ফ্রান্সের প্যারিস শহরে ১০ জুলাই সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে স্যামসাংয়ের ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২০২৪ ’। বরাবরের মতো এই বছরের ইভেন্টটিতে নতুন পণ্য ও ফিচার উন্মোচন করছে স্যামসাং। বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি রিংয়ে পাশাপাশি নতুন জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬ স্মার্টফোন, গ্যালাক্সি ওয়াচ ৭ ও ওয়াচ ৭ আলট্রা, গ্যালাক্সি বাডস ৩ ও বাডস ৩ প্রো নিয়ে এসেছে কোম্পানিটি। এ ছাড়া অ্যাপলকে টেক্কা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন ফিচারও এসব ডিভাইসে যুক্ত করছে স্যামসাং।
স্যামসাংয়ের নতুন ডিভাইসগুলোতে গুগলের এআইয়ের বেশ কিছু ফিচার রয়েছে। গুগলের জেমিনি মডেলের সমর্থন পাবে এসব ডিভাইস। নতুন ফোল্ডেবল ফোনগুলোতে জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা আরও সহজ হবে। এ ছাড়া গুগলের সার্চ টু ফিচারও গ্যালাক্সি জেড সিরিজে নিয়ে আসা হয়েছে। এর আগে ফিচারটি গ্যালাক্সি এস ২৪ সিরিজ ও পিক্সেল ফোনেও চালু করা হয়েছিল।
জেমিনি অ্যাপ দিয়ে স্যামসাংয়ের ফোল্ডিং ফোনে বেশ কিছু কাজ করা আরও সহজ হবে। গুগল বলছে, ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনের বড় স্ক্রিন মাল্টিটাস্কিংকে আরও সহজ করবে। স্পিল্ট স্ক্রিনের মাধ্যমে কোনো ভিডিও দেখার সময় জেমিনি অ্যাসিস্ট্যান্টকে চালু রাখতে পারবে।’
গ্যালাক্সি রিং
স্যামসাংয়ের ডিভাইস তালিকায় নতুন পণ্য হিসেবে যুক্ত হলো গ্যালাক্সি রিং। নিজের স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে ও বিশ্লেষণ করতে ব্যবহারকারীদের এই স্মার্ট রিং সাহায্য করবে।
গ্যালাক্সি রিংটি টাইটানিয়াম দিয়ে তৈরি। এতে পিপিজি সেন্সর যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে রিংটি রক্তের প্রবাহ ও ত্বকের তাপমাত্রা পরিমাপ করতে পারবে। এটি ঘুমের সময় নড়াচড়াও শনাক্ত করতে পারবে। এ ছাড়া স্মার্টওয়াচের মতো হৃৎস্পন্দন, শ্বাস প্রশ্বাসের হার ও পিরিয়ডের চক্রও ট্রাক করতে পারবে। এসব বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে ব্যবহারকারীদের সামগ্রিক স্বাস্থ্যের চিত্র তুলে ধরবে স্যামসাং।
একবার চার্জ দিলে রিংটি ৭ দিন পর্যন্ত চলবে। এর সঙ্গে চার্জিং কেসও পাওয়া যাবে। এর দাম ৪০০ ডলার বা প্রায় ৪৬ হাজার ৯৪০ টাকা। যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি রিংয়ের প্রিঅর্ডার নেওয়া হচ্ছে। আগামী ২৪ জুলাই থেকে ডিভাইসটির শিপিং শুরু হবে।
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৬
ফোল্ডিং ফোনগুলো মধ্যে সবচেয়ে হালকা–পাতলা ফোন হলো স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৬। ডিভাইস দুটি আরও বেশি টেকসই হবে বলে দাবি করছে স্যামসাং। কারণ ডিভাইসগুলোতে কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস ২ ব্যবহার করা হয়েছে। ফোন দুটির বাহিরের ও ভেতরের স্ক্রিনও আরও বড় করা হয়েছে। আর চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে ভ্যাপর চেম্বার যুক্ত করা হয়েছে।
অনেকগুলো এআই ফিচার যুক্ত করা হয়েছে মডেলগুলোতে। জেমিনি অ্যাপের মাধ্যমে আরও নিখুঁত ছবি তৈরি করা যাবে।
ফোন দুটি সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো—ইন্টারপ্রেটার অ্যাপ। এটি খুব সহজেই আলাপ আলোচনা অনুবাদ করে দেয়। কারও সঙ্গে কথা বলার সময় সঙ্গে সঙ্গে অনুবাদ করে দিতে পারবে অ্যাপটি। তবে এটি ক্লাউডের ওপর নির্ভর করে না।
ফোন দুটি এখনই প্রিঅর্ডার করা যাবে ও ২৪ জুলাই থেকে এগুলোর শিপিং শুরু হবে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর দাম শুরু হয়েছে ১ হাজার ৯০০ ডলার বা প্রায় ২ লাখ ২২ হাজার ৯৬৯ টাকা থেকে। আর গ্যালাক্সি জেড ফ্লিপ ৬–এর দাম শুরু হয়েছে ১ হাজার ১০০ ডলার বা প্রায় ১ লাখ ২৯ হাজার ৮৭ টাকা থেকে।
গ্যালাক্সি ওয়াচ ৭ ও ওয়াচ ৭ আলট্রা
গ্যালাক্সি ওয়াচ ৭ আলট্রা সমুদ্রপৃষ্ঠের ৫০০ মিটার থেকে ৯ হাজার মিটার উচ্চতায় কাজ করবে বলে দাবি করেছে স্যামসাং। এটি ১০০ মিটার পর্যন্ত পানি–প্রতিরোধী। ঘড়িটিতে টাইটানিয়াম ফ্রেম রয়েছে। এটি পাওয়ার সেভিং মোডে ১০০ ঘণ্টা পর্যন্ত চলবে। এতে ইমারজেন্সি সাইরেন ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশে অন্যদের সাহায্য চাইতে পারবেন ব্যবহারকারীরা। এতে তিন হাজার পিক ব্রাইটনেস পাওয়া যাবে। তাই অনেক রোদেও এর ডিসপ্লে ভালোমতো দেখা যাবে। এতে নাইট মোডও যুক্ত করা হয়েছে।
গ্যালাক্সি ৭ ওয়াচে ৩ এনএম প্রোসেসর যুক্ত করা হয়েছে। এর সিপিইউয়ের ৩ গুণ বেশি শক্তিশালী। সেই সঙ্গে ৩০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। ঘড়িটির ডাবল পিঞ্চ গেসচার ব্যবহার করে বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যাবে।
গ্যালাক্সি বাড ৩ ও গ্যালাক্সি বাড ৩ প্রো
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর সঙ্গে গ্যালাক্সি বাড ৩ ও গ্যালাক্সি বাড ৩ প্রো হেডফোনগুলো যুক্ত করলে লাইভ অনুবাদ ব্যবহারকারীরা শুনতে পারবে। এটি কোনো ভাষা শেখার ক্লাসের ক্ষেত্রে সাহায্য করবে।
দুটি হেডফোনেই নয়েজ ক্যান্সেলিং ফিচার রয়েছে। অ্যাডপটিভ নয়েজ কন্ট্রোল ফিচারের মাধ্যমে বাডস ৩ প্রো স্বয়ংক্রিয়ভাবে কোলাহল কমিয়ে দেবে। সেই সঙ্গে সাইরেন ও ভয়েস শনাক্তের ফিচারও এগুলোতে রয়েছে।
এগুলোও এখন প্রিঅর্ডার করা যাবে। গ্যালাক্সি বাডস ৩ এর দাম ১৮০ ডলার বা প্রায় ২১ হাজার ১২৩ টাকা। আর গ্যালাক্সি বাডস ৩ প্রোর এর দাম ২৫০ ডলার বা প্রায় ২৯ হাজার ৩৩৮ টাকা। এগুলোর ডেলিভারিও ২৪ জুলাই থেকে শুরু হবে।
ফ্রান্সের প্যারিস শহরে ১০ জুলাই সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে স্যামসাংয়ের ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২০২৪ ’। বরাবরের মতো এই বছরের ইভেন্টটিতে নতুন পণ্য ও ফিচার উন্মোচন করছে স্যামসাং। বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি রিংয়ে পাশাপাশি নতুন জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬ স্মার্টফোন, গ্যালাক্সি ওয়াচ ৭ ও ওয়াচ ৭ আলট্রা, গ্যালাক্সি বাডস ৩ ও বাডস ৩ প্রো নিয়ে এসেছে কোম্পানিটি। এ ছাড়া অ্যাপলকে টেক্কা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন ফিচারও এসব ডিভাইসে যুক্ত করছে স্যামসাং।
স্যামসাংয়ের নতুন ডিভাইসগুলোতে গুগলের এআইয়ের বেশ কিছু ফিচার রয়েছে। গুগলের জেমিনি মডেলের সমর্থন পাবে এসব ডিভাইস। নতুন ফোল্ডেবল ফোনগুলোতে জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা আরও সহজ হবে। এ ছাড়া গুগলের সার্চ টু ফিচারও গ্যালাক্সি জেড সিরিজে নিয়ে আসা হয়েছে। এর আগে ফিচারটি গ্যালাক্সি এস ২৪ সিরিজ ও পিক্সেল ফোনেও চালু করা হয়েছিল।
জেমিনি অ্যাপ দিয়ে স্যামসাংয়ের ফোল্ডিং ফোনে বেশ কিছু কাজ করা আরও সহজ হবে। গুগল বলছে, ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনের বড় স্ক্রিন মাল্টিটাস্কিংকে আরও সহজ করবে। স্পিল্ট স্ক্রিনের মাধ্যমে কোনো ভিডিও দেখার সময় জেমিনি অ্যাসিস্ট্যান্টকে চালু রাখতে পারবে।’
গ্যালাক্সি রিং
স্যামসাংয়ের ডিভাইস তালিকায় নতুন পণ্য হিসেবে যুক্ত হলো গ্যালাক্সি রিং। নিজের স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে ও বিশ্লেষণ করতে ব্যবহারকারীদের এই স্মার্ট রিং সাহায্য করবে।
গ্যালাক্সি রিংটি টাইটানিয়াম দিয়ে তৈরি। এতে পিপিজি সেন্সর যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে রিংটি রক্তের প্রবাহ ও ত্বকের তাপমাত্রা পরিমাপ করতে পারবে। এটি ঘুমের সময় নড়াচড়াও শনাক্ত করতে পারবে। এ ছাড়া স্মার্টওয়াচের মতো হৃৎস্পন্দন, শ্বাস প্রশ্বাসের হার ও পিরিয়ডের চক্রও ট্রাক করতে পারবে। এসব বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে ব্যবহারকারীদের সামগ্রিক স্বাস্থ্যের চিত্র তুলে ধরবে স্যামসাং।
একবার চার্জ দিলে রিংটি ৭ দিন পর্যন্ত চলবে। এর সঙ্গে চার্জিং কেসও পাওয়া যাবে। এর দাম ৪০০ ডলার বা প্রায় ৪৬ হাজার ৯৪০ টাকা। যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি রিংয়ের প্রিঅর্ডার নেওয়া হচ্ছে। আগামী ২৪ জুলাই থেকে ডিভাইসটির শিপিং শুরু হবে।
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৬
ফোল্ডিং ফোনগুলো মধ্যে সবচেয়ে হালকা–পাতলা ফোন হলো স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৬। ডিভাইস দুটি আরও বেশি টেকসই হবে বলে দাবি করছে স্যামসাং। কারণ ডিভাইসগুলোতে কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস ২ ব্যবহার করা হয়েছে। ফোন দুটির বাহিরের ও ভেতরের স্ক্রিনও আরও বড় করা হয়েছে। আর চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে ভ্যাপর চেম্বার যুক্ত করা হয়েছে।
অনেকগুলো এআই ফিচার যুক্ত করা হয়েছে মডেলগুলোতে। জেমিনি অ্যাপের মাধ্যমে আরও নিখুঁত ছবি তৈরি করা যাবে।
ফোন দুটি সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো—ইন্টারপ্রেটার অ্যাপ। এটি খুব সহজেই আলাপ আলোচনা অনুবাদ করে দেয়। কারও সঙ্গে কথা বলার সময় সঙ্গে সঙ্গে অনুবাদ করে দিতে পারবে অ্যাপটি। তবে এটি ক্লাউডের ওপর নির্ভর করে না।
ফোন দুটি এখনই প্রিঅর্ডার করা যাবে ও ২৪ জুলাই থেকে এগুলোর শিপিং শুরু হবে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর দাম শুরু হয়েছে ১ হাজার ৯০০ ডলার বা প্রায় ২ লাখ ২২ হাজার ৯৬৯ টাকা থেকে। আর গ্যালাক্সি জেড ফ্লিপ ৬–এর দাম শুরু হয়েছে ১ হাজার ১০০ ডলার বা প্রায় ১ লাখ ২৯ হাজার ৮৭ টাকা থেকে।
গ্যালাক্সি ওয়াচ ৭ ও ওয়াচ ৭ আলট্রা
গ্যালাক্সি ওয়াচ ৭ আলট্রা সমুদ্রপৃষ্ঠের ৫০০ মিটার থেকে ৯ হাজার মিটার উচ্চতায় কাজ করবে বলে দাবি করেছে স্যামসাং। এটি ১০০ মিটার পর্যন্ত পানি–প্রতিরোধী। ঘড়িটিতে টাইটানিয়াম ফ্রেম রয়েছে। এটি পাওয়ার সেভিং মোডে ১০০ ঘণ্টা পর্যন্ত চলবে। এতে ইমারজেন্সি সাইরেন ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশে অন্যদের সাহায্য চাইতে পারবেন ব্যবহারকারীরা। এতে তিন হাজার পিক ব্রাইটনেস পাওয়া যাবে। তাই অনেক রোদেও এর ডিসপ্লে ভালোমতো দেখা যাবে। এতে নাইট মোডও যুক্ত করা হয়েছে।
গ্যালাক্সি ৭ ওয়াচে ৩ এনএম প্রোসেসর যুক্ত করা হয়েছে। এর সিপিইউয়ের ৩ গুণ বেশি শক্তিশালী। সেই সঙ্গে ৩০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। ঘড়িটির ডাবল পিঞ্চ গেসচার ব্যবহার করে বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যাবে।
গ্যালাক্সি বাড ৩ ও গ্যালাক্সি বাড ৩ প্রো
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর সঙ্গে গ্যালাক্সি বাড ৩ ও গ্যালাক্সি বাড ৩ প্রো হেডফোনগুলো যুক্ত করলে লাইভ অনুবাদ ব্যবহারকারীরা শুনতে পারবে। এটি কোনো ভাষা শেখার ক্লাসের ক্ষেত্রে সাহায্য করবে।
দুটি হেডফোনেই নয়েজ ক্যান্সেলিং ফিচার রয়েছে। অ্যাডপটিভ নয়েজ কন্ট্রোল ফিচারের মাধ্যমে বাডস ৩ প্রো স্বয়ংক্রিয়ভাবে কোলাহল কমিয়ে দেবে। সেই সঙ্গে সাইরেন ও ভয়েস শনাক্তের ফিচারও এগুলোতে রয়েছে।
এগুলোও এখন প্রিঅর্ডার করা যাবে। গ্যালাক্সি বাডস ৩ এর দাম ১৮০ ডলার বা প্রায় ২১ হাজার ১২৩ টাকা। আর গ্যালাক্সি বাডস ৩ প্রোর এর দাম ২৫০ ডলার বা প্রায় ২৯ হাজার ৩৩৮ টাকা। এগুলোর ডেলিভারিও ২৪ জুলাই থেকে শুরু হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২ দিন আগে