অ্যাপল ও গুগলের মার্কিন অ্যাপ স্টোরে ফিরে এল চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা পিছিয়ে ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কারণে অ্যাপটি পুনরায় স্টোরগুলোতে রাখা হয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই সামাজিক মাধ্যম অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এ দুই প্রযুক্তি জায়ান্টকে আশ্বস্ত করেন, মার্কিন অ্যাপ স্টোরে টিকটক রাখলেও তাদের বিরুদ্ধে কোনো জরিমানা করা হবে না।
গত ১৯ জানুয়ারি টিকটক নিষেধাজ্ঞার আইনটি কার্যকর হয়। তবে আগের দিনই স্টোরগুলোর থেকে সরিয়ে ফেলা হয় অ্যাপটি। গত বছরের একটি আইন অনুযায়ী, চীনা কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশ বিক্রি করতে হবে, তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হবে।
আইনটি কার্যকর হওয়ার পর যদি অ্যাপল ও গুগল টিকটক তাদের অ্যাপ স্টোরে রাখত, তবে তাদের জরিমানা গুনতে হতো।
তবে পরদিনই একটি নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ৭৫ দিন বাড়ানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। এর ফলে টিকটক এখনো কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে সক্রিয় থাকতে পারবে। তবে গতকাল পর্যন্ত অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে রেখেছিল অ্যাপল ও গুগল।
বিশেষজ্ঞদের মতে, গুগল ও অ্যাপল হয়তো টিকটককে পুনরায় স্টোরে রাখার আগে নিশ্চয়তা চাইছিল যে, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। ট্রাম্পের নির্দেশনায় বলা হয়েছে, এ দুই প্রতিষ্ঠানকে কোনো রকম জরিমানা বা আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে না।
বর্তমানে প্রায় অর্ধেক আমেরিকান টিকটক ব্যবহার করেন। ২০২৪ সালে ৫২ মিলিয়ন ডাউনলোড হয়েছে টিকটক অ্যাপটি। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, এর মধ্যে ৫২ শতাংশ ডাউনলোড হয়েছে অ্যাপল অ্যাপ স্টোর থেকে এবং ৪৮ শতাংশ গুগল প্লে স্টোর থেকে।
এই আইন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে গত বছরের এপ্রিল মাসে স্বাক্ষরিত হয়, যেখানে চীনের সম্ভাব্য নজরদারি ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছিল।
এখনো পর্যন্ত, টিকটক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোনো প্রধান সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেনি এবং গত বছরপাস হওয়া আইনটি ট্রাম্প প্রশাসনকে অন্যান্য চীনা মালিকানাধীন অ্যাপ নিষিদ্ধ করার বা সেগুলোর বিক্রি দাবি করার ব্যাপারে ব্যাপক ক্ষমতা দিয়েছে।
এদিকে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, টিকটকের জন্য তার ৭৫ দিনের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। তবে এই উদ্যোগের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না।
এ ছাড়া টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী প্রকাশ করেছে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। গত মাসে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, টিকটক কেনার জন্য আলোচনা শুরু করছে ওরাকল, মাইক্রোসফটসহ বিনিয়োগকারীর একটি গ্রুপ। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে টিকটকের মালিক বাইটড্যান্সের সামান্য অংশীদারত্ব থাকবে।
আবার চলতি মাসেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অধীনে একটি সভরেন ওয়েলথ ফান্ড বা সার্বভৌম সম্পদ তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ভবিষ্যতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক কিনতে তহবিলটি ব্যবহৃত হতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স
অ্যাপল ও গুগলের মার্কিন অ্যাপ স্টোরে ফিরে এল চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা পিছিয়ে ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কারণে অ্যাপটি পুনরায় স্টোরগুলোতে রাখা হয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই সামাজিক মাধ্যম অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এ দুই প্রযুক্তি জায়ান্টকে আশ্বস্ত করেন, মার্কিন অ্যাপ স্টোরে টিকটক রাখলেও তাদের বিরুদ্ধে কোনো জরিমানা করা হবে না।
গত ১৯ জানুয়ারি টিকটক নিষেধাজ্ঞার আইনটি কার্যকর হয়। তবে আগের দিনই স্টোরগুলোর থেকে সরিয়ে ফেলা হয় অ্যাপটি। গত বছরের একটি আইন অনুযায়ী, চীনা কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের অংশ বিক্রি করতে হবে, তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হবে।
আইনটি কার্যকর হওয়ার পর যদি অ্যাপল ও গুগল টিকটক তাদের অ্যাপ স্টোরে রাখত, তবে তাদের জরিমানা গুনতে হতো।
তবে পরদিনই একটি নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ৭৫ দিন বাড়ানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। এর ফলে টিকটক এখনো কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে সক্রিয় থাকতে পারবে। তবে গতকাল পর্যন্ত অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে রেখেছিল অ্যাপল ও গুগল।
বিশেষজ্ঞদের মতে, গুগল ও অ্যাপল হয়তো টিকটককে পুনরায় স্টোরে রাখার আগে নিশ্চয়তা চাইছিল যে, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। ট্রাম্পের নির্দেশনায় বলা হয়েছে, এ দুই প্রতিষ্ঠানকে কোনো রকম জরিমানা বা আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে না।
বর্তমানে প্রায় অর্ধেক আমেরিকান টিকটক ব্যবহার করেন। ২০২৪ সালে ৫২ মিলিয়ন ডাউনলোড হয়েছে টিকটক অ্যাপটি। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, এর মধ্যে ৫২ শতাংশ ডাউনলোড হয়েছে অ্যাপল অ্যাপ স্টোর থেকে এবং ৪৮ শতাংশ গুগল প্লে স্টোর থেকে।
এই আইন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে গত বছরের এপ্রিল মাসে স্বাক্ষরিত হয়, যেখানে চীনের সম্ভাব্য নজরদারি ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছিল।
এখনো পর্যন্ত, টিকটক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোনো প্রধান সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেনি এবং গত বছরপাস হওয়া আইনটি ট্রাম্প প্রশাসনকে অন্যান্য চীনা মালিকানাধীন অ্যাপ নিষিদ্ধ করার বা সেগুলোর বিক্রি দাবি করার ব্যাপারে ব্যাপক ক্ষমতা দিয়েছে।
এদিকে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, টিকটকের জন্য তার ৭৫ দিনের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। তবে এই উদ্যোগের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না।
এ ছাড়া টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী প্রকাশ করেছে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। গত মাসে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, টিকটক কেনার জন্য আলোচনা শুরু করছে ওরাকল, মাইক্রোসফটসহ বিনিয়োগকারীর একটি গ্রুপ। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে টিকটকের মালিক বাইটড্যান্সের সামান্য অংশীদারত্ব থাকবে।
আবার চলতি মাসেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অধীনে একটি সভরেন ওয়েলথ ফান্ড বা সার্বভৌম সম্পদ তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ভবিষ্যতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক কিনতে তহবিলটি ব্যবহৃত হতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৭ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১০ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১১ ঘণ্টা আগে