স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলো বেশ জনপ্রিয়। এই ফোল্ডিং ফোনগুলো আরও চিকন করে ‘গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম’ নামে নতুন মডেল নিয়ে আসবে স্যামসাং। আর এই মডেলে আগামী অক্টোবরেই উন্মোচন করবে কোম্পানিটি। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এমনই তথ্য ফাঁস করেছে।
আগামী মাসের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালক্সি রিং উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে স্যামসাং ফোনের বিভিন্ন তথ্য ফাঁসকারী অ্যাকাউন্ট আইস ইউনিভার্স বলেছে, গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম ফোনটি আগামী অক্টোবরে উন্মোচন হবে।
আইস ইউনিভার্স আরও বলে, চীনে এই ফোন ‘গ্যালাক্সি ডাব্লু ১৫ মোনিকার’ নামে উন্মোচন হবে।
তবে ফোনটি সে সময় বিশ্বজুড়ে নাকি শুধু চীনের বাজারে চালু হবে তা সুনির্দিষ্টভাবে পোস্টে উল্লেখ নেই। নতুন ফোনটি অনেক হালকা ও চিকন হবে। ফোল্ডিং ফোনের আগের মডেলগুলোর তুলনায় এটি কিছুটা বড় হবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে এতে এস পেন না–ও থাকতে পারে।
গত মাসে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়ং বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম গ্যালাক্সি জেড ফোল্ড ৬ থেকে বড় হবে। এটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উন্মোচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ফোনটির দাম স্যামসাংয়ের ফোল্ডিংয়ের স্ট্যান্ডার্ড মডেলের মতো একই হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনটির সম্পূর্ণ সম্পর্কে জানা যায়নি। আর ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিকেশন সঠিক না–ও হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা জানা গেছে তা তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।
কভার ডিসপ্লে ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪ মেগাপিক্সেল।
ভেতরে ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি।
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি।
ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ।
চার্জিং: ২৫ ওয়াট।
আগামী বছরে বাজারে আইফোন ১৭ সিরিজে একটি স্লিম মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তবে ফোনটি তুলনামূলক অনেক দামি হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলো বেশ জনপ্রিয়। এই ফোল্ডিং ফোনগুলো আরও চিকন করে ‘গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম’ নামে নতুন মডেল নিয়ে আসবে স্যামসাং। আর এই মডেলে আগামী অক্টোবরেই উন্মোচন করবে কোম্পানিটি। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এমনই তথ্য ফাঁস করেছে।
আগামী মাসের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালক্সি রিং উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে স্যামসাং ফোনের বিভিন্ন তথ্য ফাঁসকারী অ্যাকাউন্ট আইস ইউনিভার্স বলেছে, গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম ফোনটি আগামী অক্টোবরে উন্মোচন হবে।
আইস ইউনিভার্স আরও বলে, চীনে এই ফোন ‘গ্যালাক্সি ডাব্লু ১৫ মোনিকার’ নামে উন্মোচন হবে।
তবে ফোনটি সে সময় বিশ্বজুড়ে নাকি শুধু চীনের বাজারে চালু হবে তা সুনির্দিষ্টভাবে পোস্টে উল্লেখ নেই। নতুন ফোনটি অনেক হালকা ও চিকন হবে। ফোল্ডিং ফোনের আগের মডেলগুলোর তুলনায় এটি কিছুটা বড় হবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে এতে এস পেন না–ও থাকতে পারে।
গত মাসে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়ং বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম গ্যালাক্সি জেড ফোল্ড ৬ থেকে বড় হবে। এটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উন্মোচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ফোনটির দাম স্যামসাংয়ের ফোল্ডিংয়ের স্ট্যান্ডার্ড মডেলের মতো একই হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনটির সম্পূর্ণ সম্পর্কে জানা যায়নি। আর ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিকেশন সঠিক না–ও হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা জানা গেছে তা তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।
কভার ডিসপ্লে ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪ মেগাপিক্সেল।
ভেতরে ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি।
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি।
ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ।
চার্জিং: ২৫ ওয়াট।
আগামী বছরে বাজারে আইফোন ১৭ সিরিজে একটি স্লিম মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তবে ফোনটি তুলনামূলক অনেক দামি হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে