ভয়েস ও ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারে সুবিধা রয়েছে মেসেঞ্জারে। এই ফিচারের মাধ্যমে সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের স্ক্রিনে যা আছে তা পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের দেখানো যায়। আর এই স্ক্রিন শেয়ারের ফিচারটি ব্যবহার করাও খুব সহজ।
আইফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ডেস্কটপ ডিভাইসের মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করা যায়। এই ফিচার ব্যবহারের প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
আইফোন ও অ্যান্ড্রয়েডের মেসেঞ্জার থেকে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. মেসেঞ্জার অ্যাপ চালু করুন এবং যাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান, তাঁকে অডিও বা ভিডিও কল দিন।
২. কলে থাকা অবস্থায় স্ক্রিনের নিচ থেকে ওপরের দিকে আলতোভাবে টানুন (সোয়াইপ আপ করুন)।
৩. মেনু থেকে ‘Share Your Screen’ নামে অপশন খুঁজে বের করুন এবং ট্যাপ করুন। ডিভাইস অনুযায়ী অপশনটি ভিন্ন নামে থাকতে পারে। তাই একই ধরনের কোনো অপশন খুঁজে পেলে তাতে ট্যাপ করুন। এর মাধ্যমে স্ক্রিন রেকর্ড শুরু হবে।
৪. অপশনটিতে ট্যাপ করলে কিছু ডিভাইস একেবারেই পুরো স্ক্রিন শেয়ার করবে। আবার পুরো স্ক্রিন বা অর্ধেক স্ক্রিন দেখানো হবে কি না, তার জন্য অনুমতি চাইবে কিছু ডিভাইস। পছন্দের মতো অপশন নির্বাচন করুন।
৫. এ ছাড়া মেসেঞ্জার থেকে স্ক্রিন শেয়ার করার জন্যও আপনার ডিভাইস অনুমতি চাইতে পারে। সে ক্ষেত্রে একটি পপআপ মেনু দেখাবে। মেনু থেকে ‘Allow’ বা Start Recording’ বাটনে ট্যাপ করুন। আগেই এই অনুমতি দেওয়া থাকলে এই ধাপ অনুসরণের প্রয়োজন নেই।
৬. স্ক্রিন শেয়ারের সময় একটি ছোট কন্ট্রোল প্যানেল স্ক্রিনের ওপরে বা নিচের দিকে দেখা যাবে। এই প্যানেলের অপশনগুলোর মাধ্যমে স্ক্রিন শেয়ার বন্ধ, মাইক্রোফোন মিউট, ক্যামেরা চালু বা বন্ধ করা যাবে।
৭. স্ক্রিন শেয়ার বন্ধ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের ‘Stop’ বাটনে ট্যাপ করুন।
ডেস্কটপ থেকে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. ফেসবুক মেসেঞ্জার ওয়েবসাইট বা কম্পিউটার থেকে মেসেঞ্জার অ্যাপ চালু করুন এবং যার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান, তাকে অডিও বা ভিডিও কল দিন। ২. স্ক্রিন শেয়ারের বাটনটি খুঁজে বের করুন। এটি একটি মনিটরের মতো আইকোন হতে পারে বা ‘Share Screen’ হিসেবে লেবেল করা থাকতে পারে। এই বাটনে ক্লিক করুন।
৩. এই পর্যায়ে পুরো স্ক্রিন বা অর্ধেক স্ক্রিন দেখানো হবে কি না, তার জন্য অনুমতি চাইতে পারে কিছু ডিভাইস। পছন্দমতো অপশন নির্বাচন করুন।
৪. ‘Share’ বা একই ধরনের কোনো বাটন খুঁজে বের করুন। এতে ক্লিক করলে স্ক্রিন শেয়ার শুরু হবে।
৫. স্ক্রিন শেয়ার সময় একটি ছোট কন্ট্রোল প্যানেল স্ক্রিনের ওপর বা নিচের দিকে দেখা যাবে। স্ক্রিন শেয়ার বন্ধ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের ‘Stop’ বাটনে ট্যাপ করুন বা স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ভয়েস ও ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারে সুবিধা রয়েছে মেসেঞ্জারে। এই ফিচারের মাধ্যমে সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের স্ক্রিনে যা আছে তা পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের দেখানো যায়। আর এই স্ক্রিন শেয়ারের ফিচারটি ব্যবহার করাও খুব সহজ।
আইফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ডেস্কটপ ডিভাইসের মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করা যায়। এই ফিচার ব্যবহারের প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
আইফোন ও অ্যান্ড্রয়েডের মেসেঞ্জার থেকে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. মেসেঞ্জার অ্যাপ চালু করুন এবং যাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান, তাঁকে অডিও বা ভিডিও কল দিন।
২. কলে থাকা অবস্থায় স্ক্রিনের নিচ থেকে ওপরের দিকে আলতোভাবে টানুন (সোয়াইপ আপ করুন)।
৩. মেনু থেকে ‘Share Your Screen’ নামে অপশন খুঁজে বের করুন এবং ট্যাপ করুন। ডিভাইস অনুযায়ী অপশনটি ভিন্ন নামে থাকতে পারে। তাই একই ধরনের কোনো অপশন খুঁজে পেলে তাতে ট্যাপ করুন। এর মাধ্যমে স্ক্রিন রেকর্ড শুরু হবে।
৪. অপশনটিতে ট্যাপ করলে কিছু ডিভাইস একেবারেই পুরো স্ক্রিন শেয়ার করবে। আবার পুরো স্ক্রিন বা অর্ধেক স্ক্রিন দেখানো হবে কি না, তার জন্য অনুমতি চাইবে কিছু ডিভাইস। পছন্দের মতো অপশন নির্বাচন করুন।
৫. এ ছাড়া মেসেঞ্জার থেকে স্ক্রিন শেয়ার করার জন্যও আপনার ডিভাইস অনুমতি চাইতে পারে। সে ক্ষেত্রে একটি পপআপ মেনু দেখাবে। মেনু থেকে ‘Allow’ বা Start Recording’ বাটনে ট্যাপ করুন। আগেই এই অনুমতি দেওয়া থাকলে এই ধাপ অনুসরণের প্রয়োজন নেই।
৬. স্ক্রিন শেয়ারের সময় একটি ছোট কন্ট্রোল প্যানেল স্ক্রিনের ওপরে বা নিচের দিকে দেখা যাবে। এই প্যানেলের অপশনগুলোর মাধ্যমে স্ক্রিন শেয়ার বন্ধ, মাইক্রোফোন মিউট, ক্যামেরা চালু বা বন্ধ করা যাবে।
৭. স্ক্রিন শেয়ার বন্ধ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের ‘Stop’ বাটনে ট্যাপ করুন।
ডেস্কটপ থেকে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. ফেসবুক মেসেঞ্জার ওয়েবসাইট বা কম্পিউটার থেকে মেসেঞ্জার অ্যাপ চালু করুন এবং যার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান, তাকে অডিও বা ভিডিও কল দিন। ২. স্ক্রিন শেয়ারের বাটনটি খুঁজে বের করুন। এটি একটি মনিটরের মতো আইকোন হতে পারে বা ‘Share Screen’ হিসেবে লেবেল করা থাকতে পারে। এই বাটনে ক্লিক করুন।
৩. এই পর্যায়ে পুরো স্ক্রিন বা অর্ধেক স্ক্রিন দেখানো হবে কি না, তার জন্য অনুমতি চাইতে পারে কিছু ডিভাইস। পছন্দমতো অপশন নির্বাচন করুন।
৪. ‘Share’ বা একই ধরনের কোনো বাটন খুঁজে বের করুন। এতে ক্লিক করলে স্ক্রিন শেয়ার শুরু হবে।
৫. স্ক্রিন শেয়ার সময় একটি ছোট কন্ট্রোল প্যানেল স্ক্রিনের ওপর বা নিচের দিকে দেখা যাবে। স্ক্রিন শেয়ার বন্ধ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের ‘Stop’ বাটনে ট্যাপ করুন বা স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
৫ ঘণ্টা আগে