আজকের পত্রিকা ডেস্ক
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনল স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভির দাম ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯৯১ টাকা)।
স্যামসাংয়ের মাইক্রো আরজিবি প্রযুক্তি মূলত মিনি এলইডি ব্যাকলাইটের উন্নত সংস্করণ। মিনি এলইডি টিভিতে সাধারণত হোয়াইট বা ব্লু এলইডি ব্যবহার করা হয়, সেখানে মাইক্রো আরজিবিটিভিতে ব্যবহৃত হয়েছে অতিক্ষুদ্র লাল, সবুজ ও নীল রঙের এলইডি। প্রতিটি এলইডির আকার ১০০ মাইক্রোমিটারের চেয়েও কম এবং এদের আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়।
নতুন এই ব্যাকলাইট স্যামসাংয়ের মাইক্রো আরজিবিএআই ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা প্রতিমুহূর্তে ভিডিও বিশ্লেষণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে রঙের গভীরতা ও প্রাণবন্ততা বাড়িয়ে তুলতে সক্ষম। নিষ্প্রভ দৃশ্যেও এই প্রযুক্তি রঙের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারে, ফলে অভিজ্ঞতা হয় আরও প্রাণবন্ত ও বাস্তবধর্মী।
মাইক্রো আরজিবি প্রযুক্তির আরেকটি বড় সুবিধা হলো, এটি মাইক্রোএলইডি টিভির তুলনায় অনেক কম খরচে তৈরি করা যায়। যেখানে স্যামসাংয়ের ১১৫ ইঞ্চির মাইক্রো আরজিবিটিভির দাম ৩২ হাজার ডলারের কিছু বেশি, সেখানে বর্তমানে বাজারে থাকা ১১০ ইঞ্চির মাইক্রোএলইডি টিভির দাম ১ লাখ ৫০ হাজার ডলার।
৪কে রেজল্যুশনের এই টিভিতে থাকছে আরও কিছু দারুণ ফিচার—১৪৪ হার্টজের ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (বিশেষ করে গেমারদের জন্য), এআই আপস্কেলিং, এইচডিআর ১০+ সমর্থন, ৭০ ওয়াটের ৪.২. ২ স্পিকার সেটআপ (ডলবি অ্যাটমস সমর্থিত), চারটি এইচডিএমআই ২.০ পোর্ট, দুটি ইউএসবি–এ পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ এবং অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা। এমনকি যদি ঘরে ফিলিপস হিউ লাইট থাকে, তাহলে সেই লাইট টিভির কনটেন্ট অনুযায়ী রং পরিবর্তন করবে।
তবে মাইক্রো আরজিবি প্রযুক্তির দিকে নজর দিচ্ছে শুধু স্যামসাংই নয়। সনি এর আগে ‘জেনারেল আরজিবি এলইডি ব্যাকলাইট টেকনোলজি’ নামের একটি প্রযুক্তি দেখিয়েছে, যেখানে লাল, সবুজ ও নীল এলইডির সমন্বয়ে তৈরি ব্যাকলাইট জোন ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, সিইএস ২০২৫-এ হাইসেন্স তাদের ১১৬ ইঞ্চির ট্রাইক্ৰোমা এলইডি টিভির ঘোষণা দেয়, যাতে ব্যবহার করা হয়েছে আরজিবি লোকাল ডিমিং প্রযুক্তি। হাইসেন্স দাবি করেছে, তাদের টিভি ‘বিটি.২০২০’ কালার স্পেসের ৯৭ শতাংশ পুনরুৎপাদন করতে সক্ষম। তবে স্যামসাং বলছে, তাদের মাইক্রো আরজিবি প্রযুক্তি শতভাগ ‘বিটি.২০২০’ রং উপস্থাপন করতে পারে। ফলে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে নিখুঁত রং উপস্থাপনকারী টিভি।
স্যামসাং জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরুর পর এই টিভি যুক্তরাষ্ট্রে আসবে এবং এরপর বিশ্ববাজারে আরও বিভিন্ন আকারের সংস্করণ পাওয়া যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনল স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভির দাম ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯৯১ টাকা)।
স্যামসাংয়ের মাইক্রো আরজিবি প্রযুক্তি মূলত মিনি এলইডি ব্যাকলাইটের উন্নত সংস্করণ। মিনি এলইডি টিভিতে সাধারণত হোয়াইট বা ব্লু এলইডি ব্যবহার করা হয়, সেখানে মাইক্রো আরজিবিটিভিতে ব্যবহৃত হয়েছে অতিক্ষুদ্র লাল, সবুজ ও নীল রঙের এলইডি। প্রতিটি এলইডির আকার ১০০ মাইক্রোমিটারের চেয়েও কম এবং এদের আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়।
নতুন এই ব্যাকলাইট স্যামসাংয়ের মাইক্রো আরজিবিএআই ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা প্রতিমুহূর্তে ভিডিও বিশ্লেষণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে রঙের গভীরতা ও প্রাণবন্ততা বাড়িয়ে তুলতে সক্ষম। নিষ্প্রভ দৃশ্যেও এই প্রযুক্তি রঙের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারে, ফলে অভিজ্ঞতা হয় আরও প্রাণবন্ত ও বাস্তবধর্মী।
মাইক্রো আরজিবি প্রযুক্তির আরেকটি বড় সুবিধা হলো, এটি মাইক্রোএলইডি টিভির তুলনায় অনেক কম খরচে তৈরি করা যায়। যেখানে স্যামসাংয়ের ১১৫ ইঞ্চির মাইক্রো আরজিবিটিভির দাম ৩২ হাজার ডলারের কিছু বেশি, সেখানে বর্তমানে বাজারে থাকা ১১০ ইঞ্চির মাইক্রোএলইডি টিভির দাম ১ লাখ ৫০ হাজার ডলার।
৪কে রেজল্যুশনের এই টিভিতে থাকছে আরও কিছু দারুণ ফিচার—১৪৪ হার্টজের ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (বিশেষ করে গেমারদের জন্য), এআই আপস্কেলিং, এইচডিআর ১০+ সমর্থন, ৭০ ওয়াটের ৪.২. ২ স্পিকার সেটআপ (ডলবি অ্যাটমস সমর্থিত), চারটি এইচডিএমআই ২.০ পোর্ট, দুটি ইউএসবি–এ পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ এবং অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা। এমনকি যদি ঘরে ফিলিপস হিউ লাইট থাকে, তাহলে সেই লাইট টিভির কনটেন্ট অনুযায়ী রং পরিবর্তন করবে।
তবে মাইক্রো আরজিবি প্রযুক্তির দিকে নজর দিচ্ছে শুধু স্যামসাংই নয়। সনি এর আগে ‘জেনারেল আরজিবি এলইডি ব্যাকলাইট টেকনোলজি’ নামের একটি প্রযুক্তি দেখিয়েছে, যেখানে লাল, সবুজ ও নীল এলইডির সমন্বয়ে তৈরি ব্যাকলাইট জোন ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, সিইএস ২০২৫-এ হাইসেন্স তাদের ১১৬ ইঞ্চির ট্রাইক্ৰোমা এলইডি টিভির ঘোষণা দেয়, যাতে ব্যবহার করা হয়েছে আরজিবি লোকাল ডিমিং প্রযুক্তি। হাইসেন্স দাবি করেছে, তাদের টিভি ‘বিটি.২০২০’ কালার স্পেসের ৯৭ শতাংশ পুনরুৎপাদন করতে সক্ষম। তবে স্যামসাং বলছে, তাদের মাইক্রো আরজিবি প্রযুক্তি শতভাগ ‘বিটি.২০২০’ রং উপস্থাপন করতে পারে। ফলে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে নিখুঁত রং উপস্থাপনকারী টিভি।
স্যামসাং জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরুর পর এই টিভি যুক্তরাষ্ট্রে আসবে এবং এরপর বিশ্ববাজারে আরও বিভিন্ন আকারের সংস্করণ পাওয়া যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
২ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
৪ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২১ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে