলিটের পর তাৎক্ষণিক কোনো সমস্যা চোখে পড়বে না। তবে এর মাধ্যমে কম্পিউটারের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, ‘CVE-2025-21204’ নামের একটি নিরাপত্তা ত্রুটির সমাধান করতে এই ফোল্ডার তৈরি করা হচ্ছে। এই ত্রুটির সুযোগ নিয়ে একটি ম্যালওয়্যার বা দুষ্কৃতকারী ব্যবহারকারী সিস্টেমের গভীর স্তরে প্রবেশ করতে পারত। এমন ঝুঁকি থেকে রক্ষা করতেই ফোল্ডারটি যুক্ত করা হয়েছে।
মাইক্রোসফট বলেছে, ‘আপনার সিস্টেমে আইআইএস চালু না থাকলেও “inetpub” ফোল্ডার তৈরি হবে এবং এটি মুছে ফেলা উচিত নয়। এটি কোনো ত্রুটি নয়, বরং সিস্টেমকে আরও সুরক্ষিত করার একটি উপায়।’
যদি কেউ ভুল করে ফোল্ডারটি মুছে ফেলেন, তবে তা পুনরায় তৈরি করা সম্ভব। এর জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে ‘প্রোগ্রাম অ্যান্ড ফিচারস’ থেকে ‘টার্ন উইন্ডোজ ফিচারস অন ও অফ’ অপশনে যান। সেখানে আইআইএস নির্বাচন করে ওকে দিন। ফোল্ডারটি সঠিক অনুমতি নিয়ে আবার তৈরি হবে। পরে চাইলে আইআইএস বন্ধ করে দিতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও আইআইএস এখন খুব কম ব্যবহৃত হয়, তবে নিরাপত্তাজনিত কারণে এই ফোল্ডার রাখা জরুরি। কারণ, এটি ভবিষ্যতের একটি সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে সাহায্য করতে পারে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৮ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৮ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৮ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
২১ ঘণ্টা আগে