Ajker Patrika

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেটের রিপ্লাই দিতে এল অ্যাভাটার 

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেটের রিপ্লাই দিতে এল অ্যাভাটার 

অ্যাভাটারের মাধ্যমে স্ট্যাটাস আপডেটের রিপ্লাইয়ের সুবিধা আনল হোয়াটসঅ্যাপ। পরিবার, বন্ধু বা অন্য কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চমৎকার অভিব্যক্তি প্রকাশে নতুন ফিচার সাহায্য করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাডেজটস নাও এর এক প্রতিবেদন এসব তথ্য জানা যায়। 

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লুএবেটাইনফো প্রতিবেদনে বলেছে, ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আইওএস ও অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে। অ্যানিমেটেড ভার্সনের অ্যাভাটার ব্যবহার করে কিছু ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের রিপ্লাই দিতে পারছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ ইমোজির তুলনায় অ্যাভাটারের মাধ্যমে আরও ভালোভাবে অভিব্যক্তি তুলে ধরা যায়। ইমোজির একটি সীমিত সেটের মধ্যে সীমাবদ্ধ থাকার পরিবর্তে  অ্যাভাটারের মাধ্যমে ব্যবহারকারীরা  বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। 

তবে আগামী ২৪ অক্টোবর  থেকে অ্যান্ড্রয়েড ও আইফোনের কিছু পুরোনো মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর চলবে না। এর মধ্যে গুগল, সনি, এলজিসহ অন্যান্য ব্র্যান্ডের ফোন আছে। হোয়াটসঅ্যাপ চালাতে ২৪ অক্টোবর আসার আগেই ফোনগুলো অ্যান্ড্রয়েড ৫ বা এর চেয়ে পরের ভার্সনের অপারেটিং সিস্টেমে আপডেট দিতে হবে অথবা নতুন ফোন চালাতে হবে। 

হোয়াটসঅ্যাপ বলেছে, নতুন প্রযুক্তির সঙ্গে খাপ–খাওয়াতে পুরোনো মডেলে প্ল্যাটফর্মটির সমর্থন বন্ধ করে দেওয়া হয়। যেসব ফোনে হোয়াটসঅ্যাপের সেবা পাওয়া যাবে না, সেগুলোতে আগে থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন— 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত