কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওর রিচ বাড়াতে এখন শুধু রেকমেন্ডশন অ্যালগরিদম, সার্চ রেজাল্ট ও কোলাবোরেশনের ওপর নির্ভর করতে হবে না। গতকাল বুধবার ‘মেড অন ইউটিউব’ ইভেন্টে ‘হাইপ’ নামে নতুন একটি ফিচারের ঘোষণা দিয়েছে ইউটিউব। এটি কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে। একটি মাত্র বাটনে ট্যাপ করে ক্রিয়েটরের ভিডিওকে ‘হাইপ’ করতে সাহায্য করবে দর্শকেরা। এর মাধ্যমে ভিডিওটি ১০০টি শীর্ষ হাইপ ভিডিওর লিডার বোর্ডে (শীর্ষ তালিকায়) উঠতে পারবে। ফলে ভিডিও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে।
ফিচারটি ব্যবহার করতে দর্শকদের বিদ্যমান ‘লাইক’ বোতামের নিচে নতুন ‘হাইপ’ ফিচারে ক্লিক করতে হবে। এটি পাঁচ লাখের কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের জন্য প্রযোজ্য হবে। যত বেশি মানুষ ভিডিওটিকে হাইপ করবে লিডার বোর্ডে এটি তত উচ্চতায় পৌঁছাবে। এভাবে ভক্তরা তাদের পছন্দের ক্রিয়েটরদের সঠিকভাবে সমর্থন করতে পারবে। এ জন্য ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে সর্বাধিক তিনটি ‘হাইপ’ ব্যবহার করতে পারবে।
কোম্পানিটি বলছে, কারণ উৎসাহী ভক্তরা ক্রিয়েটরের সফলতার গল্পের অংশ হতে চাওয়ায় ফিচারটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।
তবে ভবিষ্যতে ভিউয়ারদের জন্য অতিরিক্ত হাইপ কেনার সুযোগ দেবে। এর মাধ্যমে ইউটিউব নতুন আয়ের সুযোগ পাবে। তবে এই আয়ের কত অংশ ক্রিয়েটরের সঙ্গে শেয়ার করবে তা জানায়নি কোম্পানিটি। যেমন—‘সুপার থ্যাংকসের’ মতো ফিচারগুলো কেনার ক্ষেত্রে ইউটিউব ক্রিয়েটরের সঙ্গে আয় ভাগ করে। সাধারণ এসব ফিচার থেকে ৩০ শতাংশ আয় কেটে নেয় ইউটিউব।
এ ছাড়া কম সাবস্ক্রাইবার সংখ্যাবিশিষ্ট চ্যানেলগুলো জন্য একটি ছোট বোনাস দেবে। পয়েন্টগুলো যুক্ত করে বৃহত্তর ক্রিয়েটরদের সঙ্গে সমান পর্যায়ে আসতে সাহায্য করবে। কোম্পানিটি বলছে, শীর্ষ হাইপ করা ভিডিও একটি বিশেষ ব্যাজও পাবে।
ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক বাঙ্গালি কাবা বলেন, ‘হাইপ ইউটিউব কমিউনিটিকে নতুন ও উদীয়মান ক্রিয়েটরদের প্রতি তাদের ভালোবাসা এবং উচ্ছ্বাস প্রকাশের একটি সুযোগ দেয়। সেই সঙ্গে তাদের নতুন ভিডিওকে হাইপ করে সমর্থন জোগাতে সাহায্য করে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে ক্রিয়েটররা দেখতে পারবেন, কে তাদের ভিডিওকে হাইপ করেছে।
তুর্কি, তাইওয়ান ও ব্রাজিলে বেটা পরীক্ষার প্রথম চার সপ্তাহে ইউটিউব ব্যবহারকারীরা ৫০ হাজারেরও বেশি চ্যানেলে ৫০ লাখেরও বেশিবার ভিডিওকে হাইপ করেছেন। ১৮ থেকে ২৪ বছর বয়সীরা ভিডিও হাইপ করেন, যা সব বেটা সংস্করণ ব্যবহারকারীর ৩০ শতাংশ।
কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওর রিচ বাড়াতে এখন শুধু রেকমেন্ডশন অ্যালগরিদম, সার্চ রেজাল্ট ও কোলাবোরেশনের ওপর নির্ভর করতে হবে না। গতকাল বুধবার ‘মেড অন ইউটিউব’ ইভেন্টে ‘হাইপ’ নামে নতুন একটি ফিচারের ঘোষণা দিয়েছে ইউটিউব। এটি কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে। একটি মাত্র বাটনে ট্যাপ করে ক্রিয়েটরের ভিডিওকে ‘হাইপ’ করতে সাহায্য করবে দর্শকেরা। এর মাধ্যমে ভিডিওটি ১০০টি শীর্ষ হাইপ ভিডিওর লিডার বোর্ডে (শীর্ষ তালিকায়) উঠতে পারবে। ফলে ভিডিও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে।
ফিচারটি ব্যবহার করতে দর্শকদের বিদ্যমান ‘লাইক’ বোতামের নিচে নতুন ‘হাইপ’ ফিচারে ক্লিক করতে হবে। এটি পাঁচ লাখের কম সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের জন্য প্রযোজ্য হবে। যত বেশি মানুষ ভিডিওটিকে হাইপ করবে লিডার বোর্ডে এটি তত উচ্চতায় পৌঁছাবে। এভাবে ভক্তরা তাদের পছন্দের ক্রিয়েটরদের সঠিকভাবে সমর্থন করতে পারবে। এ জন্য ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে সর্বাধিক তিনটি ‘হাইপ’ ব্যবহার করতে পারবে।
কোম্পানিটি বলছে, কারণ উৎসাহী ভক্তরা ক্রিয়েটরের সফলতার গল্পের অংশ হতে চাওয়ায় ফিচারটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।
তবে ভবিষ্যতে ভিউয়ারদের জন্য অতিরিক্ত হাইপ কেনার সুযোগ দেবে। এর মাধ্যমে ইউটিউব নতুন আয়ের সুযোগ পাবে। তবে এই আয়ের কত অংশ ক্রিয়েটরের সঙ্গে শেয়ার করবে তা জানায়নি কোম্পানিটি। যেমন—‘সুপার থ্যাংকসের’ মতো ফিচারগুলো কেনার ক্ষেত্রে ইউটিউব ক্রিয়েটরের সঙ্গে আয় ভাগ করে। সাধারণ এসব ফিচার থেকে ৩০ শতাংশ আয় কেটে নেয় ইউটিউব।
এ ছাড়া কম সাবস্ক্রাইবার সংখ্যাবিশিষ্ট চ্যানেলগুলো জন্য একটি ছোট বোনাস দেবে। পয়েন্টগুলো যুক্ত করে বৃহত্তর ক্রিয়েটরদের সঙ্গে সমান পর্যায়ে আসতে সাহায্য করবে। কোম্পানিটি বলছে, শীর্ষ হাইপ করা ভিডিও একটি বিশেষ ব্যাজও পাবে।
ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক বাঙ্গালি কাবা বলেন, ‘হাইপ ইউটিউব কমিউনিটিকে নতুন ও উদীয়মান ক্রিয়েটরদের প্রতি তাদের ভালোবাসা এবং উচ্ছ্বাস প্রকাশের একটি সুযোগ দেয়। সেই সঙ্গে তাদের নতুন ভিডিওকে হাইপ করে সমর্থন জোগাতে সাহায্য করে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে ক্রিয়েটররা দেখতে পারবেন, কে তাদের ভিডিওকে হাইপ করেছে।
তুর্কি, তাইওয়ান ও ব্রাজিলে বেটা পরীক্ষার প্রথম চার সপ্তাহে ইউটিউব ব্যবহারকারীরা ৫০ হাজারেরও বেশি চ্যানেলে ৫০ লাখেরও বেশিবার ভিডিওকে হাইপ করেছেন। ১৮ থেকে ২৪ বছর বয়সীরা ভিডিও হাইপ করেন, যা সব বেটা সংস্করণ ব্যবহারকারীর ৩০ শতাংশ।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১০ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১১ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১২ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১২ ঘণ্টা আগে