অনলাইন ডেস্ক
সর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
গত সপ্তাহে উইন্ডোজ ১০ ও ১১ সংস্করণের জন্য এপ্রিল মাসের নিরাপত্তা আপডেট দেওয়া হয়। এই আপডেটের ফলে সিস্টেমে একটি নতুন ফোল্ডার তৈরি হচ্ছে ‘inetpub’ নামে। এটি কম্পিউটারের ‘সি: \inetpub’ ঠিকানায় রয়েছে। যদিও এটি সাধারণত ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস (আইআইএস) ওয়েব সার্ভার চালু করলে দেখা যায়, এবার দেখা যাচ্ছে সবার সিস্টেমেই।
অনেকেই এই খালি ফোল্ডারটি ডিলেট করে দেন। ফোল্ডাররি ডিলিটের পর তাৎক্ষণিক কোনো সমস্যা চোখে পড়বে না। তবে এর মাধ্যমে কম্পিউটারের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, ‘CVE-2025-21204’ নামের একটি নিরাপত্তা ত্রুটির সমাধান করতে এই ফোল্ডার তৈরি করা হচ্ছে। এই ত্রুটির সুযোগ নিয়ে একটি ম্যালওয়্যার বা দুষ্কৃতকারী ব্যবহারকারী সিস্টেমের গভীর স্তরে প্রবেশ করতে পারত। এমন ঝুঁকি থেকে রক্ষা করতেই ফোল্ডারটি যুক্ত করা হয়েছে।
মাইক্রোসফট বলেছে, ‘আপনার সিস্টেমে আইআইএস চালু না থাকলেও “inetpub” ফোল্ডার তৈরি হবে এবং এটি মুছে ফেলা উচিত নয়। এটি কোনো ত্রুটি নয়, বরং সিস্টেমকে আরও সুরক্ষিত করার একটি উপায়।’
যদি কেউ ভুল করে ফোল্ডারটি মুছে ফেলেন, তবে তা পুনরায় তৈরি করা সম্ভব। এর জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে ‘প্রোগ্রাম অ্যান্ড ফিচারস’ থেকে ‘টার্ন উইন্ডোজ ফিচারস অন ও অফ’ অপশনে যান। সেখানে আইআইএস নির্বাচন করে ওকে দিন। ফোল্ডারটি সঠিক অনুমতি নিয়ে আবার তৈরি হবে। পরে চাইলে আইআইএস বন্ধ করে দিতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও আইআইএস এখন খুব কম ব্যবহৃত হয়, তবে নিরাপত্তাজনিত কারণে এই ফোল্ডার রাখা জরুরি। কারণ, এটি ভবিষ্যতের একটি সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে সাহায্য করতে পারে।
সর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।
গত সপ্তাহে উইন্ডোজ ১০ ও ১১ সংস্করণের জন্য এপ্রিল মাসের নিরাপত্তা আপডেট দেওয়া হয়। এই আপডেটের ফলে সিস্টেমে একটি নতুন ফোল্ডার তৈরি হচ্ছে ‘inetpub’ নামে। এটি কম্পিউটারের ‘সি: \inetpub’ ঠিকানায় রয়েছে। যদিও এটি সাধারণত ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস (আইআইএস) ওয়েব সার্ভার চালু করলে দেখা যায়, এবার দেখা যাচ্ছে সবার সিস্টেমেই।
অনেকেই এই খালি ফোল্ডারটি ডিলেট করে দেন। ফোল্ডাররি ডিলিটের পর তাৎক্ষণিক কোনো সমস্যা চোখে পড়বে না। তবে এর মাধ্যমে কম্পিউটারের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, ‘CVE-2025-21204’ নামের একটি নিরাপত্তা ত্রুটির সমাধান করতে এই ফোল্ডার তৈরি করা হচ্ছে। এই ত্রুটির সুযোগ নিয়ে একটি ম্যালওয়্যার বা দুষ্কৃতকারী ব্যবহারকারী সিস্টেমের গভীর স্তরে প্রবেশ করতে পারত। এমন ঝুঁকি থেকে রক্ষা করতেই ফোল্ডারটি যুক্ত করা হয়েছে।
মাইক্রোসফট বলেছে, ‘আপনার সিস্টেমে আইআইএস চালু না থাকলেও “inetpub” ফোল্ডার তৈরি হবে এবং এটি মুছে ফেলা উচিত নয়। এটি কোনো ত্রুটি নয়, বরং সিস্টেমকে আরও সুরক্ষিত করার একটি উপায়।’
যদি কেউ ভুল করে ফোল্ডারটি মুছে ফেলেন, তবে তা পুনরায় তৈরি করা সম্ভব। এর জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে ‘প্রোগ্রাম অ্যান্ড ফিচারস’ থেকে ‘টার্ন উইন্ডোজ ফিচারস অন ও অফ’ অপশনে যান। সেখানে আইআইএস নির্বাচন করে ওকে দিন। ফোল্ডারটি সঠিক অনুমতি নিয়ে আবার তৈরি হবে। পরে চাইলে আইআইএস বন্ধ করে দিতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও আইআইএস এখন খুব কম ব্যবহৃত হয়, তবে নিরাপত্তাজনিত কারণে এই ফোল্ডার রাখা জরুরি। কারণ, এটি ভবিষ্যতের একটি সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে সাহায্য করতে পারে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে