ফিচার ডেস্ক
যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে এই প্রথম চালকবিহীন সেমিট্রাক চলাচল শুরু করেছে। এটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অরোরা ইনোভেশন। ডালাস থেকে হিউস্টন পর্যন্ত ৪৫ নম্বর আন্তরাজ্য সড়কে বাণিজ্যিকভাবে এই ট্রাক চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ওসা ফিশার জানান, শ্রম সংকট এবং চাহিদা মেটাতে এই প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে।
অরোরা ড্রাইভার সিস্টেমে সেন্সর, ক্যামেরা ও রাডার ব্যবহার করা হয়েছে। ট্রাকটি ৩৬০ ডিগ্রি দেখতে সক্ষম। ফিশারের মতে, যানবাহনটি চারটি ফুটবল মাঠের সমান দূরত্ব পর্যন্ত সবদিকে দেখতে পারে। ট্রাকগুলো ২৪ ঘণ্টা চলতে সক্ষম, যা পরিবহন খাতে চালক সংকটে কার্যকর সমাধান বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। টেক্সাসের গভর্নরও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
অরোরা ৩০ লাখ মাইল পথ পাড়ি দিয়েছে বলে দাবি করা হয়েছে। গত বছর ফোর্ট ওয়ার্থ থেকে এল পাসো যাওয়ার সময় একটি ট্রাকের সামান্য দুর্ঘটনা ঘটে। তবে তদন্তে অন্য গাড়ির চালকের ভুল প্রমাণিত হয়। তবে আইনজীবী অ্যামি উইদারাইট সতর্ক করে বলেন, ৮০ হাজার পাউন্ডের ট্রাকের সামান্য ভুলে প্রাণহানির ঝুঁকি বেশি। আরও প্রকাশ্যে ডেটা ও পরীক্ষার প্রয়োজন। হ্যাকিংয়ের ঝুঁকি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
ফিশার জানান, তাঁদের সিস্টেমে সরাসরি হ্যাক করে নিয়ন্ত্রণ সম্ভব নয়। কমান্ড সেন্টার থেকে শুধু পরামর্শ দেওয়া যায়। কিন্তু ট্রাক নিরাপত্তাঝুঁকি হলে তা উপেক্ষা করে।
এই বছরই এল পাসো ও ফিনিক্সে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অরোরা আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলজুড়ে পরিষেবা ছড়িয়ে দেবে। ফিশারের মতে, পরিবহনের ভবিষ্যৎই হলো এই স্বয়ংক্রিয় প্রযুক্তি।
বিশ্লেষকেরা মনে করেন, প্রযুক্তির সম্ভাবনা থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম ও স্বচ্ছতা জরুরি। চালকবিহীন ট্রাকের এই যাত্রা শিল্প খাতে কতটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, সময়ই তা বলবে।
সূত্র: সিবিএস নিউজ
যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে এই প্রথম চালকবিহীন সেমিট্রাক চলাচল শুরু করেছে। এটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অরোরা ইনোভেশন। ডালাস থেকে হিউস্টন পর্যন্ত ৪৫ নম্বর আন্তরাজ্য সড়কে বাণিজ্যিকভাবে এই ট্রাক চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ওসা ফিশার জানান, শ্রম সংকট এবং চাহিদা মেটাতে এই প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে।
অরোরা ড্রাইভার সিস্টেমে সেন্সর, ক্যামেরা ও রাডার ব্যবহার করা হয়েছে। ট্রাকটি ৩৬০ ডিগ্রি দেখতে সক্ষম। ফিশারের মতে, যানবাহনটি চারটি ফুটবল মাঠের সমান দূরত্ব পর্যন্ত সবদিকে দেখতে পারে। ট্রাকগুলো ২৪ ঘণ্টা চলতে সক্ষম, যা পরিবহন খাতে চালক সংকটে কার্যকর সমাধান বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। টেক্সাসের গভর্নরও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
অরোরা ৩০ লাখ মাইল পথ পাড়ি দিয়েছে বলে দাবি করা হয়েছে। গত বছর ফোর্ট ওয়ার্থ থেকে এল পাসো যাওয়ার সময় একটি ট্রাকের সামান্য দুর্ঘটনা ঘটে। তবে তদন্তে অন্য গাড়ির চালকের ভুল প্রমাণিত হয়। তবে আইনজীবী অ্যামি উইদারাইট সতর্ক করে বলেন, ৮০ হাজার পাউন্ডের ট্রাকের সামান্য ভুলে প্রাণহানির ঝুঁকি বেশি। আরও প্রকাশ্যে ডেটা ও পরীক্ষার প্রয়োজন। হ্যাকিংয়ের ঝুঁকি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
ফিশার জানান, তাঁদের সিস্টেমে সরাসরি হ্যাক করে নিয়ন্ত্রণ সম্ভব নয়। কমান্ড সেন্টার থেকে শুধু পরামর্শ দেওয়া যায়। কিন্তু ট্রাক নিরাপত্তাঝুঁকি হলে তা উপেক্ষা করে।
এই বছরই এল পাসো ও ফিনিক্সে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অরোরা আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলজুড়ে পরিষেবা ছড়িয়ে দেবে। ফিশারের মতে, পরিবহনের ভবিষ্যৎই হলো এই স্বয়ংক্রিয় প্রযুক্তি।
বিশ্লেষকেরা মনে করেন, প্রযুক্তির সম্ভাবনা থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম ও স্বচ্ছতা জরুরি। চালকবিহীন ট্রাকের এই যাত্রা শিল্প খাতে কতটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, সময়ই তা বলবে।
সূত্র: সিবিএস নিউজ
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে